আমাদের পরিচয়, আমরা বাঙালি। কিন্তু বাঙালি হয়েও বাংলা মাসের নাম জানিনা অনেকেই। কেও জিজ্ঞেস করলে বলতে পারিনা। তাই আজ আমরা জানবো বাংলা 12 মাসের নাম। শিখবো বারো মাসের নামের সঠিক বানান। জানবো কোন মাসে কোন ঋতু আসে ইত্যাদি।
চলুন তাহলে এখনি জেনে নিই, বাংলা 12 মাসের নাম।
বাংলা বারো মাসের নাম | ইংরেজি মাস | কাল/ঋতু |
---|---|---|
বৈশাখ | এপ্রিল-মে | গ্রীষ্ম |
জ্যৈষ্ঠ | মে-জুন | ” |
আষাঢ় | জুন-জুলাই | বর্ষা |
শ্রাবণ | জুলাই-আগস্ট | ” |
ভাদ্র | আগস্ট-সেপ্টেম্বর | শরৎ |
আশ্বিন | সেপ্টেম্বর-অক্টোবর | ” |
কার্তিক | অক্টোবর-নভেম্বর | হেমন্ত |
অগ্রহায়ণ | নভেম্বর-ডিসেম্বর | ” |
পৌষ | ডিসেম্বর-জানুয়ারি | শীত |
মাঘ | জানুয়ারি-ফেব্রুয়ারি | ” |
ফাল্গুন | ফেব্রুয়ারি-মার্চ | বসন্ত |
চৈত্র | মার্চ-এপ্রিল | “ |
বাংলা 12 মাসের নাম ইংরেজিতে । বাংলা বারো মাসের নাম ইংরেজিতে
- Boisakh
- Joishtho
- Ashar
- Srabon
- Vadro
- Ashwin
- Kartik
- Agrahyan
- Poush
- Magh
- Falgun
- Chaitra
বাংলা মাসগুলোতে ইংরেজি কি মাস থাকে
- বৈশাখ – এপ্রিল ও মে
- জ্যৈষ্ঠ – মে ও জুন
- আষাঢ় – জুন ও জুলাই
- শ্রাবণ – জুলাই ও আগস্ট
- ভাদ্র – আগস্ট ও সেপ্টেম্বর
- আশ্বিন – সেপ্টেম্বর ও অক্টোবর
- কার্তিক – অক্টোবর ও নভেম্বর
- অগ্রহায়ণ – নভেম্বর ও ডিসেম্বর
- পৌষ – ডিসেম্বর ও জানুয়ারি
- মাঘ – জানুয়ারি ও ফেব্রুয়ারিফাল্গুন – ফেব্রুয়ারি ও মার্চ
- চৈত্র – মার্চ ও এপ্রিল
ইংরেজি মাসগুলোতে বাংলা কি মাস থাকে
- জানুয়ারি ও ফেব্রুয়ারি – মাঘ
- ফেব্রুয়ারি ও মার্চ – ফাল্গুন
- মার্চ ও এপ্রিল – চৈত্র
- এপ্রিল ও মে – বৈশাখ
- মে ও জুন – জ্যৈষ্ঠ
- জুন ও জুলাই – আষাঢ়
- জুলাই ও আগস্ট – শ্রাবণ
- আগস্ট ও সেপ্টেম্বর – শ্রাবণ
- সেপ্টেম্বর ও অক্টোবর – আশ্বিন
- অক্টোবর ও নভেম্বর – কার্তিক
- নভেম্বর ও ডিসেম্বর – অগ্রহায়ণ
প্রিয় ভিজিটর, বাংলা 12 মাসের নাম সংক্রান্ত আজকের সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই পোস্টটি ভালো লাগলে আপনি আমাদের অন্যান্য পোস্ট গুলোও পড়ে দেখতে পারেন। আশা করি আমাদের প্রত্যেকটা পোস্ট আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনে যথেষ্ট কাজে আসবে।