আসসালামু আলাইকুম, আপনি কি কোনো নতুন এলাকায় ভ্রমনে এসেছেন? মনের আনন্দে ঘুরতে ঘুরতে ভাবছেন, নতুন লোকেশনে কিভাবে কি চিনবেন? আরো জানতে চাচ্ছেন, আমি এখন কোথায় আছি বা আমি এখন কোন গ্রামে আছি? আপনার সকল প্রশ্নের উত্তর রয়েছে আমার এই আরটিক্যালে।
আপনি যেহেতু আমাদের আর্টিকেল পড়ছেন তাই আপনি থাকতে পারেন নিশ্চিন্ত। আজ আমরা আপনাকে দেখাবো কিছু সহজ কৌশল। ফলে আপনি সহজেই জানতে পারবেন আমার লোকেশন কোথায় এবং গুগোল আমি কোথায় আছি এসব প্রশ্নের উত্তর।
এখন থেকে আপনি নিজেই দেখতে পারবেন আপনার বর্তমান বা Current Location। চলুন তাহলে জেনে নেয়া যাক আমার লোকেশন কোথায় তা জানার সহজ কৌশল।
আমি এখন কোথায় আছি – কিভাবে জানবেন?
আপনার এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে আপনার ফোনে থাকা গুগল ম্যাপস সফটওয়্যার। কারন গুগল ম্যাপস এর কাছে রয়েছে পৃথিবীর প্রায় সকল জায়গার বিস্তারিত তথ্য। তাই আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকেই বের করতে পারবেন আপনার বর্তমান লোকেশন।
তাছাড়াও দেখতে পারবেন সেই লোকেশন এর সম্পূর্ণ এড্রেস এবং এড্রেস সম্পর্কে বিভিন্ন তথ্য। ফলে আপনি আপনার বর্তমান লোকেশন সম্পর্কে পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা।
চলুন তাহলে দেখে নেওয়া যাক গুগল ম্যাপ ব্যবহার করে বর্তমান লোকেশন বের করার সহজ উপায়।
আমি এখন কোন জায়গায় আছি – জেনে নিন
আপনার বর্তমান লোকেশন জানার জন্য আপনাকে যা যা করতে হবেঃ
প্রথমে আপনার ফোনের নোটিফিকেশন বারে যান। এবং সেখান থেকে লোকেশন অপশনটি চালু করুন।
এবার আপনার ফোনে ডাটা কানেক্ট করুন।
তারপর সরাসরি ওপেন করুন গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটি ওপেন করা মাত্রই আপনার সামনে প্রদর্শিত হবে Google Maps এর Dashboard.
তারপর ড্যাশবোর্ড থেকে চিহ্নিত অপশনটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করা মাত্রই আপনার সামনে আসবে একটি Blue Icon। এর এটিই হচ্ছে আপনার বর্তমান লোকেশন।
এবার Blue Icon টিতে ক্লিক করুন। এখানে ক্লিক করা মাত্রই আপনার সামনে আসবে Your Location এর একটি হাফ পেইজ।
তারপর Your Location এর হাফ পেইজটি নিচ থেকে উপর দিকে Scroll করে টেনে তুলুন। আর এখানে আপনি পেয়ে যাবেন আপনার বর্তমান লোকেশন এর এড্রেস এবং সেই এড্রেস সংক্রান্ত বিভিন্ন তথ্য।
এই সহজ পদ্ধতিতে আপনি যেকোনো জায়গায় গিয়েই বের করতে পারবেন সেই জায়গার এড্রেস এবং বিভিন্ন তথ্য। আমি এখন কোন জায়গায় আছি এই প্রশ্নের উত্তর ও বের করতে পারবেন নিজে নিজেই।
আরো জানুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে বলার সহজ উপায়
আমার লোকেশন কোথায় – জানার জন্য কি প্রয়োজন
আশাকরি আপনি উপরের নিয়ম অনুযায়ী সহজেই বের করতে পেরেছেন আপনার বর্তমান লোকেশন । এখন থেকে যেকোনো এন্ড্রয়েড ফোন ব্যাবহার করে বর্তমান লোকেশন বের করতে পারবেন নিজে নিজেই। তবে কেও যদি প্রশ্ন করে, আমার লোকেশন কোথায় – তা জানার জন্য কি কি প্রয়োজন? আসলে কিন্তু তেমন কিছুই প্রয়োজন নেই। তবুও বলা যায় যে আমার লোকেশন কোথায় তা জানার জন্য তিনটি জিনিস প্রয়োজন। যেমনঃ
- একটি এন্ড্রয়েড ফোন
- ইন্টারনেট কানেকশন
- গুগোল অ্যাপ্লিকেশন ইত্যাদি।
মূলত কাজটি অত্যন্ত সহজ। প্রথমে দিতে হয় ইন্টারনেট কানেকশন, তারপর যেতে গুগল ম্যাপ এপস এ। এবার লোকেশন বাটনে ক্লিক করলেই চলে আসে Current Location
উপসংহার
সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু আপনি পুরো আরটিক্যাল টি পরেছেছে, সেহেতু আমি এখন কোথায় আছি বা আমি এখন কোন লোকেশনে আছি, আমার লোকেশন কোথায়, Ami Akhon Kothay Achi এসব জানা আপনার জন্য এখন অত্যন্ত সহজ একটি বিষয়। তারপর ও যদি, আমি এখন কোন লোকেশনে আছি এই সংক্রান্ত আরো কিছু জানার থাকে, আমরা রয়েছি আপনার পাশে। এখনি কমেন্ট করুন আর জেনে নিন আপনার প্রশ্ন।