আপনি ছিলেন পুরোপুরি সুস্থ, কিন্তু এখন অনুভব করছেন গলা ব্যথা। কী করবেন ভেবে পাচ্ছেন না। এমন অবস্থায় গলগণ্ড রোগের আমল অত্যন্ত কার্যকরী।
বিভিন্ন কারণে গলা ব্যথা হতে পারে। যেমন টনসিল, গলা ফোলা, অথবা অন্যান্য গলগন্ড রোগ। যাইহোক গলার যেকোনো রোগের জন্য নিচের দোয়াটি কার্যকরী।
এই দোয়াটি রাসূলুল্লাহ (সাঃ) নিজে আমল করতেন। তাই এই দোয়া আমল করলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন। তাহলে আর দেরি কেন? এখনি জেনে নেওয়া যাক গলা ব্যথা, গলা ফুলা, টনসিল ইত্যাদি রোগের আমল সম্পর্কে।
গলা ব্যথা, গলা ফুলা, টনসিল ইত্যাদি রোগের আমল
প্রথমে সাতবার নিচের দোয়াটি পাঠ করুন। অতঃপর লবণ,পানি এবং আদার উপর দম করুন। পাশাপাশি গলার উপর দম করুন। অতঃপর দমকৃত লবন পানি পান করুন। অবশিষ্ট লবণ ও আদার কিছুটা চিবিয়ে খান। বাকিটা পানিতে দিয়ে গরম করুন। এই পানি দিয়ে দৈনিক তিনবার গড়গড়া করুন। ইনশাল্লাহ আপনার যেকোনো গলোগন্ড রোগ দ্রুত সেরে উঠবে।
গলা ব্যথার দোয়া
“বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল্লাহুম্মা ইন্নী আস্আলুকা বি-আসমায়িকাল হুসনা ইয়া মান খালাক্বানী ওয়া সাওয়্যানী ইয়ামান রাযাকানী ওয়া রাব্বানী ইয়া মান আতআমানী ওয়া সাক্বানী ইয়া মান লাওয়্যাসী ওয়া আদনানী ইয়া মান আছামানী ওয়া কাফানী ইয়া মান হাফাযানী ওয়া কালানী ইয়া মান ওয়াক্বক্বাফানী ওয়া হাদানী ইয়া মান আয়াযযানী ওয়া আছনানী ইয়া মান আমাতানী ওয়া আহইয়ানী ইয়া মান আলইয়াসনী ওয়া ওয়াল্লানী সুবহানাকা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুন্তু মিনায যোয়ালিমীন।”
আশা করি আপনার গলা ব্যথা শীগ্রই কমে যাবে। গলা ব্যথার দোয়া সম্পর্কে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিভিন্ন পোস্ট পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।