কান ব্যথার দোয়া | কান ব্যথা ও পাকা নিরাময়ের আমল

by Taslima Lima
কান ব্যথার দোয়া

আসসালামু আলাইকুম, আপনি পুরোপুরি সুস্থ, কিন্তু হঠাৎ করে প্রচন্ড কান ব্যথা শুরু হলো। কী করবেন ভেবে পাচ্ছেন না। ডাক্তারি চিকিৎসা করার আগে ব্যথা কিছুটা কমানো দরকার। তাই কান ব্যথার দোয়া জানা থাকলে সুবিধা।

আপনি অসুস্থ হলে চিকিৎসা নিবেন। ইসলামে চিকিৎসা নিতে কোনো বাধা নেই। তবে আগে আমল করুন তারপর চিকিৎসা নিন। রাসূলুল্লাহ (সাঃ) এর শিখানো দোয়া আমল করলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন। তাই আজ আমরা আলোচনা করব কান ব্যথা ও কান পাকা নিরাময়ের আমল সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক।

কান ব্যথার দোয়া | কান ব্যথা ও কান পাকা নিরাময়ের আমল

বিসমিল্লাহ সহ নিচের কালেমা সমূহ সকাল সন্ধ্যায় এগার বার পাঠ করুন। অতঃপর কানে দম করুন। প্রত্যেকদিন দুইবার করে তিন দিন, সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত এই আমল করতে থাকুন।

উচ্চারণঃ “আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআসমায়িকাল হুসনা ইয়া খালিকু ইয়া ছাদিকু ইয়া ফারিকু দাফিয়ু ইয়া রাযিকু ইয়া শাফিয়ু ইয়া সাবিকু সুবহানাকা ইয়া লা-ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জোয়ালিমীন।”

তবে দোয়া পাঠ করার আগে এবং পরে নিচের দুরুদ শরীফ তিন বার করে পাঠ করুন।

উচ্চারণঃ “আল্লাহুম্মা ছাল্লি আলা সাইয়্যিদিনা ওমাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দায়িন ওয়া দাওয়ায়িন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা।”

আশা করি আপনার কান ব্যথা শীগ্রই কমে যাবে। কান ব্যথার দোয়া সম্পর্কে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিভিন্ন পোস্ট পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

You may also like

Leave a Comment