সুপ্রিয় পাঠকগন, আপনারা অনেকেই অনুসন্ধান করেন বাংলাদেশের বিভাগ কয়টি। বাংলাদেশের বিভাগ মোট ৮ টি। ৮ টি বিভাগের নাম হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ।
বাংলাদেশের প্রস্তাবিত বিভাগ হচ্ছে ২ টি। যথাঃ পদ্মা বিভাগ ও কুমিল্লা বিভাগ।
বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি
বিভাগের নাম | আয়তন |
---|---|
১। ঢাকা | ৩১,১৭৭.৭৪ বর্গ কিলোমিটার। |
২। চট্টগ্রাম | ৩৩,৯০৮.৫৫ বর্গ কিলোমিটার। |
৩। রাজশাহী | ১৮,১৫৩.০৮ বর্গ কিলোমিটার। |
৪। খুলনা | ২২,২৮৪.২২ বর্গ কিলোমিটার। |
৫। সিলেট | ১২,৬৩৫.২২ বর্গ কিলোমিটার। |
৬। বরিশাল | ১৩,২২৫.২০ বর্গ কিলোমিটার। |
৭। রংপুর | ১৬,১৮৪.৯৯ বর্গ কিলোমিটার। |
৮। ময়মনসিংহ | ১০,৫৫২ বর্গ কিলোমিটার। |
এতক্ষণে আপনি জেনে গেছেন বাংলাদেশের বিভাগ কয়টি। প্রস্তাবিত বিভাগ কয়টি ও কি কি। এবং একেকটি বিভাগের আয়তন কত ইত্যাদি। সম্পূর্ন পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পোস্টটি ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।