প্রিয় ভিজিটর আপনি কি আগের দিনের ডিস লাইন অপছন্দ করেন? জানতে চান আকাশ ডিস বা আকাশ ডিটিএইচ এর ব্যাপারে? জেনে নিনঃ আকাশ ডিস এর সুবিধা, দাম, চ্যানেল লিস্ট, প্যাকেজ ইত্যাদি ব্যাপারে বিস্তারিত।
আমাদের আগের দিনের ডিস লাইন অপছন্দ করার যথেষ্ট কারন ও রয়েছে। যেমনঃ ডিস লাইন অনেক সময় না থাকা, চ্যানেলের কমতি, ছবি ও শব্দের মান হাই কোয়ালিটি না পাওয়া ইত্যাদি। তবে এসব সমস্যা থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে ভালো উপায় গুলোর একটি হচ্ছে আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস।
চলুন তাহলে জেনে নেয়া যাক আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস সম্পর্কে বিস্তারিত। আরও জানুন আকাশ ডিস এর দাম কত?
Akash DTH বা আাকাশ ডিস কি?
ডিটিএইচ (DTH) এর পূর্ণরূপ হল ডিরেক্ট টু হোম। অর্থাৎ সিগনাল সরাসরি স্যাটেলাইট থেকে বাড়িতে আসে।
আগের দিনের ডিস লাইন অপারেটররা যেমন ক্যাবল বা তারের মাধ্যমে ডিস লাইন সার্ভিস প্রদান করে। Akash DTH সম্পুর্ন আলাদা।
আকাশ ডিটিএইচ এর ক্ষেত্রে স্যাটেলাইট থেকে ডিশ এন্টেনার মাধ্যমে সিগন্যাল সরাসরি টিভিতে পৌঁছানো হয়। Akash DTH যেহেতু স্যাটেলাইট থেকে গ্রাহকের ঘরের রিসিভারে সরাসরি সিগনাল পৌঁছায় তাই এর নাম দেওয়া হয়েছে ডিরেক্ট টু হোম।
বেক্সিমকো (BEXIMCO) কোম্পানির অধীনস্থ ”স্যাটেলাইট ভিত্তিক ডিরেক্ট টু হোম বা ডিটিএইচ সার্ভিসই” হচ্ছে আকশ ডিস বা আকাশ ডিটিএইচ।
আপনি যদি আকশ ডিস এর সেবা সমুহ ব্যবহার করতে চান তাহলে আপনার সেট টপ বক্স, ডিস ও কোম্পানি প্রদত্ত বিভিন্ন ধরনের সরঞ্জামের দরকার পড়বে।
আকাশ ডিটিএইচ যেহেতু হাই কোয়ালিটির ঝকঝকে ছবি প্রচার করে তাই এর মাধ্যমে টিভি দেখার সবচেয়ে সেরা অভিজ্ঞতা পাওয়া যাবে বড় স্ক্রিনের টিভিতে।
তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আকাশ ডিটিএইচ ব্যবহার করে আপনি 14 ইঞ্চির সাদাকালো টিভিও খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন।
আকাশ ডিটিএইচ বা আকাশ ডিশ এন্টেনা এর সুবিধা কি?
এটি হচ্ছে আধুনিক প্রজন্মের স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তি যা আগের দিনের তার ভিত্তিক ডিস লাইনের উন্নত বিকল্প পদ্ধতি। এর মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে টিভি দেখা যায় বছর জুড়ে।
আগের দিনের সাধারণ ডিস লাইনে ছবি ও শব্দের মান সঠিকভাবে “হাই ডেফিনেশন বা (HD)” পাওয়া যায় না। এর একটি বড় কারন হচ্ছে আগের দিনের প্রযুক্তিগত সীমাবদ্ধতা।
এ কারণেই বড় স্ক্রিনের টিভিগুলোতে সাধারণ ডিস লাইনের ছবি বাজে দেখা যায় বা খুব একটা ভালো দেখা যায় না। যার কারণে টিভি দেখে তেমন মজা পাওয়া যায় না।
এদিকে পৃথিবী আধুনিক হওয়ার সাথে সাথে অধিকাংশ টিভি চ্যানেলই এইচডি কোয়ালিটির ভিডিও সম্প্রচার শুরু করছে। কিন্তু আগের দিনের সাধারণ ডিস লাইনে এইচডি ভিডিও দেখা অসম্ভব। এই সমস্যাটির চমৎকার সমাধান নিয়ে এসেছে ডিটিএইচ প্রযুক্তি।
- এই পদ্ধতিতে আপনি হাই কোয়ালিটির ভিডিও ও অডিও উপভোগ করতে পারবেন আপনার বড় স্ক্রিন টিভিতেও। কেননা Akash Dth পদ্ধতিতে কোন ঝামেলা ছাড়াই উপভোগ করা যায় এইচডি কোয়ালিটির ক্লিয়ার পিকচার ও সাউন্ড।
- এছাড়াও প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা দিনে 24 ঘন্টা এবং সপ্তাহের 7 দিন কল সেন্টারের মাধ্যমে কাস্টমার সাপোর্ট দিয়ে যাবেন।
- এছাড়াও আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন সেই চ্যানেলগুলোর আগামী সাত দিনের প্রোগ্রাম এর উপর ভিত্তি করে বিভিন্ন সিডিউল ও গাইড লাইন রয়েছে, এর ফলে আপনার ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট প্রোগ্রামগুলো সহজে অনুসরণ করতে পারবেন।
- কিছু কিছু প্রোগ্রাম প্যাকেজ আছে যা আপনি চাইলে পরবর্তীতে আবার চালিয়ে দেখতে পারবেন। এর ফলে কোন অনুষ্ঠান মিস হয়ে গেলে তা পুনরায় দেখার সুযোগ ও থাকছে।
- এসবের পাশাপাশি প্রিয় চ্যানেলগুলো তালিকাভুক্ত করার সুবিধা তো রয়েছেই।
- Akash Dth এর চমৎকার সুবিধা গুলোর একটি হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। যার মাধ্যমে আপনি বাচ্চাদের অনুপযোগী চ্যানেলগুলোকে লুকিয়ে রাখতে পারবেন।
আকাশ ডিস এর দাম কত বা আকাশ ডিস কত টাকা?
আকাশ ডিস কত টাকা বা আকাশ ডিস এর দাম বিভিন্ন সময়ে কমে বাড়ে।
তবে আকাশ ডিটিএইচ এর বর্তমান সর্বনিম্ন দাম হচ্ছে ৩৪,৯৯ টাকা। এই প্যাকেজটি কিনলে আপনি যা যা পাবেন সেগুলো হচ্ছেঃ
- পাওয়ার সাপ্লাই ইউনিট
- একটি সেট টপ বক্স
- একটি রিমোট কন্ট্রোল ইউনিট
- এইচডিএমআই ক্যাবল
- এসেসরিজ সহ একটি ডিস
- সিঙ্গেল পোর্ট এলএনবি
- দুইটি কানেক্টর
- একটি 10 মিটার কেবল
এটি স্থাপন করার প্রথম পাঁচ দিন বিনামূল্যে দেখতে পারবেন।
আকাশ এর লম্বা প্যাকেজ যেমন 6 বা 12 মাসের জন্য রিচার্জ করলে প্রথমবার পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট অফার।
ধরুন আপনি ছয় মাসের জন্য যদি রিচার্জ করেন তাহলে অতিরিক্ত একমাস আপনার জন্য সাবস্ক্রিপশন ফ্রি। আর 12 মাসের জন্য যদি রিচার্জ করেন তাহলে অতিরিক্ত দুইমাস আপনার জন্য সাবস্ক্রিপশন ফ্রি।
এই অফারটি পেতে হলে আপনাকে শুধু রিচার্জ করার পরপর Akash DTH হেল্পলাইন নাম্বার 16442 তে কল করে জানিয়ে দিতে হবে।
যেকোন আকাশ এর আয়ত্তাধীন ডিলারের কাছ থেকে একজন নিবন্ধিত সাবস্ক্রাইবার যখন নতুন “আকাশ কাস্টমার প্রিমিসিস ইকুইপমেন্ট” কিনেন, তখন তাকে এক বছরের জন্য রিপেয়ার ও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় Akash DTH। যার ফলে আগামী এক বছর কোনো সমস্যা হলে সেটি আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিস প্রদান করবে।
একজন ব্যক্তি একটি নিবন্ধিত মোবাইল নাম্বার দিয়ে সর্বোচ্চ আকাশ প্রোডাক্ট কিনতে পারবেন তিনটি। আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস কেনার সময় আপনাকে অবশ্যই যা যা জমা দিতে হবেঃ
- ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
- জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট এর ফটোকপি
ডিটিএইচ এর দাম অনেক সময় উঠানামা করে। তাছাড়া বিভিন্ন সময়ে তাদের অফারও থাকে। তাই কেনার আগে অবশ্যই তাদের ওয়েবসাইট চেক করুন।
আকাশ ডিস বা Akash DTH এর মাসিক বিল
আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস কিনে সেটআপ করার পর পরই যেসকল কাজ করতে হয় তার মাঝে অন্যতম হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী একটি প্যাকেজ নির্ধারন করা। এসব প্যাকেজের ওপর নির্ভর করবে আকাশ ডিস বিল ও চ্যানেলের সংখ্যা। আপনি যেমন প্যাকেজ নিবেন তার ওপর তারা বিল ও চ্যানেল নির্ধারণ করে দিবে। আকাশ ডিটিএইচ এর বর্তমান প্যাকেজ সমূহ হলোঃ
- আকাশ লাইটঃ এই প্যাকেজে ২০ টি এইচডি চ্যানেল সহ দেশি বিদেশি মোট চ্যানেল পাওয়া যাবে ৭০ টি। আকাশ লাইট এর জন্য প্রতি মাসে বিল দিতে হবে ২৪৯ টাকা।
- আকাশ লাইট প্লাসঃ এই প্যাকেজে ২৬ টি এইচডি চ্যানেল সহ দেশি বিদেশি মোট চ্যানেল পাওয়া যাবে ৯০ টি। আকাশ লাইট প্লাস এর জন্য প্রতি মাসে বিল দিতে হবে ৩০০ টাকা।
- আকাশ স্ট্যান্ডার্ডঃ এই প্যাকেজে ৪০ টির অধিক এইচডি চ্যানেল সহ দেশি বিদেশি মোট চ্যানেল পাওয়া যাবে ১২০ টি। আকাশ স্ট্যান্ডার্ড এর জন্য প্রতি মাসে বিল দিতে হবে ৩৯৯ টাকা।
আকাশ DTH রিচার্জ অফার কি?
আকাশ টিভি তার স্কিম গ্রাহকদের প্রদান করে থাকে আকর্ষনীয় রিচার্জ অফার। যাতে সকল গ্রাহক আকাশ টিভি এর পরিসেবা গ্রহনে হয়ে উঠে আগ্রহী। এবং নিজেদেরকে রাখতে পারে প্রিয় চ্যানেল গুলোতে ঘটতে থাকা সকল বিষয়ের সাথে আপডেট।
আকাশ DTH রিচার্জ অফার কেবলমাত্র তাদের জন্য প্রযোজ্য, যারা মাসিক সদস্য হিসেবে নতুন নিবন্ধিত হয়। আর এই অফার এর সময়সীমা হচ্ছে নিবন্ধিত হওয়ার পর থেকে প্রথম তিন মাস পর্যন্ত।
আপনি যদি হয়ে থাকেন আকাশ টিভি এর নতুন গ্রাহক গ্রাহক, তাহলে আপনার জন্যও প্রযোজ্য হবে আকাশ DTH রিচার্জ অফার।
Akash DTH বা আকাশ ডিস কিভাবে কিনবেন?
আপনার সুবিধা মতো আকাশ ডিস কেনার উপায় রয়েছে একাধিক। যেমন অনলাইন এবং অফলাইন।
প্রথমত অনলাইন থেকে তাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে কিনতে পারবেন সেবাটি। এক্ষেত্রে আকাশ ডিটিএইচ সবকিছু আপনার ঘরে এসে সম্পূর্ণ বিনামূল্যে সেটআপ করে দিয়ে যাবে। তবে আপনি যদি ভাড়া বাসায় থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশই বাড়িওয়ালার অনুমতি নিয়ে আকাশকে জানাতে হবে। কেননা তারা অনুমতি সাপেক্ষে এসে ইন্সটল করতে সাচ্ছন্দ্য বোধ করে।
আপনি যদি অনলাইন থেকে বা তাদের ওয়েবসাইট থেকে সেবাটি কিনতে না পারেন তাহলে কি করবেন? এরও সমাধান রয়েছে।
Akash DTH এর ওয়েবসাইটের পাশাপাশি তারা অথোরাইজড ডিলার দ্বারা আকাশ ডিস সেটআপ সেবা প্রদান করে থাকে। এই লিংকে ক্লিক করে আপনি আপনার কাছাকাছি অথরাইজড ডিলার এর ঠিকানা ও তথ্য পেয়ে যাবেন।
আপনার সুবিধার্থে ই এম আই এর মাধ্যমে কিস্তিতে আকাশ ডিটিএইচ কেনার উপায় ও রয়েছে।
আরও জানুনঃ রেডমি ফোনের দাম ২০২১
আকাশ ডিশ বা Akash DTH চ্যানেল সংখ্যা
আপনারা আগেই জেনেছেন চ্যানেলের সংখ্যা নির্ভর করে আকাশের বিভিন্ন প্যাকেজ এর উপর। যেমন আপনি যদি আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজ সাবস্ক্রাইব করেন তাহলে দেখতে পারবেন চল্লিশটির অধিক এইচডি চ্যানেল ও মোট 120 টি দেশি বিদেশি চ্যানেল।
আকাশ ডিটিএইচ চ্যানেলের তালিকা বা আকাশ ডিটিএইচ চ্যানেল লিস্ট
- বাংলাদেশ টেলিভিশন
- বিটিভি দুনিয়া
- এটিএন বাংলা
- চ্যানেল আই
- ইটিভি
- এনটিভি
- আরটিভি
- Boishakhi TV
- বাংলাভিশন
- Desh TV1111
- আমার টিভি
- মোহনা টিভি
- বেজয় টিভি
- এশিয়ান টিভি
- টেলিভিশনে
- চ্যানেল 9
- Deepto TV
- Nagorik TV
- বাংলা টিভি
- আনন্দ টিভি
- স্টার জলসা
- জি বাংলা এইচডি
- কালার বাংলা
- Ruposhi Bangla TV
- সনি 8
- আকাশ ঘ
- বাংলা
- সিটিভিএন একেডি প্লাস
- স্টারপ্লাস
- স্টার ভারত
- জি টিভি এইচডি
- সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন
- সনি এসএবি
- রং
- রং HD
- জুম চালু করুন
- জাতীয়
- স্টার ওয়ার্ল্ড
- কমেডি সেন্ট্রাল
- রং ইনফিনিটি
- কেবিএস ওয়ার্ল্ড
- TV5MONDE
- SONY TEN 1 HD
- সনি টেন 2
- সনি টেন 3
- সনি সিক্স এইচডি
- SONY ESPN HD
- ডিএসপোর্ট
- SONY S PIX HD
- জলসা মুভিজ
- জি বাংলা সিনেমা
- স্টার মুভি
- এইচবিও
- WB
- স্টার গোল্ড
- জি সিনেমা এইচডি
- ZEE অ্যাকশন
- ZEE বলিউড
- SONY MAX
- সিনেপ্লেক্স এইচডি
- B4UMOVIES
- ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল
- আবিষ্কার
- আবিষ্কার বিজ্ঞান
- SCI
- ডিসকভারি টার্বো
- জীব গ্রহ
- টিএলসি
- টিএলসি এইচডি ওয়ার্ল্ড
- এইচ এইচডি ইতিহাস
- Travelxp HD
- ডুরান্তা
- NICK HD +
- সিএন কার্টুন নেটওয়ার্ক
- সিএন কার্টুন নেটওয়ার্ক এইচডি +
- পোগো
- স্বাধীন
- এটিএন নিউজ
- সংসদ বাংলা
- Somoy TV
- চ্যানেল 24
- Ekattor TV
- যমুনা টিভি
- খবর 24
- ডিবিসি 24/7 নিউজ
- সংবাদ
- সিএনএন
- আলজাজিরা এইচডি
- DW
- এনএইচকে ওয়ার্ল্ড
- ভয়েস অফ আমেরিকা
- সিজিটিএন
- আরটি
- গো বাংলা টিভি
- এস বাংলা
- B4U সঙ্গীত
- এম টিভি
আকাশ ডিটিএইচ এর চ্যানেল সংখ্যা ৬০০০ এর ও বেশি।
আকাশ ডিটিএইচ বা আকাশ ডিস রিচার্জ
আকাশ ডিশ এ মাসিক বিল প্রদানের জন্য অবশ্যই আপনাকে অগ্রিম রিচার্জ করে নিতে হবে। রিচার্জ করা ছাড়া আর কোনভাবে মাসিক বিল দেওয়া সম্ভব না। তবে আকাশ ডিটিএইচ রিচার্জ করার রয়েছে একাধিক মেথড। আকাশ ডিস বিল দেওয়ার বিভিন্ন মেথড সমুহ হচ্ছেঃ
- নেক্সাস পে
- বিকাশ অ্যাপ
- বিকাশ ইউএসএসডি
- আইপে
- রকেট অ্যাপ
- রকেট ইউএসএসডি
- ইবিএল স্কাই
- রিচার্জ
- জি পে অ্যাপ
- সিউর ক্যাশ অ্যাপ
- সিউর ক্যাশ ইউএসএসডি
- নগদ অ্যাপ
- নগদ ইউএসএসডি
- এনআরবিসি প্ল্যানেট অ্যাপ
- ক্যাশবাবা
আকাশ ডিটিএইচ এর ওয়েবসাইট থেকে উল্লেখিত রিচার্জ মেথডসমুহের সম্পর্কে জানতে পারেন বিস্তারিত।
আকাশ ডিশ বা Akash DTH হেল্পলাইন নাম্বার
আপনার যেকোনো প্রয়োজনে রয়েছে আকাশ DTH এর হেল্পলাইন নাম্বার। আকাশ ডিস সংক্রান্ত যেকোনো তথ্য/সার্ভিস পেতে যোগাযোগ করতে পারেন নিন্মোক্ত আকাশ ডিস হেল্পলাইন নাম্বার সমুহেঃ
- 16442
- 09609999000
“support@akashdth.com” এই ঠিকানায় মেইল করতে পারবেন সুবিধামত। তাছাড়াও ওয়েবসাইটে গিয়ে লিখা যাবে আকাশ ডিটিএইচ বরাবর।
প্রিয় গ্রাহক, আপনি ৩ মাসের মধ্যে আকাশ ডিটিএইচ কর্তৃক ইনস্টল করা ডিজিটাল বক্সে প্রতি ৫০০০ টাকায় পাবেন সমস্ত চ্যানেল, এজন্য আর কোনো অতিরিক্ত চার্জের প্রয়োজন হবে না; আকাশ টিভি এর পরিসেবা গুলো বৈধ থাকবে প্রতিদিন ২৪ ঘন্টা করে টানা ২৭ দিন এর বেশি সময়।
আকাশ টিভিতে চ্যানেল রয়েছে ৬৯৬৪টিরও বেশি। সুতরাং, আপনি উপভোগ করতে পারবেন সকল নিয়মিত টিভি চ্যানেল, বিভিন্ন দেশের আঞ্চলিক টিভি চ্যানেল এবং সকল জাতীয় সংবাদ চ্যানেল। এক্ষেত্রে আপনি সবগুলো চ্যানেল পাবেন ডিজিটাল ফরম্যাটে।
আকাশ টিভি এর একজন নতুন গ্রাহক হিসেবে আপনাকে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবিন্ধনের ক্ষেত্রে অর্থথপ্রদানের পরে আকাশ এর সক্রিয়করণ ব্যক্তিকে কল করতে হবে। এবার সেটআপ নির্দেশাবলী দেখার অ্যাক্সেস নম্বর প্রদানের মাধ্যমে আপনি পেয়ে যাবেন সকল নির্দেশাবলী।
আকাশ ডিটিএইচ এ লগ ইন করা অত্যন্ত সহজ। আপনি তা সহজেই করতে পারেন৷ এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আকাশ ডিটিএইচ অ্যাক্টিভেশন নম্বর, ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড।
একজন গ্রাহক এর আকাশ ডিটিএইচ পরিষেবা এবং প্রাপ্ত চ্যানেলের সংখ্যা পরীক্ষা করার সুবিধা রয়েছে। আর এই সুবিধা কে বলা হয় আকাশ
আমরা সবাই আগের দিনের ডিস লাইনের মাধ্যমে দেশি বিদেশি বিভিন্ন চ্যানেল উপভোগ করে আসছি বহু বছর ধরেই। তবে অনেকেই আগের দিনের ক্যাবল ভিত্তিক ডিস ব্যবস্থাকে পছন্দ করি না। আর এজন্যই তৈরি করা হয়েছে আমাদের আজকের আরটিক্যাল।
আশা করি আমাদের আজকের আরটিক্যাল টি “আকাশ ডিস বা আকাশ ডিটিএইচ” সংক্রান্ত প্রয়োজনীয় প্রায় সকল তথ্য প্রদান করতে সক্ষম হয়েছে। সম্পুর্ন আরটিক্যাল টি মনোযোগ নিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।