12 Month Name In English : অনেকে অনুসন্ধান করেন ইংরেজি বার মাসের নাম । আপনারা মুলত বাংলা ১২ মাসের নাম জানলেও ইংরেজি ১২ মাসের নাম জানেন না। তবে চিন্তা নেই! যারা জানেন না তাদের জন্য এই পোস্টই যথেষ্ট।
এই পোস্টে আমরা আলোচনা করেছি ইংরেজি মাসের নাম ইংরেজিতে ও বাংলায় । তাই এখানেই পেয়ে জাচ্ছেন বাংলা উচ্চারণ সহ সবগুলো মাসের নামের। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক মূল আলোচনা।
ইংরেজি বার মাসের নাম | 12 Month Name In এংলিশ
আমরা জানি বারো মাসে এক বছর। তাই বাংলায় যেমন বারো মাস, ইংরেজিতেও তেমন বারো মাস। বাংলা মাসের নাম গুলো তো আমরা আগে থেকেই জানি। এখন জেনে নিন ইংরেজি মাসের নাম।
- January
- February
- March
- April
- May
- June
- July
- August
- September
- October
- November
- December
ইংরেজি মাসের নাম বাংলায়
- জানুয়ারি
- ফেব্রুয়ারি
- মার্চ
- এপ্রিল
- মে
- জুন
- জুলাই
- আগস্ট
- সেপ্টেম্বর
- অক্টোবর
- নভেম্বর
- ডিসেম্বর
ইংরেজি মাসের নাম আরবিতে
- ইয়ানায়েবল
- ফেবরায়ের
- মারেছ
- আবরিল
- ম্যায়ু
- ইউনিও
- ইউলিও
- আগসতাস
- ছেবতাম্বর
- অকতুবর
- নওফেম্বর
- দীসাম্বর
ইংরেজি মাসের নাম বাংলায়, ইংরেজিতে ও আরবিতে
ক্রম | বাংলা | ইংরেজি | বাংলায় আরবি উচ্চারন |
---|---|---|---|
১. | জানুয়ারি | January | ইয়ানায়েবল |
২. | ফেব্রুয়ারি | February | ফেবরায়ের |
৩. | মার্চ | March | মারেছ |
৪. | এপ্রিল | April | আবরিল |
৫. | মে | May | ম্যায়ু |
৬. | জুন | June | ইউনিও |
৭. | জুলাই | July | ইউলিও |
৮. | আগস্ট | August | আগসতাস |
৯. | সেপ্টেম্বর | September | ছেবতাম্বর |
১০. | অক্টোবর | October | অকতুবর |
১১. | নভেম্বর | November | নওফেম্বর |
১২. | ডিসেম্বর | December | দীসাম্বর |
ইংরেজি মাসগুলোতে বাংলা কি মাস থাকে?
- জানুয়ারি ও ফেব্রুয়ারি – মাঘ
- ফেব্রুয়ারি ও মার্চ – ফাল্গুন
- মার্চ ও এপ্রিল – চৈত্র
- এপ্রিল ও মে – বৈশাখ
- মে ও জুন – জ্যৈষ্ঠ
- জুন ও জুলাই – আষাঢ়
- জুলাই ও আগস্ট – শ্রাবণ
- আগস্ট ও সেপ্টেম্বর – শ্রাবণ
- সেপ্টেম্বর ও অক্টোবর – আশ্বিন
- অক্টোবর ও নভেম্বর – কার্তিক
- নভেম্বর ও ডিসেম্বর – অগ্রহায়ণ
বাংলা মাসগুলোতে ইংরেজি কি মাস থাকে?
- বৈশাখ – এপ্রিল ও মে
- জ্যৈষ্ঠ – মে ও জুন
- আষাঢ় – জুন ও জুলাই
- শ্রাবণ – জুলাই ও আগস্ট
- ভাদ্র – আগস্ট ও সেপ্টেম্বর
- আশ্বিন – সেপ্টেম্বর ও অক্টোবর
- কার্তিক – অক্টোবর ও নভেম্বর
- অগ্রহায়ণ – নভেম্বর ও ডিসেম্বর
- পৌষ – ডিসেম্বর ও জানুয়ারি
- মাঘ – জানুয়ারি ও ফেব্রুয়ারিফাল্গুন – ফেব্রুয়ারি ও মার্চ
- চৈত্র – মার্চ ও এপ্রিল
প্রিয় ভিজিটর, ইংরেজি মাসের নাম সংক্রান্ত আজকের সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই পোস্টটি ভালো লাগলে আপনি আমাদের অন্যান্য পোস্ট গুলোও পড়ে দেখতে পারেন। আশা করি আমাদের প্রত্যেকটা পোস্ট আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনে যথেষ্ট কাজে আসবে।