নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে বলার সহজ উপায়

by Arif Rabbani Hasan
নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

প্রিয় ভিজিটর আপনি কি নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে বলতে পারেন? এই ১০ টি বাক্য আপনার যেকোনো সময় কাজে লাগতে পারে। কারন বাক্যগুলো বলতে পারলে আপনাকে সবাই গুরুত্ব দিবে। তাছাড়া বাক্যগুলো জানলে চাকরির ভাইভা বোর্ডে আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী। ফলে পূরন হবে আপনার চাকরি লাভের সপ্ন।

চলুন তাহলে জেনে নেওয়া যাক অত্যন্ত সহজ সেই ১০ টি বাক্য ইংরেজিতে। আরও জানুন নিজের সম্পর্কে কিছু কথা ।

নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে যেভাবে বলবেন

I would like to introduce myself at first – আমি প্রথমে নিজের সম্পর্কে কিছু বলতে চাই।

My name is Rayan Khan – আমার নাম রায়ান খান।

My nickname is Rayan – আমার ডাক নাম রায়ান।

So you can call me to Rayan – সুতরাং আপনি আমাকে রায়ান বলতে পারেন।

My home district is Sherpur – আমার নিজ জেলা শেরপুর।

My father’s Md. Rahul Khan is a farmer – আমার বাবা মো: রাহুল খান একজন কৃষক।

My mother’s Mrs. Lipa Khanom is a house wife – আমার মা মোছা: লিপা খানম একজন গৃহিণী।

B.sc in math from National University in Gazipur – আমার পড়াশোন বিএস.সি গনিত, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজিপুর।

Like other’s I have an aim which to be a BCS cadre – অন্যদের মত আমিও একজন বিসিএস ক্যাডার হতে চাই।

I know it’s so much difficult to fulfill my dreams but I will try to best – আমি জানি স্বপ্ন পুরন করা অনেক কঠিন, কিন্তু আমি সর্বোচ্চ চেস্টা করব।

এ বাক্যগুলো যথাসম্ভব চেষ্টা করুন মুখস্ত করার। তারপর চর্চা করুন নিজে নিজে। তারপর আপনার কাছের বন্ধুবান্ধব এবং নিকট আত্বীয়দের মাঝে একজন কে নির্বাচন করুন। এবার তার সাথে এই বাক্য গুলো দিয়ে আপনার নিজের ব্যাপারে কথা বলুন৷ কয়েকবার এই কাজ টি করলে সঠিক ভাবে বলতে পারবেন সবগুলো বাক্য। এবার আপনি ভাইভার জন্য প্রস্তুত। আল্লাহর উপর ভরসা রাখুন।

আশাকরি নিজের সম্পর্কে কিছু কথা শিখে রাখলে যথেষ্ট উপকারে আসবে। সব গুলো বাক্য মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এধরনের কার্যকরী আরটিক্যাল পড়তে নিয়মিত বিজিট করুন Techtodayz কে।

আরো জানুনঃ ইংরেজি শেখার সহজ উপায়

আরো জানুনঃ চাকরি লাভের দোয়া

আরো জানুনঃ রেডমি ফোনের দাম

আরো জানুনঃ টেকনো মোবাইল দাম

You may also like

2 comments

JAHID NEHAL October 9, 2022 - 9:48 pm

Bro I am gaining something from your English meaning

Reply
Arif Rabbani Hasan October 12, 2022 - 6:52 pm

What are you gaining, bro?

Reply

Leave a Comment