আপনি কি একজন এয়ারটেল সিম ব্যবহারকারী? আর একজন এয়ারটেল সিম ব্যবহারকারী হিসেবে প্রতিনিয়ত ইন্টারনেট কিনে ব্যবহার করেন? কিন্তু জানেন না কিভাবে এয়ারটেল এমবি চেক করতে হয়? জেনে নিন এয়ারটেল এমবি চেক কোড । আরও জানুন এয়ারটেল ইন্টারনেট চেক করার নিয়ম।
এয়ারটেল এমবি চেক
কোড দিয়ে
এয়ারটেল এমবি চেক করার জন্য আপনি প্রথমে ফোনের ডায়াল অপশনে চলে যান। সেখানে গিয়ে নির্দিষ্ট একটি কোড ডায়াল করে দেখতে পারবেন আপনার সিমে কত এমবি অবশিষ্ট রয়েছে। সে নির্দিষ্ট কোডটি হচ্ছে *৮৪৪৪*৮৮#।
কোডটি ডায়েল করলে দেখতে পারবেন আপনার ফোনে কত এমবি রয়েছে এবং তার সাথে দেখতে পারবেন এমবির মেয়াদ কখন শেষ হবে। এই পদ্ধতিটি ব্যবহার করে আপনি যে কোন সময় আপনার এয়ারটেল ইন্টারনেট চেক করতে পারবেন খুব সহজে।
অ্যাপ দিয়ে
কোড ডায়েল ছাড়াও আরো একটি সহজ উপায় রয়েছে এয়ারটেল ইন্টারনেট চেক করার। সে উপায়টি হচ্ছে এয়ারটেল অ্যাপস ব্যবহার করা। এ পদ্ধতিটি ব্যবহার করলে আপনাকে কোন কোড ডায়াল করতে হবে না। তবে অ্যাপস ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে My Airtel অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আপনি চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করতে মাই এয়ারটেল এপস।
অথবা আপনার ফোনে থাকা প্লে স্টোরে গিয়েও সারচ করতে পারেন My Airtel লিখে। লিস্টে প্রথমে যে এপসটি আসবে সেটিই মাই এয়ারটেল এপস । ডাউনলোড করে নিতে পারেন সেখান থেকেও।
অ্যাপটি ডাউনলোড হওয়ার পর আপনি এয়ারটেল অ্যাপের ভিতরে প্রবেশ করবেন এবং সেখানে দেখতে পারবেন আপনার এমবি কতটুকু রয়েছে। তবে অ্যাপস আপনার যদি মনে হয় আপনার আগের দেখা এমবি আর এখনকার দেখা এমবি একই তাহলে আপনি পেজটিকে রিফ্রেশ করবেন। এভাবে খুব সহজেই আপনি আপনার এয়ারটেল এমবি পরিমাণ কতটুকু রয়েছে তা দেখতে পারবেন।.
আরও জানুনঃ রকেট একাউন্ট চেক করার কোড
এয়ারটেল ইন্টারনেট চেক
বর্তমান সময়ের আধুনিক বিশ্বে প্রায় সকল ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহৃত হচ্ছে ব্যাপকভাবে। যেমন শিক্ষা ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র ইত্যাদি। এসব জায়গায় নিয়মিত অনলাইনের প্রয়োজন হয়। কারন অনলাইনে আমরা যেকোনো সমস্যার সমাধান পেয়ে থাকি। অনলাইনে ঢোকার আগে আপনার ফোনে নির্দিষ্ট পরিমাণ এমবির প্রয়োজন হয়।
আর এমবি কেনার সময় অধিকাংশ মানুষই সাপ্তাহিক বা মাসিক প্যাকেজ বেশি ক্রয় করে থাকে। বিভিন্ন সিমের এসব প্যাকেজ কেনার পর আমরা এত পরিমাণে ব্যবহার করে থাকি যে মেয়াদ শেষ হওয়ার আগেই এমবি ফুরিয়ে যায়।
আপনি কতটুকু এমবি প্রত্যেকদিন শেষ করছেন এবং আপনার এমবির মেয়াদ কতদিন পর্যন্ত আছে এটা দেখতে পারলে আপনি হয়তোবা একটু সাশ্রয়ী হতে পারবেন।
আপনি যেহেতু এয়ারটেল ব্যবহারকারী এজন্য আপনাকে এয়ারটেল ইন্টারনেট চেক করতে হবে। এয়ারটেল ইন্টারনেট চেক করতে হলে উপরের দুইটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন।
প্রথমে এয়ারটেল এমবি চেক করার কোডটি দেওয়া আছে। তবে আপনি যদি কোড ব্যবহার করে এমবি চেক করতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন তাহলে অ্যাপস এর মাধ্যমে এয়ারটেল সিমে এমবি চেক করবেন। তার উপায়ও উপরে দেওয়া আছে।
এই দুই পদ্ধতির মাঝে আপনি যেকোনো একটি ব্যবহার করতে পারেন।
আশাকরি এয়ারটেল এমবি চেক সংক্রান্ত আজকের আর্টিকেলটি আপনার যথেষ্ট উপকারে আসবে। এয়ারটেল ইন্টারনেট চেক সংক্রান্ত যেকোন বিষয়ে জানতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ যাবত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।