বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে ও বাংলায় বলার উপায়

by Arif Rabbani Hasan
বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে ও বাংলায়

প্রিয় ভিজিটর, আপনি কি বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে এবং বাংলায় বলতে পারেন? এই ১০ টি বাক্য আপনার যেকোনো সময় কাজে লাগতে পারে। কারন বাক্যগুলো বলতে পারলে আপনাকে সবাই গুরুত্ব দিবে। তাছাড়া বাক্যগুলো জানলে বিভিন্ন পরীক্ষায় বা চাকরির ভাইভা বোর্ডে আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী। ফলে পূরন হবে আপনার চাকরি লাভের দোয়া

চলুন তাহলে জেনে নেওয়া যাক অত্যন্ত সহজ বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে ।

বাংলাদেশকে বলা হয় তেরোশত নদীর দেশ – Bangladesh is called the land of thirteen hundred rivers.

বাংলাদেশের জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মধ্যে লাল – The color of the national flag of Bangladesh is red in dark Green.

বৈচিত্র্যময় ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ – Bangladesh is a country of diverse six seasons.

সূর্য ওঠার পূর্বদেশ বাংলাদেশ – Bangladesh is the eastern part of the rising sun.

বাংলাদেশের প্রকৃতি সবুজে ঘেরা – The nature of Bangladesh is surrounded by greenery.

বাংলাদেশকে বলা হয় ধানের দেশ – Bangladesh is called the land of paddy.

বাংলাদেশকে বলা হয় গানের দেশ – Bangladesh is called the land of songs.

বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি অনেক সুন্দর – The rural nature of Bangladesh is very beautiful.

বাংলাদেশ হলো কবির দেশ – Bangladesh is the land of poets.

বাংলাদেশ হলো বীরের দেশ – Bangladesh is the land of heroes.

নিজের দেশ সম্পর্কে এই বাক্যগুলো যথাসম্ভব চেষ্টা করুন মুখস্ত করার। তারপর চর্চা করুন নিজে নিজে। তারপর আপনার কাছের বন্ধুবান্ধব এবং নিকট আত্বীয়দের মাঝে একজন কে নির্বাচন করুন। এবার তার সাথে এই বাক্য গুলো দিয়ে বাংলাদেশ সম্পর্কে কথা বলুন৷ কয়েকবার এই কাজ টি করলে সবগুলো বাক্য সঠিক ভাবে বলতে পারবেন। এবার আপনি ভাইভা বা পরিক্ষার জন্য প্রস্তুত। আল্লাহর উপর ভরসা রাখুন।

আশা করি নিজের দেশ সম্পর্কে কিছু বাক্য শিখে রাখলে যথেষ্ট উপকারে আসবে। সব গুলো বাক্য মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এধরনের কার্যকরী আরটিক্যাল পড়তে নিয়মিত বিজিট করুন Techtodayz কে।

আরো জানুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

আরো জানুনঃ ইংরেজি শেখার সহজ উপায়

আরো জানুনঃ কম দামে ভালো ভিভো মোবাইল

আরো জানুনঃ সেরা ৫ টি টেকনো মোবাইল

You may also like

Leave a Comment