আপনি কি কম দামে ভালো গেমিং ফোন কিনতে চান ? এই পোস্টে আপনার জন্য থাকছে ৯ টি সেরা গেমিং ফোন। এই ফোনগুলোর দাম ৯ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকার মাঝে। বর্তমান বাজারে এই ফোন গুলোই গেমিং এর জন্য বেস্ট। তাই এই ফোন গুলো থেকে আপনার গেমিং এক্সপেরিয়েন্স হবে অসাধারন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কম বাজেটে সেরা গেমিং ফোন গুলোর ব্যপারে বিস্তারিত।
কম দামে ভালো গেমিং ফোন টেকনো স্পার্ক ৭
আপনি কি খুজছেন গেমিং এর জন্য একটি পারফেক্ট ব্যালেন্সড ফোন? তাহলে আপনার জন্য রয়েছে ১২ হাজার টাকায় গেমিং ফোন টেকনো টেকনো স্পার্ক ৭।
ফোনটির “৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ ও ৬০০০ মিলিএম্প এর বিশার ব্যাটারি” সব মিলেই এটি একটি পারফেক্ট ফোন। তাছাড়াও এর শক্তিশালী প্রসেসর "মিডিয়াটেক হেলিও জি৭০"
এর কারনে আপনি পাবেন অসাধারন গেমিং এক্সপেরিয়েন্স।
দাম অনুযায়ী ফোনটির ক্যামেরাকেও রাখা যায় ভালোর কাতারে। এটিতে থাকছে ১৬মেগাপিক্সেল এর ব্যাক ক্যামেরা ও ৮মেগাপিক্সেল এর সেল্ফি ক্যামেরা। এই ফোনটিকেও সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে ব্যাক ফিংগারপ্রিন্ট সেন্সর।
আরো জানুনঃ টেকনো মোবাইল কোনটি কেমন
একনজরে টেকনো স্পার্ক ৭
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি এইচডি+
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
- র্যামঃ ৪জিবি ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
টেকনো স্পার্ক ৭ এর দামঃ ১১,৯৯০ টাকা
কম দামে ভালো গেমিং ফোন ওয়ালটন আরএক্স৭ মিনি
প্রথমেই আপনার জন্য রয়েছে ১০হাজার টাকার মধ্যে সেরা গেমিং ফোন ওয়ালটন আরএক্স৭ মিনি। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও পি৬০ প্রসেসর। যা গেমস খেলার ক্ষেত্রে আপনাকে দিবে অসাধারণ সাপোর্ট।
এই ফোনটিতে র্যাম হিসেবে থাকছে ৩জিবি র্যাম আর ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে ৩২জিবি স্টোরেজ।
ফোনটির ডিসপ্লে ও ক্যামেরা সেকশন দাম অনুযায়ী মানানসই। ৬.১ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তাছাড়া ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও ৮মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা তো রয়েছেই। ফোনটিকে সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে ব্যাক ফিংগারপ্রিন্ট সেন্সর।
একনজরে ওয়ালটন আরএক্স৭7 মিনি
- ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি এইচডি+
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৬০
- র্যামঃ ৩জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা
- ব্যাটারিঃ ৩০০০মিলিএম্প
ওয়ালটন আরএক্স৭ মিনি এর দামঃ ৯,৪৯৯ টাকা
আরো জানুনঃ কম দামে ভালো ফোন
১২ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন টেকনো স্পার্ক ৬
“টেকনো স্পার্ক ৬” কে বলা যায় “টেকনো স্পার্ক ৭” এর জমজ ভাই। কারন উভয় ফোনের দাম ও স্পসিফিকেশন প্রায় হুবুহু সেইম।
তবে এর ব্যাটারিতে রয়েছে কিছুটা কমতি। ৬০০০ মিলিএম্প এর জায়গায় ৫০০০ মিলিএম্প এর ব্যটারি ব্যবহৃত হয়েছে এই ফোনটিতে। কিন্তু খুশির সংবাদ হচ্ছে এর ফাস্ট চার্জিং সাপোর্ট। যা আপনাকে ব্যাটারির কমতি বুঝিতেই দিবে না।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর স্টোরেজ। মাত্র ১২ হাজার টাকার এই ফোনে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। যা সত্যিই প্রসংশা পাওয়ার যোগ্য।
ব্যাটারি আর স্টোরেজ ছাড়া উভয় ফোনের সবকিছু প্রায় সেইম। সব মিলিয়েই এই দুটি ফোন আমাদের কম দামে ভালো ফোন এর তালিকায় স্থান করে নিয়েছে।
আরো জানুনঃ অন্যান্য টেকনো মোবাইল কোনটি কেমন
একনজরে টেকনো স্পার্ক ৬
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি এইচডি+
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
টেকনো স্পার্ক ৬ এর দামঃ ১১,৯৯০ টাকা
১২ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন ওয়ালটন আরএক্স৮ মিনি
আপনার চাহিদা যদি হয় চমৎকার ডিজাইন এর ভালো গেমিং ফোন, তাহলে আপনার জন্য রয়েছে ওয়ালটন আরএক্স৮ মিনি। এই ফোনটির আকর্ষনীয় লোক আপনাকে মুগ্ধ করবে প্রথম দেখায়।
দেশীয় ব্রেন্ড ওয়ালটন এর এই ফোনটি “দামে কম, মানে ভালো” কথাটির বাস্তবিক উদাহরণ। ১৩ হাজার টাকা দাম হওয়ার পরও ফোনটি যে স্পেসিফিকেশন অফার করছে, তাকে বলা যায় একদম “টপ অফ দ্যা লাইন”।
কারন মাত্র ১৩ হাজার টাকা বাজেটে আপনি পাচ্ছেন, ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ এর সাথে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৬০। যা সত্যিই সাধ্যের মধ্যে অনন্য।
এদিকে ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে ১২ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল এর আলট্রাওয়াইড ক্যামেরা। তাছাড়াও ফোনটির ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে ৩৬০০ মিলিএম্প ব্যাটারি এর সমন্নয় ফোনটিকে করেছে অসাধারন।
ওয়ালটন আরএক্স৮ মিনি ফোনটিকে সিকিউরিওসিটি দিতে ব্যবহৃত হয়েছে ব্যাক ফিংগারপ্রিন্ট সেন্সর।
একনজরে ওয়ালটন আরএক্স৮ মিনি
- ডিসপ্লেঃ ৬.৩ইঞ্চি ফুল এইচডি+
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা + ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩৬০০মিলিএম্প
ওয়ালটন আরএক্স৮ মিনি এর দামঃ ১২,৯৯৯ টাকা
কম দামে ভালো গেমিং ফোন স্যামসাং গ্যালাক্সি এম০২এস
আপনি যদি খুজে থাকেন ভালো গেমিং ফোন, আর আপনার পছন্দের ব্র্যান্ড যদি হয় স্যামসাং, তাহলে আপনার জন্য রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম০২এস।
১২ হাজার টাকায় ভালো গেমিং ফোন স্যামসাং গ্যালাক্সি এম০২এস এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী প্রসেসর “কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০”। তাছাড়া ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে “৬.৫ইঞ্চির এইচডি প্লাস” ডিসপ্লে।
দাম অনুযায়ী ফোনটিতে ব্যবহৃত র্যাম ও স্টোরেজকে বলা যায় যথেষ্ট। কারন এটিতে রয়েছে ৪জিবি র্যাম এর সাথে ৬৪জিবি স্টোরেজ। তাছাড়া ফোনটির ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি আপনাকে দিবে চার্জ এর ব্যপারে পূর্ণ নিশ্চয়তা।
এই ফোনটিতে মানানসই ক্যামেরা অফার করছে স্যামসাং। কারন এই এটিতে থাকছে ১২ মেগাপিক্সেল এর ত্রিপল ক্যামেরা সেটাপ। তাছাড়া ৫ মেগাপিক্সেল এর সেল্ফি ক্যামেরা তো রয়েছেই।
আরো জানুনঃ অন্যান্য স্যামসাং মোবাইল কোনটি কেমন
একনজরে স্যামসাং গ্যালাক্সি এম০২এস
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি এইচডি+
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এম০২এস এর দামঃ ১২,২৯৯ অথবা ১১,২৯৯ টাকা
কম দামে ভালো গেমিং ফোন রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন
আপনি কি লম্বা সময় ধরে গেম খেলার জন্য আদর্শ ফোন খোজছেন? আপনার উত্তর যদি হয় হ্যা তাহলে আপনার জন্য রয়েছে রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন।
ফোনটির প্রত্যেকটি বৈশিষ্ট্য গেমসের জন্য পারফেক্ট। কারন এটিতে একইসাথে রয়েছে শক্তিশালী “কোয়ালকম স্ম্যাপড্রাগন ৪৬০ প্রসেসর”, “৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি” এবং ফাস্ট চার্জিং সুবিধা। যা সত্যিই অসাধারণ। তাছাড়া রিয়েলমি সি১৫ এ থাকছে ৪জিবি র্যাম এর সাথে ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ, যা দাম অনুযায়ী যথেষ্ট।
ফোনটির ক্যামেরাতেও থাকছে কোনো কমতি। কারন এটিতে ক্যামেরা হিসাবে থাকছে ১৩ মেগাপিক্সেল এর মেইম ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল এর আলট্রাওয়াইড ক্যামেরা। তাছাড়া সেল্ফি ক্যামেরা হিসেবে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা তো রয়েছেই।
আরো জানুনঃ অন্যান্য রিয়েলমি মোবাইল কোনটি কেমন
একনজরে রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন – কম দামে ভালো গেমিং ফোন
- ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল + ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন এর দামঃ ১২,৯৯০ টাকা
কম দামে ভালো গেমিং ফোন রিয়েলমি নারজো ৩০এ
কম দামে ভালো গেমিং ফোন এর তালিকায় রিয়েলমি নারজো ৩০এ যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছে। কারন রিয়েলমি নারজো সিরিজ তৈরিই করা হয়েছে গেমারদের কথা মাথায় রেখে।
আর এজন্যই এই ফোনটিতে রিয়েলমি ব্যবহার করেছে বাজেটের সবচেয়ে শক্তিশালী প্রসেসর “মিডিয়াটেক হেলিও জি৮৫”। যার কল্যানে আপনি পাবেন অসাধারন গেমিং এক্সপেরিয়েন্স।
রিয়েলমি কমতি রাখে নি ফোনটির র্যাম ও স্টোরেজেও। এটিতে রিয়েলমি দিয়েছে ৪জিবি র্যাম এর সাথে ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। ডিসপ্লে সেকশন ও দাম অনুযায়ী আশানুরূপ। এই ফোনটিতে রিয়েলমি দিয়েছে ৬.৫ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। তাছাড়া ১৩ মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা তো রয়েছেই।
একনজরে রিয়েলমি নারজো ৩০এ – কম দামে ভালো গেমিং ফোন
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি ফুল এইচডি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
একনজরে রিয়েলমি নারজো ৩০এ ১২,৯৯০ টাকা
টেকনো স্পার্ক ৭ প্রো
টেকনো মানেই কম দামে ভালো গেমিং ফোন। অনেকদিন ধরেই বাজেট গেমারদের সপ্ন পূরন করে আসছে টেকনো। সেই ধারাবাহিকতায় টেকনো বাজারে এনেছে টেকনো স্পার্ক ৭ প্রো।
টেকনো তাদের এই ফোনটিকে তৈরি করেছে দুই শ্রেনীয় ব্যবহার কারীদের উদ্দ্যেশ্যে। কারন এটিতে থাকা মিডিয়াটেক এর হেলিও জি৮০ প্রসেসর গেমিং এর জন্য যেমন ভালো, তেমনি সাধারণ ব্যবহারের জন্যও অসাধারণ।
সাধ্যের মধ্যে সপ্ন পূরন করছে টেকনো স্পার্ক ৭ প্রো। কারন মাত্র ১৩ হাজার টাকার এই ফোনে রয়েছে ৯০হার্জ রিফ্রেশ রেট যুক্ত ৬.৬ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে। যা সত্যিই প্রসংশার দাবিদার। আরো রয়েছে ৫০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি। ফলে আপনি পাচ্ছেন ভালো মানের ব্যাটারি ব্যাকআপ।
টেকনো তাদের এই ফোনে দিচ্ছে ৪জিবি র্যাম এর সাথে ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। তাছাড়া ক্যামেরাও দিচ্ছে ভালো মানের। যেমন ব্যাক ক্যামেরা হিসেবে ৪৮ মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটাপ ও সেল্ফি ক্যামেরা হিসেবে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা।
একনজরে টেকনো স্পার্ক ৭ প্রো
- ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে + ৯০হার্জ রিফ্রেশ রেট
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
টেকনো স্পার্ক ৭ প্রো এর দামঃ ১৩,৪৯০ টাকা
কম দামে ভালো গেমিং ফোন রিয়েলমি নারজো ২০
আজকের তালিকায় সবশেষে আপনার জন্য থাকছে রিয়েলমি নারজো ২০।
“রিয়েলমি নারজো ২০” এবং “রিয়েলমি নারজো ৩০এ” এই ফোন দুটিকে বলা যায় টেকনো দম্পতির জমজ সন্তান। স্পেসিফিকেশন ও পারফরম্যান্স উভয় দিক থেকেই ফোন দুটি প্রায় সেইম। তবে প্রধান পার্থক্য রয়েছে এক জায়গায়। আর সেটি হচ্ছে ক্যামেরা।
রিয়েলমি তাদের “নারজো ৩০এ” ফোনটিতে দিয়েছে ১৩ মেগাপিক্সেল এর ক্যামেরা, এদিকে “নারজো ২০” ফোনটতে দিয়েছে ৪৮ মেগাপিক্সেল এর ক্যামেরা। তার সাথে যুক্ত করেছে ৮মেগাপিএক্সেল এর আলট্রাউয়াইড ক্যামেরা।
বাকী প্রায় সকল দিক থেকে উভয় ফোনই একইরকম স্পেসিফিকেশন অফার করছে।
একনজরে রিয়েলমি নারজো ২০
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি ফুল এইচডি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা + ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প