বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি (জেনে নিন এখনি)

by Arif Rabbani Hasan
বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি

সুপ্রিয় পাঠকগন, আপনারা অনেকেই অনুসন্ধান করেন বাংলাদেশের বিভাগ কয়টি। বাংলাদেশের বিভাগ মোট ৮ টি। ৮ টি বিভাগের নাম হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ।

বাংলাদেশের প্রস্তাবিত বিভাগ হচ্ছে ২ টি। যথাঃ পদ্মা বিভাগ ও কুমিল্লা বিভাগ।

বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি

বিভাগের নামআয়তন
১। ঢাকা৩১,১৭৭.৭৪ বর্গ কিলোমিটার।
২। চট্টগ্রাম৩৩,৯০৮.৫৫ বর্গ কিলোমিটার।
৩। রাজশাহী১৮,১৫৩.০৮ বর্গ কিলোমিটার।
৪। খুলনা২২,২৮৪.২২ বর্গ কিলোমিটার।
৫। সিলেট১২,৬৩৫.২২ বর্গ কিলোমিটার।
৬। বরিশাল১৩,২২৫.২০ বর্গ কিলোমিটার।
৭। রংপুর১৬,১৮৪.৯৯ বর্গ কিলোমিটার।
৮। ময়মনসিংহ১০,৫৫২ বর্গ কিলোমিটার।
বাংলাদেশের বিভাগ

এতক্ষণে আপনি জেনে গেছেন বাংলাদেশের বিভাগ কয়টি। প্রস্তাবিত বিভাগ কয়টি ও কি কি। এবং একেকটি বিভাগের আয়তন কত ইত্যাদি। সম্পূর্ন পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পোস্টটি ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

You may also like

Leave a Comment