পেট ব্যথার দোয়া | দ্রুত পেট ব্যাথা কমানোর দোয়া

by Taslima Lima
পেট ব্যথার দোয়া | দ্রুত পেট ব্যাথা কমানোর দোয়া

আপনি দিব্যি একজন সুস্থ মানুষ, কিন্তু পেট ব্যাথা শুরু হলো হঠাৎ করে। এখন আপনি কি করবেন ঠিক বুঝতে পারছেন না। এই মুহূর্তে নেই কোনো ডাক্তার, নেই কোনো ঔষধ। তবে চিন্তিত হওয়ার কারণ নেই, আপনি যদি ইসলাম অনুযায়ী পেট ব্যথার দোয়া আমল করতে পারেন তাহলে আপনার পেট ব্যথা আল্লাহর রহমতে কমে যাবে ইনশাল্লাহ। এ ব্যাপারে নিচে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। তাই দেরি না করে নিচের অংশটি পড়তে থাকুন।

পেট ব্যথার দোয়া | দ্রুত পেট ব্যাথা কমানোর দোয়া

উসমান ইবনে আবুল আস-সাকাফি (রা.)-এর সম্পর্কে একটি হাদীস বর্ণিত হয়েছে, তিনি একবার রাসুলুল্লাহ (সা.) এর কাছে পেটের ব্যথার কথা জানান। তিনি বলেন, ব্যথা আমাকে অস্থির করে তুলেছে, এখন আমি কি করবো? তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তুমি তোমার ব্যথার স্থানে ডান হাত রেখে তিনবার বিসমিল্লাহ বলো। এরপর সাতবার বলো-

পেট ব্যথার দোয়া | দ্রুত পেট ব্যাথা কমানোর দোয়া

أعوذ بعزة الله وقدرته من شر ما أجد و أحاذر

উচ্চারণ : ‘আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।’

অর্থ : আল্লাহর মর্যাদা ও তার কুদরতের উসিলায় আমি যা অনুভব এবং ভোগ করছি, তা থেকে মুক্তি চাচ্ছি।

উসমান (রা.) বলেন, 

আমি এই রূপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার কষ্ট দূর করে দেন। এরপর থেকে আমি পরিবার-পরিজন ও অন্যদের এরকম করার নির্দেশ দেই।’ (মুসলিম শরীফ, হাদিস নং: ৪১৯৯; আবু দাউদ শরীফ, হাদিস নং : ৩৮৫১)

অসুস্থতা থেকে সুস্থ হওয়ার দোয়া

আবু দারদা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, “তোমাদের কেউ যখন কোনো রকম অসুস্থতা অনুভব করে অথবা কোনো ভাই অসুস্থতা কিংবা অস্বাভাবিকতা অনুভ করে; তখন সে যেন এই দোয়াটি পড়ে, তাহলে সে সুস্থ হয়ে যাবে

ربنا الله الذي في السماء تقدس اسمك، أمرك في السماء والأرض، كما رحمتك في السماء فاجعل رحمتك في الأرض، اغفر لنا حوبنا وخطايانا أنت رب الطيبين، أنزل رحمة من رحمتك وشفاء من شفائك على هذا الوجع

উচ্চারণ : রব্বানাল লাহুল্লাাজি ফিস সামা -ই তাক্বদ্দাসাসমুকা, আমরুকা ফিস সামা-ই ওয়াল আরদ্, কামা রহমাতুকা ফিস সামা-ই। ফাজআল রহমাতাকা ফিল আরদ্, ইগফির লানা হুবানা ওয়া খতা-য়া-না আনতা রব্বুত তয়্যিবিন।আনজিল রহমাতাম মির রহমাতিক, ওয়া শিফাআম মিন শিফাইক, আলা হাজাল ওয়াজ -ই।

অর্থ : হে আমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমানে রয়েছেন। আপনার নাম সম্মানিত, আসমান-জমিনে আপনার কর্তৃত্ব, আসমানে যেমন আপনার রহমত তেমনি জমিনেও বর্ষণ করুন। আমাদের পাপ ও গুনাহ মার্জনা করুন। আপনি সুস্থ-সৎদের প্রতিপালক, আপনার বিপুল রহমত থেকে রহমত বর্ষণ করুন। এই ব্যথা-যন্ত্রণায় আরোগ্য দান করুন। (আবু দাউদ শরীফ, হাদিস নং: ৩৮৯২; নাসায়ি শরীফ, হাদিস নং: ১০৮৭৬)

আশা করি পেট ব্যথার দোয়া এখন আপনি ভালো ভাবে জেনে গছেন। এখন থেকে যেকোনো সময় পেটে ব্যথা উঠলে দ্রুত পেট ব্যাথা কমানোর দোয়া পাঠ করুন। ইনশাআল্লাহ্‌ আল্লাহর রহমতে আপনার পেট ব্যথা কমে যাবে। সম্পূর্ণ পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এমনি গুরুত্বপূর্ণ বিভিন্ন পোস্ট পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। তাছাড়া আপনার কোনো মতামত বা পরামর্শ থাকলে তা কমেন্ট করুন জানাতে পারেন আমাদেরকে। ধন্যবাদ।

You may also like

2 comments

sk al mamun October 23, 2022 - 8:15 am

আরবি লেখার সাথে বাংলা উচ্চারণ কোন রকম মিল পাওয়া যায় না। এমতাবস্থায় আমি কোনটি পড়বো

Reply
Arif Rabbani Hasan October 23, 2022 - 11:40 am

আমাদেরকে অবগত করার জন্য ধন্যবাদ। আরবি লিখায় সামান্য একটা ত্রুটি ছিলো। এখন সেটা সংশোধন করা হয়েছে 😊

Reply

Leave a Comment