চোখ ব্যথার দোয়া । দ্রুত চোখ ব্যথা কমানোর আমল (পরীক্ষিত)

by Taslima Lima

চোখ আল্লাহর সবচেয়ে বড় একটি নিয়ামত। চোখ ছাড়া একটি মুহূর্তও কল্পনা করা যায় না। তাই চোখ ব্যথা হলে আমরা চিন্তিত হয়ে যাই। অথচ কুরআনুল কারিমের একটি আয়াত পাঠ করলে সহজেই চোখ ব্যাথা দূর হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক চোখ ব্যথার দোয়া ।

চোখ ব্যথার দোয়া

চোখ ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য কুরআনুল কারীমের এই আয়াতটি পাঠ করুন।

চোখ ব্যথার দোয়া

لَّقَدْ كُنتَ فِى غَفْلَةٍ مِّنْ هَٰذَا فَكَشَفْنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلْيَوْمَ حَدِيدٌ

উচ্চারণঃ “লাক্বাদ কুংতা ফি গাফলাতিম মিন হাজা ফাকাশাফনা আংকা গিত্বাআকা ফাবাচারুকাল ইয়াওমা হাদিদ।” (সুরা ক্বফ : আয়াত ২২)

আমলঃ যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর এ আয়াতটি ৩বার পড়বে তার চোখের ব্যথা দূর হয়ে যাবে।

চোখ ব্যথা হলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক নামাজের পর তিনবার করে এই আয়াত পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহ তা’আলা আমাদের সবাইকে চোখের সুস্থতার নেয়ামত দান করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিভিন্ন পোস্ট পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

You may also like

Leave a Comment