সকল ডিভাইসের জন্য বর্তমানে গুগোল একটি অপরিহার্য সার্ভিস। আর গুগল সার্ভিস গুলো ব্যবহার করতে হলে সর্বপ্রথম প্রয়োজন হবে একটি গুগোল একাউন্ট। চলুন তাহলে জেনে নেয়া যাক গুগল একাউন্ট কিভাবে খুলে, কম্পিউটারে ও মোবাইলে গুগল একাউন্ট খোলার নিয়ম, গুগল একাউন্টের ব্যবহার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।
গুগোল একাউন্ট মূলত কি
গুগলের সার্ভিস গুলো ব্যবহার করতে প্রয়োজন হয় একটি গুগোল অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে গুগলের সকল সার্ভিস পাওয়া যায়।
আর একটি গুগল অ্যাকাউন্ট ব্যবহার এর পূর্বে সেটিতে লগইন করা আবশ্যক। গুগোল একাউন্টে লগইন করতে আপনাকে দেওয়া হবে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড। যে ইউজারনেম ও পাসওয়ার্ড টি ব্যবহার করে আপনি গুগলে প্রবেশ করতে পারবেন। এবং ব্যবহার করতে পারবেন গুগল এর সকল পরিষেবা।
গুগোল একাউন্ট এর সুবিধাসমূহ
গুগোল সার্চ, ইউটিউব, জিমেইল ইত্যাদি হলো বর্তমানে গুগলের সবচেয়ে বেশি জনপ্রিয় সেবা। যেগুলো মূলত আমাদের ইন্টারনেট ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের উল্লেখযোগ্য একটি অংশে পরিণত হয়েছে। আর এজন্যই একটি গুগোল অ্যাকাউন্ট থাকা খুবই জরুরী একটি বিষয়। কি কি কারনে আপনার একটি গুগোল অ্যাকাউন্ট থাকা জরুরি তা সম্পর্কে নিচে একটা সুন্দর ধারনা পেয়ে যাবেন।
- আপনার জিমেইল একাউন্ট টির সাহায্যে বিভিন্ন ওয়েবসাইটে নিজের একটি প্রফাইল তৈরি করতে পারবেন। কারন জিমেইল একাউন্ট দিয়ে যেকোনো সাইটে একাউন্ট খোলা যায়।
- আপনার গুগোল একাউন্ট দিয়ে আপনি একজনের কাছে ইমেইল পাঠানো ও অন্যজনের কাছ থেকে ইমেইল পাওয়া উভয় সুবিধাই পাবেন। একটি গুগোল একাউন্ট ই মূলত ইমেইল একাউন্ট।
- আপনার হাতে যেহেতু কম্পিউটার বা স্মার্টফোন রয়েছে তার মানে আপনি অবশ্যই ইউটিউব ব্যবহার করেন। ইউটিউব বর্তমানে একটি খুবই জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং সাইট। আর ইউটিউব এর সকল সুবিধা পাওয়া যায় একটি জিমেইল একাউন্ট এর মাধ্যমে। যেমন পছন্দের চ্যানেল গুলো সাবস্ক্রাইব করা, পছন্দের ভিডিওতে লাইক কমেন্ট করা, নিজের জন্য ইউটিউব চ্যানেল খোলা ইত্যাদি।
- গুগলের সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে গুগলের ফ্রী ক্লাউড স্টোরেজ বা গুগোল ড্রাইভ সুবিধা। গুগোল ড্রাইভ মূলত আপনার মেমরি কার্ড বিকল্প। আমাদের ফোনে বা মেমোরি কার্ডে কোনো ফাইল রাখলে তা অনেক সময় ডিলিট হয়ে যায়৷ কিন্তু গুগল ড্রাইভে কোন ডাটা বা ফাইল রাখলে তা হারানোর ভয় নেই। আর এই ড্রাইভ সেবা হিসেবে গুগোল প্রতিটি অ্যাকাউন্টে দিয়ে থাকে 15 জিবি স্টোরেজ বিনামূল্যে।
গুগল অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন
- ব্যক্তিগত তথ্য হিসেবে আপনার নাম, লিঙ্গ, জন্মতারিখ, ইত্যাদি।
- গুগল একাউন্ট খোলার সময় মোবাইল নাম্বারও চাওয়া হয়, যা একাউন্টের সাথে যুক্ত করা যায় রিকভারি মোবাইল নাম্বার হিসেবে।
- ইন্টারনেট কানেকশন সহ একটি স্মার্টফোন বা কম্পিউটার
কম্পিউটারে গুগল একাউন্ট খোলার নিয়ম
কম্পিউটারে গুগল একাউন্ট খুলতে হলে আপনাকে সর্ব প্রথম যেটা প্রয়োজন সেটা হল একটি ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার। কম্পিউটারে ব্রাউজারে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে গুগোল একাউন্ট খোলা যাবে। চলুন এবার জেনে নেয়া যাক কিভাবে কম্পিউটারে গুগল একাউন্ট খুলতে হয়। আপনাকে কম্পিউটার গুগল একাউন্ট খুলতেঃ
- যেকোনো ব্রাউজার ওপেন করে গুগল এর সাইন আপ পেজ এ প্রবেশ করতে হবে
- প্রথমে আপনার নামের প্রথম অংশ ও পরে নামের শেষ অংশ দিন
- গুগল অ্যাকাউন্ট এর ইউজার নেম দিতে হবে
- গুগল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড দিতে হবে একবার ও পরে আবার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন
- এরপর Next বাটন প্রেস করবেন
- এরপর আপনার ফোন নাম্বার প্রদকরুন
- রিকভারি মেইল প্রদান করুন
- জন্মতারিখ ও লিঙ্গ সিলেক্ট করুন
- এরপর প্রদত্ত ফোন নাম্বারে পাওয়া ভেরিফিকেশন কোডটি প্রদান করুন
উপরের নিয়ম অনুসরন করে খুব সহজেই কম্পিউটার ব্রাউজার থেকেই গুগল অ্যাকাউন্ট এর মালিক হয়ে যেতে পারেন।
মোবাইল বা স্মার্ট ফোনে গুগল একাউন্ট খোলার নিয়ম
মোবাইল দিয়ে সাধারণত দুই ভাবে গুগোল একাউন্ট খোলা যায়। প্রথমটি ব্রাউজার ও দ্বিতীয় টি এন্ড্রয়েড ফোনে সেটিং থেকে। ব্রাউজার থেকে অ্যানড্রয়েড ও আইফোনে দুই দুই ডিভাইসেই খোলা যায়। আমরা আজকে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি সাহায্যে কিভাবে গুগোল একাউন্ট খুলতে হয় তার সম্পর্কে জানব। এছাড়াও ব্রাউজার বা আইফোন দিয়ে কিভাবে খুলতে হয় সে সম্পর্কে জানতে চাইলে এই লিংকে ক্লিক করুন।
মোবাইল ফোনের সেটিং থেকে গুগল একাউন্ট খোলার উপায়
ব্রাউজার ছাড়া যে সহজ উপায়ে গুগোল একাউন্ট খোলা যায় সে সম্পর্কে নিচে বিস্তারিত জানতে পারবেন। মোবাইলের গুগল অ্যাকাউন্ট খুলতে যা যা করতে হবে আপনাকেঃ
- প্রথমে আপনার ফোনের Settings এ প্রবেশ করুন।
- Settings থেকে স্ক্রল করে Accounts সিলেক্ট করুন।
- তারপর Add Account থেকে Google সিলেক্ট করুন।
- এখানে আপনার ফোনে পিন বা প্যাটার্ন দেয়া থাকলে তা চাইবে, সেটি প্রদান করুন।
- এরপর Create Account সিলেক্ট করুন
- ব্যাক্তিগত কাজে গুগল একাউন্ট খুলতে For Myself সিলেক্ট করুন ও ব্যবসার কাজে গুগল একাউন্ট খুললে To manage my business সিলেক্ট করুন।
- এখানে দুটি খালি বক্সে আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখে তারপর Next চাপুন।
- এরপর দুটি খালি বক্সে আপনার জন্মতারিখ ও জেন্ডার দিয়ে Next চাপুন।
- Username ফিল্ডে গুগল একাউন্টের জন্য একটি ইউনিক ইউজারনেম দিন
- এরপর আপনার গুগল একাউন্টের জন্য পাসওয়ার্ড দিয়ে Next চাপুন
- গুগল একাউন্ট ভেরিফিকেশনের জন্য একটি ফোন নাম্বার দিয়ে Next চাপুন
- মোবাইল নাম্বারে আসা কোডটি প্রদান করুনভেরিফিকেশনের জন্য প্রদত্ত মোবাইলে নাম্বারটি গুগল একাউন্টে এড করতে চাইলে Next ও এড না করতে চাইলে Skip চাপুন
- Privacy & Terms পেজ দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল করে I Agree চাপুন
- উপরের নিয়মগুলো অনুসরন করলে আপনি মোবাইল দিয়েও একটি গুগল অ্যাকাউন্ট এর মালিক হয়ে যেতে পারেন ।
গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম
- যেকোনো ব্রাউজার থেকে এই লিংকে প্রবেশ করুন
- গুগল একাউন্টে লগিন করা না থাকলে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
- এরপর স্ক্রিনে দেখানো Delete Your Account এ ক্লিক করুন
- স্ক্রিনে প্রদর্শিত দুইটি চেকবক্সে টিক মার্ক দিনএরপর Delete Account লেখায় ক্লিক করুন
Delete Account লেখায় ক্লিক করার পর আপনার গুগল একাউন্ট ও এর সাথে কানেক্ট থাকা সকল সার্ভিসের তথ্য সম্পূর্ণভাবে মুছে যাবে। তাই গুগল একাউন্ট ডিলিট করার আগে অবশ্যই এটি নিশ্চিত করুন যে আপনি আসলেই গুগল একাউন্ট ডিলিট করতে চান কিনা। পরে এই ইউজারনেম ব্যবহার করে আর কোনো গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট খুলতে পারবেন না।