সেরা ১০ টি কম দামে ভালো ফোন 2022 বাংলাদেশ।

by Arif Rabbani Hasan
কম দামে ভালো ফোন

আপনি কি কম দামে ভালো ফোন কিনতে চান? জানতে চান 10000 টাকার মধ্যে ভালো ফোন কোনটি? অথবা 15 হাজার টাকার মধ্যে সেরা ফোন কোনটি? তাহলে আপনার জন্যই তৈরি করা হয়েছে আমাদের আজকের আর্টিকেল কম দামে ভালো ফোন 2022 বাংলাদেশ

চলুন তাহলে ক্রমান্বয়ে জেনে নেয়া যাক কম দামে ভালো ফোন গুলো সম্পর্কে বিস্তারিত।

কম দামে ভালো ফোন 2022 বাংলাদেশ

10000 টাকার মধ্যে ভালো ফোন 2022 বাংলাদেশ

কম দামে ভালো ফোন Symphony Z22

কম দামে ভালো ফোন 2022 বাংলাদেশ । Symphony Z22 । 10000 টাকার মধ্যে ভালো ফোন

ডিসপ্লে

Symphony z22 ফোনটি হচ্ছে বাংলাদেশের বাজারের কম দামে ভালো ফোন গুলোর মধ্যে অন্যতম একটি ফোন। 6.52 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে পাওয়া যাচ্ছে অল্প দামের এই ফোনটিতে। আর এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 720*1600 পিক্সেল।

চিপসেট, প্রসেসর, অপারেটিং সিস্টেম

Symphony z22 তে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক (Unisoc) চিপসেট। তাছাড়া 1.4 গিগাহার্জ এর কোয়াড কোর প্রসেসর পেয়ে যাবেন ফোনটিতে। যে প্রসেসর এর সাথে রান করছে অত্যাধুনিক অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11

র‍্যাম, রোম

দাম বিবেচনায় ফোনটির র‍্যাম ও রোমকে মানানসই বলা চলে। এটিতে থাকছে 2 জিবি র‍্যাম এর সাথে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ বা রোম। তাছাড়াও থাকছে মাইক্রোএসডি কার্ড লাগানোর সুযোগ। আপনি চাইলেই মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন 128 জিবি পর্যন্ত।

ক্যামেরা

দাম বিবেচনায় ফোনটির ক্যামেরা কেউ ভালোর ভালোর কাতারেই রাখবো আমি। ফোনটির ব্যাক পার্টে থাকছে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল এর দুটি ক্যামেরা। আর ফন্ট পার্টে থাকছে 5 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।

ব্যাটারি

ফোনটির ব্যাটারিকে আমি দাম বিবেচনায় মোটামুটি বলবো। কারন এটিতে ব্যবহার করা হয়েছে 4000mh এর লিথিয়াম ব্যাটারি। 4000 এমএইচ লিথিয়াম ব্যাটারি থেকে মোটামুটি ব্যবহারে খুব বেশি হল একদিনের বেকআপ পাওয়া যাবে। এদিকে মোবাইলটিকে চার্জ করার জন্য থাকছে না কোনো ফাস্ট চার্জার

সিকিউরিটি সিস্টেম

মোবাইলটির সিকিউরিটি সিস্টেম এ থাকছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক সেন্সর। ফেসলক সেন্সর অধিকাংশ সময়ই এত বেশি একুরেট হয়না। কিন্তু এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। মাত্র 0.2 সেকেন্ডে সঠিকভাবে ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে সক্ষম ফোনটি।

আরও জানুনঃ রেডমি ফোনের দাম ও রিভিও ২০২২

Symphony Z22 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩+২ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৪০০০ mah
  • সিকিউরিটি সিস্টেমঃ ফেসলক, ফিঙ্গারপ্রিন্ট
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 11

Symphony Z22 price in bangladesh – 8190 tk

কম দামে ভালো ফোন Techno Spark go 2022

কম দামে ভালো ফোন ২০২১ । Techno SPARK GO । 10000 টাকার মধ্যে ভালো ফোন

10000 টাকার মধ্যে ভালো ফোন হিসেবে Techno Spark go স্মারটফোন গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে।

ডিসপ্লে

এই ফোনটিতে পাওয়া যাচ্ছে 6.5 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। আর এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 720*1600 পিক্সেল। এচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে হাই রেজুলেশন এর ক্লিয়ার ভিডিও উপভোগ করতে পারবেন চমৎকারভাবে।

চিপসেট, প্রসেসর, অপারেটিং সিস্টেম

Techno Spark Go তে চিপসেট হিসেবে থাকছে হেলিও A20 চিপসেটSymphony z22 এর মতো এটিতেও রয়েছে 1.4 গিগাহার্জ এর কোয়াড কোর প্রসেসর। যে প্রসেসর এর সাথে রান করছে অত্যাধুনিক অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11৷ অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম হওয়ার কারণে এই ফোনটি থেকে পেয়ে যাবেন বর্তমান সময়ের অত্যাধুনিক সকল ফিচারস

র‍্যাম, রোম

Techno Spark Go ফোনটির র‍্যাম ও রোম অনেকটাই Symphony Z22 এর মতোই বলা চলে। এটিতে থাকছে 2 জিবি র‍্যাম এর সাথে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ বা রোম। তাছাড়াও থাকছে মাইক্রোএসডি কার্ড লাগানোর সুযোগ। আপনি চাইলেই মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন 128 জিবি পর্যন্ত।

ক্যামেরা

Techno Spark Go ফোনটিকে কম দামের ভালো ফোন বলার আরও একটি কারণ হচ্ছে এর ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে দশ টাকা টাকা বাজেটের মধ্যে মানসম্মত দুটি ক্যামেরা আর সামনে রয়েছে একটি ক্যামেরা। পেছনের ক্যামেরা দুটির একটি হচ্ছে 13 মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা আর অন্যটি হচ্ছে AI প্রযুক্তির ক্যামেরা। তাছাড়া ফ্রন্ট ক্যামেরা বা সামনের ক্যামেরা হিসেবে থাকছে 4 মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাটারি

এই মোবাইলের চার্জ নিয়ে আপনি থাকতে পারবেন মোটামুটি নিশ্চিন্ত। কারণ এটিতে ব্যবহার করা হয়েছে 5000 এমএইচ ব্যাটারি যার সাহায্যে একদিন ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে। কিন্তু হতাশার ব্যাপার হচ্ছে ফোনটির 5000 এমএইচ ব্যাটারি চার্জ করার জন্য থাকছে না কোনো ফাস্ট চার্জার। যদিও এই বাজেটে ফাস্ট চার্জার পাওয়া যাওয়ার কথাও না।

সিকিউরিটি সিস্টেম

ফোনটির সিকিউরিটি সেকশনে পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট এবং ফেইসলক সেন্সর। ফেইসলক এর ব্যবহার উপযোগিতা মোটামুটি হলেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টি যথেষ্ট ব্যবহার উপযোগী হবে।

ঘুরে আসুনঃ টেকনোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে

Techno Spark go এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল + ai
  • ফ্রন্ট ক্যামেরাঃ 8 মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ 5000 mah
  • সিকিউরিটি সিস্টেমঃ ফেসলক, ফিঙ্গারপ্রিন্ট
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 11

Tecno Spark Go Price in Bangladesh – 9990 tk

কম দামে ভালো ফোন Infinix Smart 5 pro

Infinix Smart 5 pro । কম দামে ভালো ফোন 2022 বাংলাদেশ

10000 টাকার মধ্যে ভালো ফোন এর ব্যাপারে কথা হচ্ছে আর Infinix Smart 5 Pro আসবে না তা কি আর হয়? আপনার চাহিদার মোটামুটি অনেক কিছুই সামালাতে সক্ষম এই ফোনটি।

ডিসপ্লে

এর ডিসপ্লে সেকশন লিস্টে আসা আগের দুটি ফোনের প্রায় কাছাকাছিই। এই ফোনটিতেও পাওয়া যাচ্ছে 6.52 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। আর এই ডিসপ্লের রেজুলেশন আগের গুলোর মতোই 720*1600 পিক্সেল।

চিপসেট, প্রসেসর, অপারেটিং সিস্টেম

10000 টাকার মধ্যে ভালো ফোন Infinix Smart 5 pro যে চিপসেট ব্যবহৃত হয়েছে তা হচ্ছে 1.5 গিগাহার্জ এর কোয়াড কোর চিপসেট। এই কোয়াড কোর চিপসেট এর সাথে রান করছে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম। তবে এটিতে ব্যবহৃত প্রসেসর সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

র‍্যাম, রোম

স্মার্টফোনের যে সকল বিষয় আপনার ব্যবহারের অভিজ্ঞতা কে চমৎকার করতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফোনের র‍্যাম ( Ram ) এবং ইন্টারনাল স্টোরেজ বা রোম ( Rom) । ইনফিনিক্স স্মার্ট 5 প্রো তে র‍্যাম হিসেবে ব্যবহৃত হয়েছে 2 জিবি র‍্যাম আর রোম হিসেবে ব্যবহৃত হয়েছে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ বা রোম। তবে থাকছে মাইক্রো ইউএসবি কার্ড লাগানো সুবিধা যার মাধ্যমে আপনি স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন 264 জিবি পর্যন্ত।

ক্যামেরা

মোবাইলটির পিছনের ক্যামেরা হিসেবে আপনার জন্য থাকছে দুটি ক্যামেরা। এদের একটি হচ্ছে 13 মেগাপিক্সেল এর ক্যামেরা ও অপরটি হচ্ছে QVGA ক্যামেরা। তবে সামনের ক্যামেরা হিসেবে থাকছে 4 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।

ব্যাটারি

মোবাইলটি এর 6000mah এর বিশাল ব্যাটারি নিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারে পরিপূর্ণ ভাবে। কারণ এটি আপনাকে সাধারণ ব্যবহারে ব্যাকআপ দিতে পারবে দুই দিন পর্যন্ত আর হেভি ইউজেস এ ব্যাকআপ দিতে পারবে একদিন পর্যন্ত। আরেকটি মজার ব্যাপার হচ্ছে 9000 টাকার এই ফোনটির কে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা।

সিকিউরিটি সিস্টেম

সিকিউরিটি দেওয়ার জন্য ফোনটিতে থাকছে দু ধরনের সিস্টেম। যার একটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর অপরটি হচ্ছে ফেসলক। তাছাড়া ফোনটিতে অন্যান্য সেন্সর হিসেবে থাকছে জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ইত্যাদি।

আরও জানুনঃ রেডমি ফোনের দাম ও রিভিও ২০২২

Infinix Smart 5 pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল + QVGA ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৬০০০ mah
  • সিকিউরিটি সিস্টেমঃ ফেসলক, ফিঙ্গারপ্রিন্ট
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 11

Infinix Smart 5 Pro Price in Bangladesh – 8990 tk

10000 টাকার মধ্যে ভালো ফোন Itel vision 2s

কম দামে ভালো মোবাইল । itel vision 2s

Itel Vision 2s হচ্ছে 10000 টাকার মধ্যে ভালো ফোন গুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি ফোন। ফোনটি উল্লেখযোগ্য হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। এর চিপসেট, প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, সিকিউরিটি সিস্টেম সবকিছু মিলিয়ে বাজেটের মধ্যে ভালো একটি প্যাকেজ এটি।

ডিসপ্লে

এবার আসি এর ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে পাওয়া যাচ্ছে 6.5 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। আর এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 720*1600 পিক্সেল। এচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে হাই রেজুলেশন এর ক্লিয়ার ভিডিও উপভোগ করতে পারবেন চমৎকারভাবে।

চিপসেট, প্রসেসর, অপারেটিং সিস্টেম

Itel Vision 2s ফোনটিতে তে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক (Unisoc Sc9863A) চিপসেট। তাছাড়া 1. গিগাহার্জ এর কোয়াড কোর প্রসেসর পেয়ে যাবেন ফোনটিতে। যে প্রসেসর এর সাথে রান করছে অত্যাধুনিক অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11অ্যান্ড্রয়েড ভার্সন থাকার কারণে ফোনটি থেকে পাওয়া যাবে নতুন নতুন সকল ফিচারস

র‍্যাম, রোম

ফোনটির যে ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে তাতে থাকছে 2gb র‍্যাম এর সাথে 32gb ইন্টার্নাল স্টোরেজ বা রোম। তবে এটিতে থাকছে মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধির সুযোগ যার মাধ্যমে আপনি স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন 128 জিবি পর্যন্ত।

ক্যামেরা

10000 টাকার মধ্যে ভালো ফোন Itel Vision 2s আপনাকে মানানসই ক্যামেরা অফার করছে। এই মোবাইলটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা। যার একটিতে ব্যবহৃত হয়েছে 13 মেগাপিক্সেল এর ক্যামেরা আর অপরটিতে ব্যবহৃত হয়েছে 0.3 মেগাপিক্সেল এর ক্যামেরা। তাছাড়া সামনের ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।

ব্যাটারি

মোবাইলটিকে ব্যাকআপ দেওয়ার জন্য থাকছে 5000mah এর ব্যাটারি। যে ব্যাটারি থেকে আপনি সাধারণ ব্যবহারে ব্যাকআপ পেয়ে যাবেন 1 থেকে 2 দিন পর্যন্ত।

সিকিউরিটি সিস্টেম

আমাদের আজকের লিস্টে আসা অন্যান্য ফোনগুলোর মতো এটির সিকিউরিটি সিস্টেমও সেইম। এই ফোন টিকে সিকিউরিটি দেওয়ার জন্য রয়েছে ফেসলক সেন্সর এবং ফিংগারপ্রিন্ট সেন্সর।

Itel vision 2s এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল + ০.৩ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ mah
  • সিকিউরিটি সিস্টেমঃ ফেসলক, ফিঙ্গারপ্রিন্ট
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 11

Itel Vision 2s Price In Bangladesh – 8690 tk

10000 টাকার মধ্যে ভালো ফোন Walton primo GH 10

Walton primo GH 10 । 10000 টাকার মধ্যে ভালো ফোন

এখন আপনার জন্য থাকছে কম দামের স্মার্টফোন বাজারের একসময়ের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন এর একটি ফোন। কথা হচ্ছে 10000 টাকার মধ্যে ভালো ফোন Walton Primo GH 10 এর ব্যাপারে।

ডিসপ্লে

Walton Primo GH 10 এর ডিসপ্লে তে থাকছে 6.5 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে 720*1600 পিক্সেল। সাড়ে সাত হাজার টাকা বাজেটের মধ্যে ওয়ালটন প্রিমো জিএস টেন এর ডিসপ্লে কে অবশ্যই ভালো ডিসপ্লে বলা চলে।

চিপসেট, প্রসেসর, অপারেটিং সিস্টেম

Walton Primo GH 10 ফোনটিতে ব্যবহৃত হয়েছে 1.8 গিগাহার্জ এর কোয়াড কোর প্রসেসর। যার সাথে রান করছে অত্যাধুনিক অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11।

র‍্যাম, রোম

ওয়ালটন প্রিমো জিএস টেন এর রয়েছে কেবল একটি মাত্র ভেরিয়েন্ট। যা হচ্ছে 2/32 ভেরিয়েন্ট। অর্থাৎ ফোনটিতে র‍্যাম হিসেবে থাকছে 2gb র‍্যাম (Ram) আর ইন্টারনাল স্টোরেজ বা রোম হিসেবে থাকছে 32gb রোম (Rom)

ক্যামেরা

সাড়ে সাত হাজার টাকার এই ফোনটি আপনাকে অফার করছে তিন-তিনটি ব্যাক ক্যামেরা। সাড়ে সাত হাজার টাকা বাজেটের মধ্যে তিনটি ব্যাক ক্যামেরা বর্তমান সময়ে অবশ্যই একটি ভালো ব্যাপার। ক্যামেরা তিনটির একটি হচ্ছে 8 মেগাপিক্সেল এর আর অপর দুটি হচ্ছে 0.3 মেগাপিক্সেল এর। আর সামনের ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে ৫ মেগাপিক্সেল এর ক্যামেরা।

ব্যাটারি

এদিকে ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 4000mah এর লি-পো ব্যাটারি। এই বাজেটে 4000mah এর ব্যাটারিকে মানানসই বলা চলে। তবে আরেকটু বড় ব্যাটারি থাকলে চার্জের ব্যাপারে বাড়তি সুবিধা পাওয়া যেত।

সিকিউরিটি সিস্টেম

ফোনটিকে সিকিউরিটি দেওয়ার জন্য সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাছাড়া সিকিউরিটি অপশনে আরো রয়েছে ফেসলক সুবিধা। তবে ফেসলকের তুলনায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অধিক কার্যকর হবে।

আরও জানুনঃ ভিভো মোবাইল দাম ও রিভিও ২০২২

15 হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২২

Walton primo GH 10 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৮ + ০.৩ + ০.৩ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • ব্যাটারিঃ ৪০০০ mah
  • সিকিউরিটি সিস্টেমঃ ফেসলক, ফিঙ্গারপ্রিন্ট
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 11

Walton primo GH 10 Price In Bangladesh – 7599 tk

15 হাজার টাকার মধ্যে সেরা ফোন Realme Narzo 50i

কম দামে ভালো ক্যামেরা মোবাইল ২০২২

রিয়েলমি মূলত জনপ্রিয়ই হয়েছে কম দামে ভালো ফোন বাজারে নিয়ে আসার জন্য। এই ব্রেন্ড এর অধিকাংশ মোবাইলগুলোই অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কম দামি হয়। তবে এখন আমি কথা বলব পনের হাজার টাকার মধ্যে সেরা ফোন Realme Narzo 50i এর ব্যাপারে।

ডিসপ্লে

এই ফোনটিতে পাওয়া যাচ্ছে 6.5 ইঞ্চির আইপিএস ডিসপ্লে। আর এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 720*1600 পিক্সেল। আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে হাই রেজুলেশন এর ভিডিও ওয়াচিং এক্সপেরিএন্স অসাধারন হবে।

চিপসেট, প্রসেসর, অপারেটিং সিস্টেম

Realme Narzo 50i তে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে এন্ড্রয়েড ভার্সন 11। এন্ড্রয়েড ভার্সন 11 যেহেতু অত্যাধুনিক ভার্সন এজন্য এটিতে উপভোগ করতে পারবেন নতুন নতুন সব ফিচারস।

র‍্যাম, রোম

ফোনটির রয়েছে একটি মাত্র ভেরিয়েন্ট। আর ভেরিয়েন্ট টিতে আপনি পাচ্ছেন 4 জিবি র‍্যাম (Ram) এর সাথে 64gb ইন্টার্নাল স্টোরেজ বা রোম (Rom)। তবে থাকছে মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধির সুবিধা। আর এর মাধ্যমে আপনি চাইলেই স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন 512 জিবি পর্যন্ত।

ক্যামেরা

কম দামে ভালো ক্যামেরা মোবাইল হিসেবে Realme Narzo 50i আপনার পছন্দ হতে পারে। এই মোবাইল টির পিছনের ক্যামেরা বা ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে দুটি ক্যামেরা আর সামনের ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে একটি ক্যামেরা। ব্যাক ক্যামেরা দুটি হচ্ছে যথাক্রমে 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল এর আর অন্য দিকে ফন্ট ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল এর। ক্যামেরাগুলো বাজেটের সেরা ক্যামেরা না হলেও ভালো ক্যামেরা অবশ্যই।

ব্যাটারি

কম দামে ভালো ফোন Realme Narzo 50i তে থাকছে 5000mah ব্যাটারির সাথে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সাধারণ ব্যবহারে 1 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন 5000mah এর এই ব্যাটারি থেকে। তবে হেভি ইউজে একদিনের উপরের ব্যাকআপ পাওয়া সম্ভব হবে না।

সিকিউরিটি সিস্টেম

ফোনটিতে সিকিউরিটি সেন্সর হিসেবে ব্যবহৃত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি একদম একুরেট এবং ফাস্ট। ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও সিকিউরিটি অপশনে আরও রয়েছে ফেসলক সুবিধা।

Realme Narzo 50i এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ mah
  • সিকিউরিটি সিস্টেমঃ ফেসলক, ফিঙ্গারপ্রিন্ট
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 11

Realme Narzo 50i Price In Bangladesh – 10990 tk

15 হাজার টাকার মধ্যে সেরা ফোন Vivo y21

পনেরো হাজার টাকার মধ্যে সেরা ফোন 2022 । Vivo Y21

স্মার্টফোন বাজারে ভিভো একটি সুপরিচিত নাম। ভিভো সাধারনত এর ফোনগুলোর স্পেসিফিকেশন বাড়ানোর থেকে এদের ব্যবহার উপযোগীতা বাড়ানোর দিকে বেশি মনোযোগী থাকে। আজ আপনাদের জন্য ভিভোর ব্যবহার উপযোগী যে ফোনটি নিয়ে আসা হয়েছে তা হচ্ছে Vivo Y21।

দেশের বাজারে অসাধারণ ডিজাইনের জন্য যেসকল স্মার্টফোন প্রচুর জনপ্রিয় হয়েছে তার মধ্যে ভিভো ভি২১ অন্যতম। ডিজাইনের জন্য এই ফোনটি অন্যান্য ফোনের থেকে এগিয়ে থাকবে অনেকটাই।

তাছাড়া বর্তমানে আমাদের একটি বড় চাহিদা হচ্ছে ফাইভ জি নেটওয়ার্ক সিস্টেম। এটিতে সুন্দর ডিজাইনের পাশাপাশি রয়েছে ফাইভ-জি নেটওয়ার্কিং সিস্টেম।

ডিসপ্লে

15 হাজার টাকার মধ্যে সেরা ফোন Vivo y21 এ ব্যবহার করা হয়েছে মিনি ড্রপ ডিসপ্লে। আর এর মিনি ড্রপ ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 720*1600। 6.5 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লের রেজুলেশন ভালো হওয়ার কারণে এইচডি ভিডিও উপভোগ করতে পারবেন দারুন ভাবে।

র‍্যাম, রোম

ফোনটির রয়েছে একটি মাত্র ভেরিয়েন্ট। আর ভেরিয়েন্ট টিতে আপনি পাচ্ছেন 4 জিবি র‍্যাম (Ram) এর সাথে 64gb ইন্টার্নাল স্টোরেজ বা রোম (Rom)। তবে থাকছে মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধির সুবিধা। আর এর মাধ্যমে আপনি চাইলেই স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন 512 জিবি পর্যন্ত।

ব্যাটারি

কম দামে ভালো ফোন Realme Narzo 50i তে থাকছে 5000mah ব্যাটারির সাথে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সাধারণ ব্যবহারে 1 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন 5000mah এর এই ব্যাটারি থেকে। তবে হেভি ইউজে একদিনের উপরের ব্যাকআপ পাওয়া সম্ভব হবে না।

সিকিউরিটি সিস্টেম

ফোনটিকে সিকিউরিটি দেওয়ার জন্য সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাছাড়া সিকিউরিটি অপশনে আরো রয়েছে ফেসলক সুবিধা। তবে ফেসলকের তুলনায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অধিক কার্যকর হবে।

আরও জানুনঃ রেডমি ফোনের দাম ও রিভিও ২০২২

Vivo y21 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ mah
  • সিকিউরিটি সিস্টেমঃ ফেসলক, ফিঙ্গারপ্রিন্ট
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 11

Vivo y21 Price In Bangladesh – 14990 tk

15 হাজার টাকার মধ্যে সেরা ফোন Samsung Galaxy A03s

কম দামে স্যামসাং মোবাইল । Samsung Galaxy A03S

স্মার্ট ফোনের বাজারে স্যামসাং একটি আস্থার নাম। মিডিয়াটেক প্রসেসর এর সাথে ভালো মানের ক্যামেরা ও বিশাল ব্যাটারি Samsung Galaxy A03s ফোনটিকে 15 হাজার টাকা বাজেটের মধ্যে শক্ত একটি অবস্থান দিয়েছে।

ডিসপ্লে

কম দামের স্যামসাং ফোন Samsung Galaxy A03s এ ব্যবহার করা হয়েছে 720*1640 রেজুলেশনের ডিসপ্লে। যার সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি।

চিপসেট, প্রসেসর, অপারেটিং সিস্টেম

15 হাজার টাকার মধ্যে সেরা ফোন Samsung A03s এ যে শক্তিশালী চিপসেট টি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে 2.0 গিগাহার্জ এর কোয়াড কোর চিপসেট। এই চিপসেটের সাথে থাকছে মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর। তাছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11।

র‍্যাম, রোম

4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ এর এই ফোনটি আপনার নিত্যদিনের প্রয়োজনীয় ছোটখাটো সকল কাজ সামলাতে সক্ষম। তবে মাইক্রো এসডি কার্ড লাগানোর সুযোগ থাকায় স্টোরেজ বৃদ্ধি করা যাবে 256gb পর্যন্ত।

ক্যামেরা

মোবাইলটির পিছনে রয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ। যার একটি হচ্ছে 13 মেগাপিক্সেল এর ক্যামেরা আর বাকি দুটি হচ্ছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। তাছাড়া ফোনটির সামনের বা ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাটারি

কম দামে ভালো ফোন Samsung A03s তে থাকছে 5000mah ব্যাটারির সাথে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সাধারণ ব্যবহারে 1 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন 5000mah এর এই ব্যাটারি থেকে। তবে হেভি ইউজে একদিনের উপরের ব্যাকআপ পাওয়া সম্ভব হবে না।

সিকিউরিটি সিস্টেম

ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক উভয় ধরনের অপশন ব্যবহার করা হয়েছে ফোনটির সিকিউরিটি সিস্টেমে। তবে ফিংগারপ্রিন্ট সেন্সরটি হবে তুলনামুলক বেশি একুরেট আর ফাস্ট।

ঘুরে আসুনঃ স্যামসাং এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে

Samsung A03s এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩ + ২ + ২ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ mah
  • সিকিউরিটি সিস্টেমঃ ফেসলক, ফিঙ্গারপ্রিন্ট
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 11

Samsung Galaxy A03s Price In Bangladesh – 13990 tk

15 হাজার টাকার মধ্যে সেরা ফোন Realme C25Y

রিয়েলমি মোবাইল দাম বাংলাদেশ ২০২২ । realme c25y

ডিসপ্লে

15 হাজার টাকার মধ্যে সেরা ফোন Realme C25Y তে ব্যবহার করা হয়েছে IPS LCD ডিসপ্লে। আর এর IPS LCD ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 720*1600। 6.5 ইঞ্চির এই ডিসপ্লেটির রেজুলেশন ভালো হওয়ার কারণে এইচডি ভিডিও উপভোগ করতে পারবেন দারুন ভাবে।

চিপসেট, প্রসেসর, অপারেটিং সিস্টেম

Realme C25Y ফোনটিতে ব্যবহৃত হয়েছে 2.6 গিগাহার্জ এর শক্তিশালী কোয়াড কোর চিপসেট। আর এই চিপসেটের সাথে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক Unisoc T610 প্রসেসর। যা এই বাজেটের শক্তিশালী প্রসেসর গুলোর একটি। তাছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অত্যাধুনিক অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11।

র‍্যাম, রোম

ফোনটির রয়েছে একটি মাত্র ভেরিয়েন্ট। আর ভেরিয়েন্ট টিতে আপনি পাচ্ছেন 4 জিবি র‍্যাম (Ram) এর সাথে 64gb ইন্টার্নাল স্টোরেজ বা রোম (Rom)। তবে থাকছে মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধির সুবিধা। আর এর মাধ্যমে আপনি চাইলেই স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন 2 জিবি পর্যন্ত।

ক্যামেরা

আজকের লিস্ট এর সবচেয়ে ভালো ক্যামেরা ফোন বলা যায় এটি কে। কারণ এই ফোনটির পেছনে রয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ। ট্রিপল ক্যামেরার একটি হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। পনের হাজার টাকার কম দামের ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আসলেই অসাধারণ ব্যাপার।

ব্যাটারি

কম দামে ভালো ফোন Realme C25Y তে থাকছে 5000mah ব্যাটারির সাথে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সাধারণ ব্যবহারে 1 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন 5000mah এর এই ব্যাটারি থেকে। তবে হেভি ইউজে একদিনের উপরের ব্যাকআপ পাওয়া সম্ভব হবে না।

সিকিউরিটি সিস্টেম

ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক উভয় ধরনের অপশন ব্যবহার করা হয়েছে ফোনটির সিকিউরিটি সিস্টেমে। তবে ফিংগারপ্রিন্ট সেন্সরটি হবে তুলনামুলক বেশি একুরেট আর ফাস্ট।

আরও জানুনঃ ভিভো মোবাইল দাম ও রিভিও ২০২২

Realme C25Y এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০ + ২ + ২ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ mah
  • সিকিউরিটি সিস্টেমঃ ফেসলক, ফিঙ্গারপ্রিন্ট
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 11

Realme C25Y Price In Bangladesh – 13990 tk

15 হাজার টাকার মধ্যে সেরা ফোন Xiaomi Poco C3

Xiaomi poco c3 । পনেরো হাজার টাকার মধ্যে সেরা ফোন 2022

আমাদের আজকের লিস্টে সবচেয়ে দামি ফোন হচ্ছে Xiaomi Poco C3। পনের হাজার টাকার সেরা ফোন হিসেবে জায়গা করে নিয়েছে এই ফোনটি। এই ফোনটির প্রতি মানুষের ভালো লাগার অনেক কারণ রয়েছে।

ডিসপ্লে

Xiaomi Poco C3 তে পাওয়া যাচ্ছে 6.43 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। আর এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 720*1600 পিক্সেল। এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে হাই রেজুলেশন এর ভিডিও ওয়াচিং এক্সপেরিএন্স অসাধারন হবে।

চিপসেট, প্রসেসর, অপারেটিং সিস্টেম

Xiaomi Poco C3 তে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ১০। কিন্তু বর্তমান সময়ের লেটেস্ট অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 11। যদিও দুটিই প্রায় একই জিনিস তারপরেও অ্যান্ড্রয়েড 10 এর তুলনায় অ্যান্ড্রয়েড 11 নতুন ফিচারস এর জন্য এগিয়ে থাকবে।

র‍্যাম, রোম

Xiaomi Poco C3 এর দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে। যার একটি হচ্ছে 3gb র‍্যাম (Ram) এর সাথে 32gb রোম (Rom) বা ইন্টারনাল স্টোরেজ। আর অন্যটি হচ্ছে 4gb র‍্যাম (Ram) এর সাথে 64gb রোম(Rom) বা ইন্টারনাল স্টোরেজ। 1000 টাকার দাম ব্যবধানে ভ্যারিয়েন্ট দুটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে।

ক্যামেরা

এই ফোনের ক্যামেরা সুন্দর ছবি উঠানো মাধ্যমে আপনাকে সন্তুষ্ট করবে। কারন ফোনটির পেছনে থাকছে চমৎকার ট্রিপল ক্যামেরা সেটআপ। ট্রিপল ক্যামেরা গুলোর প্রথমটি হচ্ছে 13 মেগাপিক্সেল এর আর বাকী দুটি হচ্ছে 2 মেগাপিক্সেল এর ক্যামেরা। তাছাড়া ফোনটির সামনের ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা হিসেবে যেটি ব্যবহৃত হয়েছে তা হচ্ছে 5 মেগাপিক্সেল এর ক্যামেরা।

ব্যাটারি

পনের হাজার টাকা দাম বিবেচনায় 5000mah ব্যাটারি কোন অসাধারণ ব্যাপার নয়। তবে এর ব্যাটারি থেকে আপনি পেয়ে যাবেন যথেষ্ট ব্যাকআপ। সাধারণ ব্যবহারে 1 থেকে 2 দিন এবং হেভি ইউজে মিনিমাম একদিন ব্যাকআপ পাবেন এই ব্যাটারি থেকে। এদিকে ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

সিকিউরিটি সিস্টেম

ফোনটিতে সিকিউরিটি সেন্সর হিসেবে ব্যবহৃত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি একদম একুরেট এবং ফাস্ট। ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও সিকিউরিটি অপশনে আরও রয়েছে ফেসলক সুবিধা।

Xiaomi Poco C3 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪৩ ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩ + ২ + ২ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩/৪ জিবি
  • স্টোরেজঃ ৩২/৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ mah
  • সিকিউরিটি সিস্টেমঃ ফেসলক, ফিঙ্গারপ্রিন্ট
  • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 10

Xiaomi Poco C3 Price In Bangladesh – 12990 tk

বর্তমান সময়ে বিভিন্ন মোবাইল কোম্পানি প্রতিনিয়ত অনেক ধরনের স্মার্টফোন বাংলাদেশের বাজারে নিয়ে আসছে। এভাবেই স্মার্টফোন বাজারে তৈরি হয়েছে এক চরম প্রতিযোগিতা। আর এমন প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিভিন্ন কোম্পানি কম দামে অনেক ভালো স্পেসিফিকেশন এর ফোন বাজারে নিয়ে আসছে।

কিছুদিন আগেও দশ পনের হাজার টাকার মধ্যে তেমন ভাল স্পেসিফিকেশনের কোনো ফোন পাওয়া যেত না। কিন্তু প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে দশ ও 15 হাজার টাকার মধ্যে সেরা ফোন

যেকোনো স্মার্টফোন কোম্পানির দামি ফোনগুলোই সাধারনত ভালো ফোন হিসেবে পরিচিতি পায়। কিন্তু বর্তমানে নিত্যনতুন বাজারে আসা কম দামি কিছু স্মার্টফোনেও পাওয়া যাচ্ছে অসাধারন ডিজাইন, মানসম্মত ক্যামেরা, সময় উপযোগী প্রসেসর, আর দামের তুলনায় ভালো স্পেসিফিকেশন।

বাংলাদেশের বাজারে কম দামে ভালো ফোন মানেই আইটেল, সিম্ফোনি, ইনফিনিক্স, টেকনো, রিয়েল মি ইত্যাদি ব্র্যান্ডের ফোন। বর্তমান সময়ে এ ব্যান্ড গুলো প্রতিনিয়ত নিত্যনিতুন ফিচারস (features) সহ কম বাজেটের ফোন বাজারে নিয়ে আসছে।

এই কোম্পানিগুলোর বাছাইকৃত ফোন নিয়েই মূলত আমাদের আজকের আরটিক্যাল। সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে কম দামে ভালো ফোন এর ব্যাপারে আপনি পেয়ে যাবেন চমৎকার একটি ধারণা।

আরও জানুনঃ রেডমি ফোনের দাম ও রিভিও ২০২২

You may also like

Leave a Comment