আমরা যতই আধুনিক হই না কেন দিন শেষে আমাদেরকে ব্যবহার করতে হয় বিভিন্ন প্রাকৃতিক উপাদান। এসব উপাদান যুগ যুগ ধরে আমাদের অনেক উপকারে আসছে। এমনি একটি উপাদান হচ্ছে মুলতানি মাটি। এটি কোনো সাধারণ মাটি নায়। এই মাটির রয়েছে অসাধারণ গুন ক্ষমতা। তাই আজ আমরা জানবো মুলতানি মাটি কি? মুলতানি মাটির উপকারিতা, মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায়, মুলতানি মাটির দাম কত ইত্যাদি ব্যাপারে বিস্তারিত।
চলুন তাহলে জেনে নেওয়া যাক মুলতানি মাটির ব্যপারে বিস্তারিত।
মুলতানি মাটি কি
ইংরেজিতে মুলতানি মাটি ফুলারস নামে পরিচিত। এই মাটির প্রথম সন্ধান পাওয়া যায় ১৮ শতকে, পাকিস্তানের মুলতান শহরে। তখন থেকেই মেয়েরা ত্বককে ফর্সা করতে বা ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তোলতে এই মাটি ব্যবহার করছেন। আধুনিক মেয়েদের কাছেও মুলতানি মাটি ব্যাপকভাবে জনপ্রিয়।
রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার । মুলতানি মাটির উপকারিতা
আপনি জানেন কি, তাজমহল পরিষ্কার করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে মুলতানি মাটি। এজন্যই এই মাটিকে ব্লিচিং ক্লেও বলা হয়। ত্বকের জন্য মুলতানি মাটির উপকারিতা অসাধারন। এটি আপনার ত্বককে যা যা উপকার করবে।
- ত্বক থেকে অতিরিক্ত তেল বের করে দিবে।
- ত্বককে ব্রণ থেকে নিরাপদে রাখবে।
- ত্বককে কালো দাগ থেকে নিরাপদে রাখবে।
- ত্বককে করে তুলবে উজ্জ্বল, মসৃণ ও লাবন্যময়।
আপনার রুপচর্চায় চমৎকার ফলাফল দিতে পারে মুলতানি মাটি। মুলতানি মাটির উপকারিতা ও বিশেষ ৬ টি ব্যবহার উল্লেখ করা হলোঃ
১) মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায়
আপনার রুপ চর্চায় মুলতানি মাটি ও মধুর তৈরি ফেস প্যাক চমৎকার ফলাফল দিতে পারে। এই ফেস প্যাক ব্যবহারে আপনি পেতে পারেন উজ্জ্বল ও মশৃন ত্বক। এক্ষেত্রে প্রথমে আপনাকে ফেস প্যাক টি বানিয়ে নিতে হবে। ফেস প্যাকটি বানাতে আপনার যা যা লাগবেঃ
- এক টেবিল চামচ মধু
- ১ চা চামচ কাচা দুদ
- ১ চা চামচ লেবুর রস
- তিন টেবিল চা চামচ মুলতানি মাটি ইত্যাদি।
সবগুলো উপকরন একটি পাত্রে ভালো ভাবে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। তারপর ফেসপ্যাক টি আপনার হাতের তালুতে নিয়ে মুখের স্কিনে আলতোভাবে মাখুন। মাখার পর ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।
একই নিয়মে ফেস প্যাকটি নিয়মিত ব্যবহার করলে ফিরে আসবে আপনার মুখের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা। তাছাড়াও আপনার মুখ হয়ে উঠবে অনেক মশৃন।
২) মুখের তেলতেলে ভাব দূর
মুখে তেলতেলে ভাব অতি কমন একটি সমস্যা। আমাদের অনেকের মুখেই এ সমস্যাটি দেখা যায়।
আর এই সমস্যায় খুব ভালো কাজ করতে পারে মুলতানি মাটি। কারন Multani Mati তে রয়েছে বিশেষ কার্যকারী উপাদান। যা নিয়মিত ব্যবহার করলে তেলতেলে ভাব দূর হয়ে মুখে বজায় থাকে আদ্রতা।
সবচেয়ে ভাল ফলাফল পেতে গোলাপ জলে Multani mati মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর পেস্টটি নিয়মিত ব্যবহার করলে ভালো ফলাফল আসবে।
৩) Multani Mati দিয়ে ত্বকের দাগ দূর
মুখের ও ত্বকের দাগ দূরীকরণে মুলতানি মাটি অত্যন্ত কার্যকরী একটি উপাদান। কারন মুলতানি মাটিতে রয়েছে বিশেষ এক প্রাকৃতিক উপাদান। যা আপনার ত্বককে সহজেই করে তুলতে পারে দাগমূক্ত ও আকর্ষনীয়।
এক্ষেত্রে মুলতানি মাটির সাথে সামান্য পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। তারপর পেস্টটি আপনার মুখের বা ত্বকের দাগ যুক্ত স্থানে লাগিয়ে নিন। তারপর তা শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেস্টটি নিয়মিত ব্যবহার করলে আস্তে আস্তে দাগ মিলাতে শুরু করবে ইনশাআল্লাহ।
সবচেয়ে ভালো ফলাফল পেতে আপনি ব্যবহার করতে পারেন Multani Mati/Mitti এর সাথে টমেটোর রস ও চন্দন কাঠের গুড়োর তৈরি পেস্ট। পেস্টটি আপনি যেভাবে তৈরি করবেন:
- প্রথমে সব গুলো উপকরন একটি পাত্রে নিন। উপকরন গুলো হচ্ছে এক টেবিল চামচ চন্দন কাঠ, ২ টেবিল চামচ টমেটো রস, ২ টেবিল চামচ মুলতানি মাটি এবং ১/২ চা চামচ কাচা হলুদ বাটা।
- তারপর পাত্রটিতে সবগুলো উপকরন এক সাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
- তারপর পেস্টটি হাতের আঙ্গুলে নিয়ে মুখে বা ত্বকের দাগ যুক্ত স্থানে আলতো ভাবে লাগান। এভাবে ১০ মিনিট রাখার পর সামান্য কুসুম গরম পানি দিয়ে স্থানটি ধুয়ে ফেলুন।
অনেকের ত্বক খুব বেশি সেনসিটিভ হওয়ার কারণে টমেটোর রস সহ্য করতে পারেনা। এজন্যই এটি ব্যবহার করার পূর্বে হাতের কব্জিতে কিছুটা টমেটোর রস লাগিয়ে পরিক্ষা করুন আপনার ত্বক টমেটোর সহ্য করতে পারে কিনা।
আপনার ত্বকে সমস্যা দেখা দিলে টমেটোর রস বাদ দিয়ে শুধু কাচা হলুদ ও চন্দন কাঠ মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন। এই ফেস প্যাক টিও একই উপকারে আসবে।
৪) মসৃণ ত্বকের জন্য মুলতানি মাটি, বাদাম ও দুধ।
আপনি কি পেতে চান একটি মশৃন ও লাবন্যময়
এমনিতেই মুলতানি মাটি আপনার ফেস বা স্কিনের জন্য যথেষ্ট কার্যকর। তার উপর এর সাথে দুধ ও বাদাম সংযোগ করলে এর কার্যকারীতা কতটুকু বাড়তে পারে ভাবতে পারেন?
আপনি যদি মুলতানি মাটির সাথে বাদাম ও দুধ মিশিয়ে মিশ্রন তৈরি করেন। আর মিশ্রনটি নিয়মিত আপানর ফেসে বা ত্বকে ব্যবহার করেন। তাহলে আপনি পেয়ে যাবেন আরও মসৃণ, কোমল ও লাবন্যময় ত্বক। এক্ষেত্রে আপনাকে যা যা করতে হবেঃ
- প্রথমে সব গুলো উপকরন একটি পাত্রে নিন। উপকরণ গুলো হচ্ছে এক টেবিল চামচ বাদাম গুড়ো, এক টেবিল চামচ কাচা দুধ, ছোট কাপে এক কাপ Multani Mati ইত্যাদি।
- উপকরণ গুলো একত্রিত করে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। তারপর পেস্টটি এক-দুই মিনিট রেখে দিন।
- এবার আপনার মুখ পরিষ্কার করে শুকিয়ে নিন। তারপর শুকনো মুখে ক্রিমের মতো করে পেস্টটি লাগান।
- মুখ পরিষ্কার হয়ে গেলে স্পঞ্জের সাহায্যে তুলে ফেলুন ও ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আপনি যদি পেতে চান স্থায়ী ফলাফল, তাহলে পেষ্টটি ব্যবহার করুন সপ্তাহে দুইবার।
৫) Multani Mati দিয়ে শুষ্ক ত্বকের চিকিৎসা
আপনার মুখ কি অনেক শুষ্ক ও তেলহীন? শীতকালে মুখের স্কিন ফেটে যায়?
আপনার উত্তর যদি হয় হ্যা, তাহলে আপনার জন্য রয়েছে চন্দন কাঠের গুঁড়া, কাচা দুধ এবং Multani mitti দিয়ে তৈরি ফেস প্যাক। যা ব্যবহারে আপনার মুখের শুষ্ক ভাব দূর হবে আর আপনি পাবেন একটি মসৃণ ত্বক।
তাছাড়া পেঁপের ব্যাপারেও আপনি হয়তো কম-বেশি জানেন। মুখের উজ্জ্বলতা বাড়াতে পেঁপে একটি চমৎকার প্রাকৃতিক উপাদান।
আপনি যদি Multani mitti -এর সাথে পেঁপে মিশিয়ে পেস্ট বানিয়ে তা আপনার মুখে ব্যবহার করতে পারেন তাহলে আপনার মুখ হয়ে উঠবে আরও উজ্জ্বল এবং লাবন্যময়।
তবে আপনি যদি হাতের কাছে পেঁপে না পান, তাহলে মুলতানি মাটি র সাথে মিশাতে পারেন ডিমের সাদা অংশ। এই মিশ্রন টিও আপনার ফেসের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।
৬) ব্রণ দূর করতে Multani Mati
আপনি কি ব্রণ নিয়ে চিন্তিত? দ্রুত ব্রণ ভালো করতে চান?
মুলতনি মাটি ব্যবহার করে ব্রণ ভালো করতে পারেন খুব সহজেই। এক্ষেত্রে আপনাকে গোলাপের পাপড়ির গুঁড়ার সাথে মুলতানি মাটি মিশিয়ে ফেস পাউডার বানাতে হবে। তারপর ফেস পাউডারটি ফেসের স্কিনে নিয়মিত এপ্লাই করতে হবে।
এভাবে আপনি খুব শিগ্রই মুক্তি পেতে পারেন ব্রণের যন্ত্রনা থেকে।
কোথায় আসল মুলতানি মাটি পাওয়া যায়?
আমরা তো এতোক্ষনে জেনেছি মুলতানি মাটি সবচেয়ে বেশি পাওয়া যায় পাকিস্তানে। বাংলাদেশে যেহেতু এই মাটি তেমন ভাবে পাওয়া যায় না, তাছাড়াও এর বাজার চাহিদাও যেহেতু অনেক, তাই অসাধু ব্যবসায়িরা বিভিন্ন রাসায়নিক মিশিয়ে নকল বা ভুয়া মুলতানি মাটি বিক্রি করে থাকে।
এজন্যই যেকোনো দোকান থেকে মুলতানি মাটি কিনে প্রতারিত হবেন না। চেষ্টা করবেন বিশ্বাসযোগ্য কসমেটিক্স বিক্রেতার দোকান বা শপ থেকে কেনার।
তাছাড়াও মৌচাক মার্কেটের দ্বিতীয় তলায় কসমেটিক্স এর দোকানগুলোতে কিনতে পারবেন মুলতানি মাটি।
মুলতানি মাটির দাম
আপনি কোন প্রকারের কি পরিমান মুলতানি মাটি কিনবেন তার উপর নির্ভর করবে এই মাটির দাম।
আপনি হয়তো এটি জেনে হাসবেন যে আমাদের দেশীয় বাজারে ফেসপ্যাক হিসেবে বিক্রি হয় এই মুলতানি মাটি। প্রতি প্যাকেট পাইকারি মুলতানি মাটির দাম ৩৫-৪০ টাকা এবং খুচরা মুলতানি মাটির দাম দাম ৭০-৯০ টাকা হয়ে থাকে। প্রতি প্যাকেটে থাকে ২০০-২৫০ গ্রাম মাটি।
প্রিয় ভিজিটর কেমন লাগলো মুলতানি মাটি সংক্রান্ত আমাদের আজকের আর্টিকেল? মুলতানি মাটির উপকারিতা কেমন? অথবা মুলতানি মাটির দাম কত? আশা করছি এসকল ব্যপারে আপনার একটা স্পষ্ট ধারণা হয়েছে। সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।