প্রযুক্তির এই যুগে আমরা যতই ডিজিটাল ব্যবস্থায় অভ্যস্ত হই না কেন, প্রায়ই অফিশিয়াল কিংবা ব্যক্তিগত নানা কাজের ডকুমেন্টস বা নথি ছাপা কাগজে প্রয়োজন হয়। সেই ভাবনায় গুরুত্বপূর্ণ এক যন্ত্র হিসেবে কাজ করে ফটোকপিয়ার। বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্রান্ডের ফটোকপিয়ার দেখা গেলেও মান এবং ক্রেতা চাহিদা বিবেচনায় জাপানি ব্রান্ড তোশিবা শীর্ষ স্থানে রয়েছে। তোশিবার একাধিক মডেলের ফটোকপিয়ার রয়েছে যার মধ্যে থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী সেরা তোশিবা ফটোকপিয়ার মডেলটি বেছে নিতে পারেন।
১/ Toshiba e-Studio 2523A A3
তোশিবার এই অত্যাধুনিক মাল্টি ফাংশনাল ডিজিটাল ফটোকপিয়ার মেশিনের মাধ্যমে একইসাথে কপি, প্রিন্ট এবং স্ক্যান সুবিধা পাওয়া যাবে। এই যন্ত্রের মাধ্যমে মিনিটে ২৫ পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট করা যাবে। এই ফটোকপিয়ারে অবশ্য স্বয়ংক্রিয় ডুপ্লেক্স প্রিন্টের সুবিধা নেই। ফলে ম্যানুয়ালি কাজটি করতে হবে আপনাকে। এই মেশিনে সাধারণত স্ট্যান্ডার্ড পেপার ধারণক্ষমতা ৩৫০ শিট। ২৫৬ এমবির স্টোরেজ ধারণক্ষমতা রয়েছে এই ফটোকপিয়ারে। এই মেশিন দিয়ে শুধু সাদা-কালো রংয়েই প্রিন্ট করা যাবে। অর্থাৎ, রঙিন প্রিন্টের সুবিধা থাকছে না এটিতে। এই যন্ত্রে তোশিবা আপনাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবে।
Image Source: Smart Copier Solutions
তোশিবার e-Studio 2523A A3 মডেলের সর্বোচ্চ সাশ্রয়ী দাম এবং আনুষঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে দেখুন এখানে।
২/ Toshiba e-Studio 2523AD A3
তোশিবার এই অত্যাধুনিক মাল্টি ফাংশনাল ডিজিটাল ফটোকপিয়ার মেশিনের মাধ্যমে আপনি একইসাথে কপি, প্রিন্ট এবং স্ক্যান সুবিধা পেয়ে যাবেন। এই যন্ত্রের মাধ্যমেও মিনিটে ২৫ পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট করা যাবে। এই ফটোকপিয়ারে ডুপ্লেক্স প্রিন্টের সুবিধা আছে যা একেবারেই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। এতে করে আপনাকে বারবার কমান্ড দেওয়ার প্রয়োজন পড়বে না। এই মেশিনে সাধারণত স্ট্যান্ডার্ড পেপার ধারণক্ষমতা ৩৫০ শিট। তবে সর্বোচ্চ ৬০০ শিট পর্যন্ত রাখা যায়। ২৫৬ এমবির স্টোরেজ ধারণক্ষমতা এই ফটোকপিয়ারে বিল্ট-ইন ইউএসবি সুবিধা আছে। e-Studio 2523A A3 মডেলের মতো এই মেশিন দিয়েও শুধু সাদা-কালো রংয়েই প্রিন্ট করা যাবে। অর্থাৎ, রঙিন প্রিন্টের সুবিধা থাকছে না এটিতে। এই যন্ত্রে তোশিবা আপনাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবে।
Image Source: Smart Copier Solutions
তোশিবার e-Studio 2523AD A3 মডেলের সর্বোচ্চ সাশ্রয়ী দাম এবং আনুষঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে দেখুন এখানে।
৩/ Toshiba e-Studio 2323AM
তোশিবার এটিও একটি অত্যাধুনিক মাল্টি ফাংশনাল ডিজিটাল ফটোকপিয়ার মেশিন। এই মেশিনের মাধ্যমে আপনি একইসাথে কপি, প্রিন্ট এবং স্ক্যান সুবিধা পেয়ে যাবেন। মিনিটে ২৩ পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট করা যাবে এই যন্ত্রে। এই ফটোকপিয়ারেও রয়েছে ডুপ্লেক্স প্রিন্টের সুবিধা যা একেবারেই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। এতে করে আপনাকে বারবার কমান্ড দেওয়ার প্রয়োজন পড়বে না। এই মেশিনে সাধারণত স্ট্যান্ডার্ড পেপার ধারণক্ষমতা ৩৫০ শিট। তবে সর্বোচ্চ ৬০০ শিট পর্যন্ত রাখা যায়। তোশিবার e-Studio 2523AD A3 মডেলের স্টোরেজ ধারণক্ষমতার (২৫৬ এমবি) চেয়ে এটির ধারণক্ষমতা দ্বিগুণ (৫১২ এমবি)। এই ফটোকপিয়ারে বিল্ট-ইন ইউএসবির পাশাপাশি ল্যান সুবিধাও রয়েছে। এই ফটোকপিয়ারে দিয়ে শুধু সাদা-কালো রংয়েই প্রিন্ট করা যাবে। অর্থাৎ, রঙিন প্রিন্টের সুবিধা থাকছে না এটিতে। এই যন্ত্রে তোশিবা আপনাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবে।
Image Source: Smart Copier Solutions
তোশিবার e-Studio 2323AM মডেলের সর্বোচ্চ সাশ্রয়ী দাম এবং আনুষঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে দেখুন এখানে।
৪/ Toshiba e-Studio 2823AM
তোশিবার এই মডেলটি একটি অত্যাধুনিক মাল্টি ফাংশনাল মনো লেজার ফটোকপিয়ার মেশিন। এই মেশিনের মাধ্যমে আপনি একইসাথে কপি, প্রিন্ট এবং স্ক্যান সুবিধা পেয়ে যাবেন। মিনিটে ২৮ পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট করা যাবে এই যন্ত্রে। এই ফটোকপিয়ারে আছে ডুপ্লেক্স প্রিন্টের সুবিধা যা একেবারেই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। এতে করে আপনাকে বারবার কমান্ড দেওয়ার প্রয়োজন পড়বে না। এই মেশিনে সাধারণত স্ট্যান্ডার্ড পেপার ধারণক্ষমতা ৩৫০ শিট। তবে সর্বোচ্চ ৬০০ শিট পর্যন্ত রাখা যায়। তোশিবার এই মডেলের স্টোরেজ ধারণক্ষমতার ৫১২ এমবি। এই ফটোকপিয়ারে বিল্ট-ইন ইউএসবি এবং ল্যান সুবিধা রয়েছে। এই ফটোকপিয়ারে দিয়ে শুধু সাদা-কালো রংয়েই প্রিন্ট করা যাবে। অর্থাৎ, রঙিন প্রিন্টের সুবিধা থাকছে না এটিতে। এই যন্ত্রেও তোশিবা আপনাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবে।
Image Source: Smart Copier Solutions
তোশিবার e-Studio 2823AM মডেলের সর্বোচ্চ সাশ্রয়ী দাম এবং আনুষঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে দেখুন এখানে।
৫/ Toshiba e-Studio 2829A
তোশিবার এই মডেলটি একটি অত্যাধুনিক মাল্টি ফাংশনাল মনো ক্রোমিক ফটোকপিয়ার মেশিন। এই মেশিনের মাধ্যমে আপনি একইসাথে কপি, প্রিন্ট এবং স্ক্যান সুবিধা পেয়ে যাবেন। মিনিটে ২৮ পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট করা যাবে এই যন্ত্রে। এই মেশিনে A3 থেকে A5 সাইজের কাগজও প্রিন্ট করা যাবে। এই ফটোকপিয়ারে ডুপ্লেক্স প্রিন্টের সুবিধা রয়েছে যা একেবারেই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। এতে করে আপনাকে বারবার কমান্ড দেওয়ার প্রয়োজন পড়বে না। এই মেশিনে সাধারণত স্ট্যান্ডার্ড পেপার ধারণক্ষমতা ৩৫০ শিট। তবে সর্বোচ্চ ১৭০০ শিট পর্যন্ত রাখা যায়। তোশিবার এই মডেলের স্টোরেজ ধারণক্ষমতার ৫১২ এমবি। এই ফটোকপিয়ারে বিল্ট-ইন ইউএসবি এবং ল্যান সুবিধা রয়েছে। এই ফটোকপিয়ারে দিয়ে শুধু সাদা-কালো রংয়েই প্রিন্ট করা যাবে। অর্থাৎ, রঙিন প্রিন্টের সুবিধা থাকছে না এটিতে। এই যন্ত্রেও তোশিবা আপনাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবে।
Image Source: Smart Copier Solutions
তোশিবার e-Studio 2829A মডেলের সর্বোচ্চ সাশ্রয়ী দাম এবং আনুষঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে দেখুন এখানে।
৬/ Toshiba e-Studio 2020AC
তোশিবার এই অত্যাধুনিক মাল্টি ফাংশনাল ফটোকপিয়ার মেশিনের মাধ্যমে একইসাথে কপি, প্রিন্ট, স্ক্যান সুবিধা পাওয়া যাবে। A4 সাইজের কাগজে মিনিটে ২০ পৃষ্ঠা এবং A3 সাইজের কাগজে মিনিটে ১২ পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট করা যাবে এই যন্ত্রে। কালার এই ফটোকপিয়ার স্বাচ্ছন্দ্যেই রঙিন প্রিন্ট করা যাবে। এই ফটোকপিয়ারে ডুপ্লেক্স প্রিন্টের সুবিধা যা একেবারেই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। এতে করে আপনাকে বারবার কমান্ড দেওয়ার প্রয়োজন পড়বে না। এই মেশিনে সাধারণত স্ট্যান্ডার্ড পেপার ধারণক্ষমতা ৩৫০ শিট তবে সর্বোচ্চ ২৯০০ শিট পর্যন্ত রাখা যায়। চার জিবি র্যাম এবং ১২৮ জিবি এসএসডির এই ফটোকপিয়ারে অসংখ্য ফিচার রয়েছে যা আপনার চাহিদার সাথে মিলে যাবে বলেই বিশ্বাস আমাদের।
Image Source: Smart Copier Solutions
তোশিবার e-Studio 2020AC মডেলের সর্বোচ্চ সাশ্রয়ী দাম এবং আনুষঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে দেখুন এখানে।
৭/ Toshiba e-Studio 2110AC A3
তোশিবার অত্যাধুনিক মাল্টি ফাংশনাল ফটোকপিয়ার মেশিনের মাধ্যমে একইসাথে কপি, প্রিন্ট ও স্ক্যান সুবিধা পাওয়া যাবে। মিনিটে ২১ পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট করা যাবে এই যন্ত্রে। কালার এই ফটোকপিয়ার স্বাচ্ছন্দ্যেই রঙিন প্রিন্ট করা যাবে। এই মেশিনে A3 থেকে A5 সাইজের কাগজও প্রিন্ট করা যাবে। এই ফটোকপিয়ারে ডুপ্লেক্স প্রিন্টের সুবিধা যা একেবারেই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। এতে করে আপনাকে বারবার কমান্ড দেওয়ার প্রয়োজন পড়বে না। এই মেশিনে সাধারণত স্ট্যান্ডার্ড পেপার ধারণক্ষমতা ৩৫০ শিট তবে সর্বোচ্চ ২৯০০ শিট পর্যন্ত রাখা যায়। চার জিবি র্যামের মেমোরি এবং ৩২০ জিবি স্টোরেজের এই ফটোকপিয়ারে অসংখ্য ফিচার রয়েছে যা আপনার চাহিদার সাথে মিলে যাবে বলেই বিশ্বাস আমাদের।
Image Source: Smart Copier Solutions
তোশিবার e-Studio 2110AC A3 মডেলের সর্বোচ্চ সাশ্রয়ী দাম এবং আনুষঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে দেখুন এখানে।
৮/ Toshiba e-Studio 2528A
তোশিবার এই মডেলটি একটি অত্যাধুনিক মাল্টি ফাংশনাল মনো লেজার ফটোকপিয়ার মেশিন। এই মেশিনের মাধ্যমে আপনি একইসাথে কপি, প্রিন্ট এবং স্ক্যান সুবিধা পেয়ে যাবেন। এই মেশিনে A3 থেকে A5 সাইজের কাগজও প্রিন্ট করা যাবে। A4 সাইজের কাগজে মিনিটে ২৫ পৃষ্ঠা এবং A3 সাইজের কাগজে মিনিটে ১৫ পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট করা যাবে এই যন্ত্রে। এই ফটোকপিয়ারে ডুপ্লেক্স প্রিন্টের সুবিধা রয়েছে যা একেবারেই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। এতে করে আপনাকে বারবার কমান্ড দেওয়ার প্রয়োজন পড়বে না। এই মেশিনে সাধারণত স্ট্যান্ডার্ড পেপার ধারণক্ষমতা ১২০০ শিট। তবে সর্বোচ্চ ৫২০০ শিট পর্যন্ত রাখা যায়। তোশিবার এই মডেলের চার জিবি র্যাম এবং ১২৮ জিবি এসএসডি সম্পন্ন স্টোরেজ রয়েছে। এই ফটোকপিয়ারে বিল্ট-ইন ইউএসবি এবং ল্যান সুবিধা পাওয়া যাবে। এই ফটোকপিয়ারে দিয়ে শুধু সাদা-কালো রংয়েই প্রিন্ট করা যাবে। অর্থাৎ, রঙিন প্রিন্টের সুবিধা থাকছে না এটিতে। এই যন্ত্রেও তোশিবা আপনাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবে।
Image Source: Smart Copier Solutions
তোশিবার e-Studio 2528A মডেলের সর্বোচ্চ সাশ্রয়ী দাম এবং আনুষঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে দেখুন এখানে।
৯/ Toshiba e-Studio 3028A
তোশিবার এই মডেলটি একটি অত্যাধুনিক মাল্টি ফাংশনাল মনো লেজার ফটোকপিয়ার মেশিন। এই মেশিনের মাধ্যমে আপনি একইসাথে কপি, প্রিন্ট এবং স্ক্যান সুবিধা পেয়ে যাবেন। এই মেশিনে A3 থেকে A5 সাইজের কাগজও প্রিন্ট করা যাবে। A4 সাইজের কাগজে মিনিটে ৩০ পৃষ্ঠা এবং A3 সাইজের কাগজে মিনিটে ১৬ পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট করা যাবে এই যন্ত্রে। এই ফটোকপিয়ারে ডুপ্লেক্স প্রিন্টের সুবিধা রয়েছে যা একেবারেই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। এতে করে আপনাকে বারবার কমান্ড দেওয়ার প্রয়োজন পড়বে না। এই মেশিনে সাধারণত স্ট্যান্ডার্ড পেপার ধারণক্ষমতা ১১০০ শিট। তবে সর্বোচ্চ ৫২০০ শিট পর্যন্ত রাখা যায়। তোশিবার এই মডেলেও চার জিবি র্যাম এবং ১২৮ জিবি এসএসডি সম্পন্ন স্টোরেজ রয়েছে। এই ফটোকপিয়ারে বিল্ট-ইন ইউএসবি এবং ল্যান সুবিধা পাওয়া যাবে। এই ফটোকপিয়ারে দিয়ে শুধু সাদা-কালো রংয়েই প্রিন্ট করা যাবে। অর্থাৎ, রঙিন প্রিন্টের সুবিধা থাকছে না এটিতে। এই যন্ত্রেও তোশিবা আপনাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবে।
Image Source: Smart Copier Solutions
তোশিবার e-Studio 3028A মডেলের সর্বোচ্চ সাশ্রয়ী দাম এবং আনুষঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে দেখুন এখানে।
তোশিবার ফটোকপিয়ারগুলো অনন্য কিছু বৈশিষ্ট্য থাকার কারণে এই ব্র্যান্ডের ফটোকপিয়ারগুলোর চাহিদা বাজারের অন্য ব্রান্ডগুলোর থেকে স্বাভাবিকভাবেই বেশি। ফটোকপিয়ারগুলোর মডেলভেদে পিপিএম (প্রতি মিনিটে যত পৃষ্ঠা প্রিন্ট হয়), স্টোরেজ, ডুপ্লেক্স প্রিন্ট, পেপার স্টোরেজসহ নানা ফিচারে ভিন্নতা রয়েছে। জাপানি ব্র্যান্ডটির ফটোকপিয়ারের নানা মডেলের মধ্যে থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী সেরা মডেলটি বেছে নিতে পারেন।