রকেটে টাকা দেখার নিয়ম | Rocket balance check code

by Arif Rabbani Hasan
রকেট বা ডাচ বাংলা একাউন্ট চেক করার কোড অথবা নাম্বার

Rocket Code | রকেট একাউন্ট চেক করার কোড : প্রিয় ভিজিটর, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো রকেট মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে। আপনারা যারা রকেট একাউন্ট এর নতুন বা পুরাতন গ্রাহক রয়েছেন, তাদের সবার জন্য এই পোস্টটি উপকারে আসবে। কেননা এই পোস্টে আমরা দেখাবো সবচেয়ে সহজে রকেট একাউন্ট দেখার নিয়ম বা রকেটে টাকা দেখার নিয়ম

রকেট একাউন্ট চেক করার কোড ( Rocket Code )

রকেট একাউন্ট চেক  করার কোড বা ডাচ বাংলা কোড টি হচ্ছে *322#। অর্থাৎ প্রথমে আপনাকে এই কোডটি ডায়াল করতে হবে। আর এই কোডটি ডায়াল করার সাথে সাথে আপনার সামনে রকেট একাউন্টের main-menu প্রদর্শিত হবে।

  1. বিল পে
  2. সেন্ড মানি
  3. টপ আপ
  4. ব্যালেন্স একাউন্ট
  5. মাই অ্যাকাউন্ট
  6. রেমিট্যান্স
  7. ক্যাশ আউট
  8. মার্চেন্ট পে
  9. টুল কার্ড
  10. লগ আউট

এটি হচ্ছে রকেট একাউন্ট এর মেইন মেনু। এখান থেকে আপনার প্রয়োজন মত যে কোন অপশন সিলেক্ট করতে পারবেন। লক্ষ্য করুন 5 নাম্বার অপশনটি হচ্ছে মাই অ্যাকাউন্ট। আর রকেট একাউন্টের ব্যালেন্স চেক করতে মাই একাউন্ট অপশনটিই প্রয়োজন। এজন্য আপনি 5 লিখে সেন্ড বাটনে ক্লিক করবেন

এরপর আপনার সামনে নতুন আরো একটি পেজ চলে আসবে। এই পেজ এও অনেকগুলো অপশন প্রদর্শিত হবে। এখান থেকে আপনাকে 1 নাম্বার অপশন সিলেক্ট করতে হবে। তাই 1 লিখে পুনরায় সেন্ড করবেন।

এরপর আপনার সামনে নতুন আরো একটি পেজ চলে আসবে। এই পেইজ টি হলো আপনার রকেট একাউন্টের পিন নাম্বার গ্রহনের পেজ। এখানে আপনি আপনার রকেট একাউন্ট এর পিন নাম্বারটি দিয়ে সেন্ড করবেন

সঠিক পিন নাম্বারটি দিয়ে যখনই আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন তখনই আপনার রকেট একাউন্টের ব্যালেন্স প্রদর্শিত হবে।

আশাকরছি এতোক্ষনে আপনি রকেট একাউন্ট বেলেন্স দেখতে সক্ষম হয়েছেন। তবে এ পদ্ধতিতে কোন কারনে বেলেন্স দেখতে না পারলে চেষ্টা করুন এপ্স এর মাধ্যমে।

আরো জানুনঃ রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট চেক এপস এর মাধ্যমে

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট বা রকেট একাউন্ট দেখার নিয়ম

এখন আমি আপনার সুবিধার্থে শেয়ার করবো এপস এর মাধ্যমে রকেট একাউন্ট চেক করার নিয়ম বা পদ্ধতি। অ্যাপসের মাধ্যমে রকেট একাউন্ট চেক করার পদ্ধতি অত্যন্ত সহজ হওয়ায় এখনি আপনি এটি করতে পারবেন।

আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ও আইওএস– উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করতে পারবেন রকেট অ্যাপ।

রকেট অ্যাপ ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুনঃ

অথবা আপনার এন্ড্রয়েড ফোনে থাকা প্লে স্টোর বা আইওএস ফোনে থাকা এপ-স্টোর এ গিয়েও ডাউনলোড করে নিতে পারেন রকেট অ্যাপ। এক্ষেত্রে আপনাকে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করতে হবে Roket App লিখে।

সার্চ লিস্টের প্রথমেই যে অ্যাপসটি আসবে সেটি হচ্ছে রকেটের নিজস্ব বা অফিশিয়াল অ্যাপ। সেই অ্যাপসটি ডাউনলোড করে আপনার স্মার্টফোনে ইন্সটল করে নেবেন।

অ্যাপস টি সফল ভাবে ইন্সটল সম্পন্ন হলে সেটিতে প্রবেশ করুন। ইন্টারনেট কানেকশন নিয়ে প্রথমবার অ্যাপসে প্রবেশ মাত্রই আপনার সামনে একটি পেজ প্রদর্শিত হবে। লক্ষ্য করুন পেজটিতে দুটি খালি ফিল্ড এবং একটি লগইন বাটন রয়েছে।

খালি ফিল দুটির প্রথমটি হচ্ছে একাউন্ট এর মোবাইল নাম্বারের ফিল্ড আর অপরটি হচ্ছে পিন নাম্বারের ফিল্ড। এজন্য প্রথম টিতে আপনি যে মোবাইল নাম্বারের রকেট একাউন্ট খুলেছেন সেই নম্বরটি প্রদান করুন আর অপর টিতে আপনার রকেট একাউন্টের সঠিক পিন নাম্বারটি প্রদান করুন। তারপর প্রেস করুন লগইন বাটনে

আপনার রকেট একাউন্টে থাকা মোবাইল নাম্বার ও পিন নাম্বারটি সঠিক হলে আপনি সফলভাবে একাউন্টে লগইন করতে পারবেন। আর লগইন করার পরেই আপনার সামনে অনেকগুলো অপশন নিয়ে রকেট এপস এর হোমপেজ টি প্রদর্শিত হবে।

হোমপেজ এর প্রত্যেকটি অপশন হচ্ছে রকেট এর একেক টি সার্ভিস বা সেবা ৷ এখান থেকে আপনি যেকোনো ডিজিটাল সেবা গ্রহন করতে পারবেন। তবে রকেট একাউন্ট বেলেন্স চেক করার জন্য tap for balance এ লেখার উপর ক্লিক করুন । এই লেখার উপর ক্লিক করলেই আপনি আপনার রকেট একাউন্টে কত টাকা রয়েছে সেটি দেখতে পারবেন

আশা করছি Rocket Code বা রকেট একাউন্ট চেক করার কোড সংক্রান্ত আজকের আরটিক্যাল টি আপনার যথেষ্ট উপকারে এসেছে। এতোক্ষন যাবত পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আরো জানুনঃ উপায় একাউন্ট খোলার নিয়ম

আরো জানুনঃ রকেট একাউন্ট খোলার নিয়ম

এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে এ রকেট একাউন্ট দেখার নিয়ম নিয়ে পরিষ্কার ধারণা পাবেন এবং নিজে নিজেই কাজটি করতে পারবেন।

আপনার সুবিধার্থে রকেট একাউন্ট দেখার নিয়ম বা পদ্ধতি দুইভাবে উল্লেখ করছি।

  1. রকেটে টাকা দেখার নিয়ম রকেট কোড বা ডাচ বাংলা কোড ডায়াল করে।
  2. রকেটে টাকা দেখার নিয়ম রকেটের নিজস্ব অ্যাপস রয়েছে সেই এপ্স এর মাধ্যমে।

You may also like

Leave a Comment