দাঁত ব্যথার দোয়া | দ্রুত দাঁত ব্যথা কমানোর আমল

by Taslima Lima

দাঁত ব্যথা হচ্ছে মানব দেহের সবচেয়ে মারাত্মক ব্যথা। এটি সরাসরি আমাদের মস্তিষ্কে আঘাত করে। তাই দাঁত ব্যথা শুরু হলে মাথা ব্যথাও শুরু হয়। তখন আমরা দিশেহারা হয়ে যাই। ব্যথানাশক ঔষধেও প্রতিকার হয়না স্থায়ীভাবে। তবে আপনার চিন্তা নেই! কারণ কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করলে দাঁত ব্যথা উপশম হয় সহজেই। আর এখানে আমরা আলোচনা করেছি দাঁত ব্যথার দোয়া ও আমল সম্পর্কে।

যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের আগে নিয়মিত মেসওয়াক করবে, সে ব্যক্তি দাঁতের সমস্ত রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকবে ইনশাল্লাহ। যারা কুরআনুল কারিমের এ আয়াতটি পাঠ করবে তাদের দাঁতের ব্যথা অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। 

দাঁত ব্যথার দোয়া

দাঁত ব্যথার দোয়া

উচ্চারণ : কুল হুয়াল্লাজি আংশাআকুম ওয়া ঝাআলালাকুমুস সাম্‌আ ওয়াল আব্‌ছারা ওয়াল আফয়িদাতা ক্বালিলাম্মা তাশকুরুন।’ (সুরা মুলক : আয়াত ২৩)

এতক্ষণে আপনি দাঁত ব্যথার আমল জেনে গেছেন। আশা করি আপনি সঠিক ভাবে এ আমল করবেন। পাশাপাশি দাঁতের যত্ন নিবেন। পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করবেন। সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

You may also like

Leave a Comment