আপনি নিশ্চয়ই জানেন, বর্তমানে চাকরি পাওয়া কতোটা কঠিন। আর আমাদের প্রাইয় সবাইকেই করতে হয় এই কঠিন কাজ। কেও কেও আমরা বিভিন্ন উপায়ে পছন্দের চাকরিটা পেয়ে যাই, কেও কেও আবার চাকরি খুজতে খুজতে নিজেদের বয়সটা পর্যন্ত হারিয়ে ফেলি। তবে কোনো ব্যক্তি যদি ইসলাম অনুযায়ী চাকরি লাভের সঠিক আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তার চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এজন্যই আমাদেরকে জানতে হবে ইসলাম অনুযায়ী সঠিক চাকরি পাওয়ার আমল ঠিক কোনটি। আরও জানতে হবে ইসলাম অনুযায়ী সঠিক চাকরি লাভের দোয়া ঠিক কোনটি ।
আজকাল আমরা চাকরি লাভের কতো আমলের কথাই না শুনে থাকি, কিন্তু এসব আমল কি কুরআন ও হাদিস দারা স্বীকৃত? মূলত এসব অধিকাংশ আমলেরই নেই কোনো গ্রহণযোগ্য দলিল। এজন্যই এসব আমলের ব্যাপারে আপনাকে থাকতে হবে অনেক সচেতন।
তাই আজ আমরা হাজির হয়েছি পরীক্ষিত কিছু চাকরি লাভের দোয়া এবং আমল নিয়ে। যেগুলো পাঠ করলে আল্লাহর রহমতে আপনি খুব দ্রুত চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
দ্রুত চাকরি লাভের দোয়া – ০১
চাকরি পাওয়ার জন্য নিম্নোক্ত দোয়াটি পবিত্র কোরআনে উল্লেখ আছে-
অর্থ: তখন মুসা তাদের পক্ষে (পশুগুলোকে) পানি পান করিয়ে দিল। তার পর ছায়ায় ফিরে গেল এবং বলল— ‘হে আমার রব, নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী’। (সুরা কাসাস: ২৪)।
এই দোয়ার তাৎপর্য
মুসা (আ.) এর ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি। মুসা (আ.) যখন ফেরাউন বাহিনী কর্তৃক বিতাড়িত হয়ে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন, তখন তিনি দুহাত তুলে আল্লাহর কাছে এ দোয়া করেছিলেন।
যখনই তিনি দোয়াটি করলেন, তার সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলামীন, হযরত মুসার (আ.) জন্য পরবর্তী ১০ বছরের সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, কর্মসংস্থান এর পাশাপাশি আরও দেন একজন সুন্দরী ও নেককার স্ত্রী। সুবহানাল্লাহ।
সেই দিন এর পর থেকে হজরত মুসা (আ.) যখনই অনুভব করতেন বিষণ্নতা ও একাকি, তখনই তিনি বেশি বেশি পাঠ করতেন এই আয়াত।
তবে কেও কেও মনে করে এটি দ্রুত বিবাহ করার দোয়া। সেই অনুযায়ী তারা আমলও করে থাকেন। কিন্তু এই দোয়াটি দ্রুত বিবাহ হওয়ার তুলনায় দ্রুত চাকরি হওয়ার ক্ষেত্রে বেশি কার্যকরী।
দ্রুত চাকরি পাওয়ার আমল – ০২
আপনি যদি পেতে চান দ্রুত চাকরি, তাহলে আপনার জন্য রয়েছে আরো একটি ওয়াজিফা। প্রথমত আপনি পাঠ করবেন চাকরি লাভের দোয়া, দ্বিতীয়ত আদায় করবেন এই ওয়াজিফা। দুইটি আমল একসাথে নিয়মিত করতে থাকলে আল্লাহর রহমতে শীগ্রই সুখবর পাবেন ইনশাআল্লাহ।
দ্বিতীয় ওয়াজিফা টি হচ্ছে- প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত ‘ইয়া ওয়াহ্হাব’ পাঠ করা। ‘‘ওয়াহ্হাব’’ হচ্ছে আল্লাহতালার মহিমান্বিত নামসমূহের একটি; আল্লাহর এই নামের অর্থ হলো— ”সর্বদাতা” অর্থাৎ ”যিনি সকিছু দান করেন”
পবিত্র কোরআনে উল্লিখিত চাকরি লাভের দোয়া ও শেষোক্ত ওয়াজিফাটি পাঠ করার কোনো নির্ধারিত সংখ্যা নেই। অর্থাৎ প্রত্যেকদিন নিয়মিত যত বেশি সম্ভব এই আমলগুলো করতে থাকুন। আমলগুলো করার পাশাপাশি করতে থাকুন কঠোর পরিশ্রম। খুব দ্রুত ভালো ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
আরো জনুনঃ পরীক্ষার প্রশ্নঃ নিজের সম্পর্কে ১০টি বাক্য ইংরেজিতে
আরো জনুনঃ পরীক্ষার প্রশ্নঃ বাংলাদেশ সম্পর্কে ১০টি বাক্য ইংরেজিতে
প্রিয় ভিজিটর, সম্পূর্ণ আরটিক্যালটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশাকরি চাকরি লাভের দোয়া বা দ্রুত চাকরি পাওয়ার আমল সংক্রান্ত এই আরটিক্যালটি আপনার অনেক উপকারে আসবে। আর আপনি দ্রুত আপনার পছন্দের চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ্।