উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২২ (এখনি নিন ৫০টাকা বোনাস)

by Arif Rabbani Hasan
উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় একাউন্ট খুললেই পাবেন ৫০টাকা বোনাস!! এখনই আপনার হাতে থাকা ফোনটির সাহায্যে উপায় একাউন্ট খুলে জিতে নিন ৫০টাকা বোনাস নিচের দেওয়া পদ্ধতিতে এখনি জেনে নিন সহজভাবে উপায় একাউন্ট খোলার নিয়ম । আরও জানুন উপায় একাউন্ট ব্যবহারের চার্জ ও ফি ইত্যাদি সম্পর্কিত তথ্য বিস্তারিত।

উপায় অ্যাপ এ একাউন্ট খোলার সুবিধা

উপায় এপস এ একাউন্ট খুললেই পেয়ে যাবেন কিছু চমৎকার সুবিধা। উপায় অ্যাপ এ একাউন্ট খোলার সুবিধা সমুহ হলোঃ

  • সেন্ড মানিঃ আপনার উপায় একাউন্ট থেকে অন্য উপায় একাউন্টে টাকা পাঠাতে পারবেন দেশের যেকোনো প্রান্তে।
  • মোবাইল রিচার্জঃ নিজের উপায় একাউন্টের ব্যালেন্স ব্যবহার করেই করতে পারবেন মোবাইল রিচার্জ।
  • ক্যাশ ইনঃ খুব সহজেই উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে ক্যাশ ইন করতে পারবেন উপায় মোবাইল ব্যাংকিংয়ে।
  • ক্যাশ আউটঃ৷ আপনার প্রয়োজনে যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে যেকোনো সময় উপায় একাউন্ট এর টাকা উঠাতে পারবেন।
  • পেমেন্টঃ খুব সহজেই পেমেন্ট করতে পারবেন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা উপায় মার্চেন্ট টাচপয়েন্টে।
  • পে বিলঃ আপনার বাসার গ্যাস ও ক্রেডিট কার্ড এর বিল পে করতে পারবেন উপায় একাউন্টের মাধ্যমে।
  • ফান্ড ট্রান্সফারঃ আপনি শুনে খুশি হবেন যে ব্যাংক বন্ধের দিনেও ব্যাংক একাউন্ট থেকে উপায় একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন সহজেই।

উপায় অ্যাপ ডাউনলোড – Upay App Download

আপনার হাতের ফোনটি যদি হয় অ্যান্ড্রয়েড তাহলে আপনি এখনি ডাউনলোড করে নিতে পারেন উপায় অ্যাপ। তবে এখনো কোম্পানি অ্যাপটিকে আইফোন বা আইওএস এর জন্য তৈরি করতে পারে নি।

আপনার এন্ড্রয়েড ফোনের জন্য উপায় অ্যাপ ডাউনলোড করতে চলে যেতে পারেন প্লে স্টোরে। অথবা ক্লিক করতে পারেন নিচের লিংকে।

উপায় একাউন্ট খোলার নিয়ম – How To Open Upay Account

  • আপনার ফোনে উপায় অ্যাপ না থাকলে প্রথমে উপরের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
  • ইনস্টল হওয়ার পর উপায় অ্যাপে প্রবেশ করে Registration এ চাপ দিন।
উপায় একাউন্ট খোলার নিয়ম
  • তারপর আপনার ফোনে থাকা সচল মোবাইল নাম্বারটি দিন।
  • এবার নিচের অংশ থেকে মোবাইল নাম্বার এর অপারেটর নির্বাচন করুন।
উপায় একাউন্ট
  • এখন আপনার ফোনে একটি ওটিপি আসবে এবং তা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২২
  • এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র (NID) এর উভয় পাশের ছবি তুলুন।
  • NID কার্ডের ছবি তোলার ক্ষেত্রে প্রথমে সামনের পাশ ও তারপর পিছনের পাশের ছবি তুলুন।
  • সফলভাবে ছবি তোলা হয়ে গেলে Done চাপুন।
  • এরপর আপনার ফোনের সামনের ক্যামেরা দিয়ে আপনার একটি সেল্ফি তুলুন
  • সেল্ফিটি সঠিক ভাবে উঠানোর পর Done চাপুন।
উপায় একাউন্ট খোলার নিয়ম
  • এবার আপনার জাতীয় পরিচয়পত্রে থাকা তথ্যসমুহ একসাথে প্রদর্শন করবে। তথ্যসমূহ সঠিক কিনা তা ভালোভাবে যাচাই করুন এবং Confirm চাপুন।
  • এরপর আপনার উপায় একাউন্ট এর জন্য ৪ ডিজিটের পিন নাম্বার বা পাসওয়ার্ড প্রদান করুন এবং Confirm চাপুন
উপায় একাউন্ট খোলার নিয়ম
  • অভিনন্দন আপনাকে আপনার নতুন একাউন্টে। সব তথ্য সঠিক থাকলে দেখতে পাবেন Welcome To Upay লেখা।
উপায় একাউন্ট খোলার নিয়ম
  • প্রথমবার উপায় একাউন্ট ব্যবহার করতে Get Started চাপুন।
  • এরপর আসবে লগিন পেজ। এখানে আপনার একাউন্ট এর মোবাইল নাম্বার ৪ডিজিটের পিন প্রদান করলেই উপায় একাউন্টে লগিন হয়ে যাবে।

উপায় একাউন্ট খুলে ৫০টাকা বোনাস পাওয়ার নিয়ম – Register Upay Account & Get TK 50 Bonus

আপনি এখনি একটি নতুন উপায় একাউন্ট খুললেই পেয়ে যাবেন ৫০ টাকা বোনাস। উপায় একাউন্ট খুলে ৫০টাকা বোনাস পেতে আপনাকে যা যা করতে হবেঃ

  • প্রথমে আপনাকে অ্যাপ ব্যববার করে খুলতে হবে উপায় একাউন্ট। একাউন্ট খোলা মাত্রই পেয়ে যাবেন ২৫টাকা ইন্সট্যান্ট বোনাস।
  • তারপর আপনাকে উপায় একাউন্ট খোলার প্রথম ৭ দিনের মধ্য ঐ একাউন্ট থেকে করতে হবে ৫০ টাকা মোবাইল রিচার্জ। রিচার্জ করা মাত্রই আবার পেয়ে যাবেন ২৫টাকা বোনাস।

উপায় একাউন্ট সেন্ড মানি ও ক্যাশ আউট ফি – Upay Account Send Money & Cash Out Fee (Charge)

  • বর্তমানে উপায় একাউন্ট থেকে ক্যাশ আউট ফি হচ্ছে প্রতি হাজারে ১৪ টাকা।
  • বর্তমানে উপায় একাউন্ট থেকে সেন্ড মানি করা যায় একদম বিনামূল্যে।

উপায় একাউন্ট লিমিট ও ফ্রেকুয়েন্সি – Upay Account Limit & Frequency

প্রতি ট্রান্সজেকশনে লিমিটদৈনিক ট্রান্সজেকশন লিমিটমাসিক ট্রান্সজেকশনে লিমিট
সর্বনিম্নসর্বোচ্চকতবারএমাউন্টকতবারএমাউন্ট
ব্যাংক থেকে এড মানি৫০৩০,০০০৩০,০০০২৫২০০,০০০
ক্রেডিট কার্ড থেকে এড মানি
এজেন্ট হতে ক্যাশ ইন
এজেন্ট হতে ক্যাশ আউট৫০২৫,০০০২৫,০০০২০১৫০,০০০
এটিএম থেকে ক্যাশ আউট৫০০২০,০০০২৫,০০০২০১৫০,০০০
সেন্ড মানি১০২৫,০০০৫০২৫,০০০১০০২০০,০০০
ব্যাংক একাউন্টে ট্রান্সফার মানি
পেমেন্টলিমিট নেই
পে বিললিমিট নেই
মোবাইল রিচার্জ১০১,০০০৫০১০,০০০১,৫০০১০০,০০০
ইনওয়ার্ড রেমিট্যান্স৫০১২৫,০০০১০১২৫,০০০৫০৪৫০,০০০
রিকুয়েস্ট মানি১০২৫,০০০লিমিট নেইলিমিট নেই

সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন

উপায় একাউন্টে ক্যাশ আউট ফি কত টাকা?

উপায় একাউন্টে ক্যাশ আউট ফি এজেন্টের কাছ থেকে প্রতি হাজারে সর্বোচ্চ ১৪ টাকা। এটিএম বুথ থেকে প্রতি হাজারে ৮ টাকা।

উপায় একাউন্টে সেন্ড মানি ফি কত টাকা?

উপায় একাউন্টে সেন্ড মানি করা যায় সসম্পূর্ণ বিনামূল্যে।

প্রিয় ভিজিটর, আপনি জানলেন সবচেয়ে সহজে উপায় একাউন্ট খোলার নিয়ম । আশা করছি এতোক্ষনে আপনি নিজেই খুলে নিয়েছেন নিজের উপায় একাউন্ট।

কেমন লাগলো আমাদের উপায় একাউন্ট খোলার নিয়ম সংক্রান্ত আজকের আরটিক্যাল? কমেন্ট করে জানাতে পারেন আপনিও। সম্পূর্ণ আরটিক্যালটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

You may also like

Leave a Comment