শাওমি রেডমি ফোনের দাম ২০২২
আপনি কি নতুন ফোন কেনার আগে জানতে চাচ্ছেন, লেটেস্ট সব রেডমি ফোনের দাম ও বিবরন? স্বাগতম আপনাকে শাওমি রেডমি ফোনের দাম ও বিবরন সংক্রান্ত আজকের আরটিক্যালে। বর্তমান সময়ে শাওমি ব্রান্ডের ফোন গুলো আমাদের দেশে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এই ব্যান্ডটি এমন জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে যুগোপযোগী ডিজাইন, অসাধারণ স্পেসিফিকেশন, দীর্ঘদিন স্থায়ীত্বতা এবং সাশ্রয়ী দাম।
তাই আজ আমরা জানবো সকল লেটেস্ট শাওমি রেডমি মোবাইলের দাম ও বিবরন সম্পর্কে বিস্তারিত।
চলুন তাহলে জেনে নেওয়া যাক সকল রেডমি ফোনের দাম ও বিবরন সম্পর্কে বিস্তারিত।
শাওমি রেডমি নোট ১১ – Redmi Note 11 Price in Bangladesh
বাংলাদেশের স্মার্টফোন জগতের সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ হলো রেডমি সিরিজ। আর এই সিরিজের সর্বশেষ ফোনটি হচ্ছে রেডমি নোট ১১। বর্তমান বাজারে ২০ হাজার টাকা বাজেটের অন্যান্য ফোন গুলোর মধ্যে এটি একটি পারফেক্ট ফোন। কারণ এটি তে থাকছে “কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর” এর সাথে “90 হার্জ এমোলেড ডিসপ্লে”। তাছাড়াও মানানসই র্যাম, রোম এর সাথে ভালো মানের ক্যামেরা তো রয়েছেই। সব মিলিয়ে যেকোনো ধরনের ব্যবহারকারীর কাছেই এই ফোনটি হতে পারে একটি পছন্দের ফোন।
শাওমি রেডমি নোট ১১ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
- র্যামঃ ৪জিবি / ৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি নোট ১১ রেডমি এর দামঃ
- ৪জিবি ৬৪জিবি ১৮,৯৯৯টাকা
- ৪জিবি ১২৮জিবি ১৯,৯৯৯টাকা
- ৬জিবি ১২৮জিবি ২১,৯৯৯টাকা
শাওমি রেডমি নোট ১১এস – Redmi Note 11S Price in Bangladesh
এই সময়ের তুমুল জনপ্রিয় একটি ফোন হচ্ছে শাওমি রেডমি নোট ১১এস। এই ফোনটি হচ্ছে রেডমি নোট ১১ এর আপগ্রেডেড ভার্সন। এর প্রসেসর থেকে শুরু করে ক্যামেরা সব কিছুই যেন অসাধারণ। কারন এটিতে পাচ্ছেন শক্তিশালী প্রসেসর “হেলিও জি৯৬”। ফলে ফোনটি থেকে পাওয়া যাবে দারূন ইউজার এক্সপেরিএন্স। তাছাড়াও এর 108 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ যে কাউকে মুগ্ধ করবে সহজেই। সব মিলিয়ে শাওমি মোবাইল দাম বাংলাদেশ তালিকায় এই ফোনটি রয়েছে শীর্ষ অবস্থানে।
শাওমি রেডমি নোট ১১এস রেডমি এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৬
- র্যামঃ ৬জিবি / ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি নোট ১১এস রেডমি এর দামঃ
- ৬জিবি ১২৮জিবি ২৭,৯৯৯টাকা
- ৮জিবি ১২৮জিবি ২৯,৯৯৯টাকা
শাওমি ১২ প্রো – Xiaomi 12 Pro Price in Bangladesh
আপনি কি একটি দামি ফোন খোজছেন? শাওমি ১২ প্রো হচ্ছে শাওমির সবচেয়ে বড়লোকী ফোন৷ এই ফোনটির বর্তমান প্রাইস লাখ টাকার উপরে। কেবল দামেই না মানেও ফোনটি এগিয়ে থাকবে অনেকটাই। কি নেই এই ফোনটিতে! এই ফোনটিতে পাচ্ছেন সময়ের সবচেয়ে লেটেস্ট প্রসেসর “কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১”। ফোনটির ক্যামেরা তেও থাকছে না কোনো কমতি। কারন এটিতে থাকছে 50 মেগাপিক্সেল এর চমৎকার ট্রিপল ক্যামেরা সেটাপ। সবমিলিয়ে শাওমি মোবাইল দাম বাংলাদেশ ২০২২ তালিকায় এই ফোনটি রয়েছে শক্ত অবস্থানে।
শাওমি ১২ প্রো এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৭৩ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১
- র্যামঃ ৮জিবি / ১২জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি / ২৫৬জিবি
- ব্যাটারিঃ ৪৬০০মিলিএম্প
শাওমি ১২ প্রো এর দামঃ
- ৮জিবি ১২৮জিবি ৯৯,৯৯৯টাকা
- ১২জিবি ২৫৬জিবি ১০৯,৯৯৯টাকা
শাওমি ১১আই হাইপারচার্জ – Xioami 11i Hypercharge Price in Bangladesh
আপনার যদি প্রয়োজন থাকে একটি মাথানষ্ট ফাস্ট চার্জিং ফোন তাহলে আপনার জন্য রয়েছে শাওমি ১১আই হাইপারচার্জ। কারণ এই ফোনটিতে পাচ্ছেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। তবে ফোনটি কেবল চার্জিং এর জন্যই এগিয়ে থাকছে না, এটিতে আরো থাকছে শক্তিশালী একটি প্রসেসর। ফলে ফোনটি থেকে যেকোনো ধরনের ব্যবহারকারীই পাবে অসাধারণ ইউজিং এক্সপেরিয়েন্স। তাছাড়াও এর 108 মেগাপিক্সেল এর চমৎকার ট্রিপল ক্যামেরা সেটআপ তো রয়েছেই।
শাওমি রেডমি এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
- ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি
- র্যামঃ ৬জিবি / ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প
শাওমি রেডমি এর দামঃ
- ৬জিবি ১২৮জিবি ৩৯,৯৯৯টাকা
- ৮জিবি ১২৮জিবি ৪২,৯৯৯টাকা
শাওমি ১১টি – Xiaomi 11T Price in Bangladesh
শাওমি ব্র্যান্ড এর প্রিমিয়াম বাজেট রেঞ্জ এর আরও একটি আকর্ষনীয় ফোন হচ্ছে শাওমি ১১টি। ফোনটিকে আকর্ষনীয় বলার পেছনে রয়েছে যথেষ্ট কারন। প্রথম কারনটি হচ্ছে এর শক্তিশালী প্রসেসর। কারন ফোনটির “মিডিয়াটেক ১২০০ ৫জি প্রসেসর” সকল ইউজারদের দিতে পারে অসাধারণ পারফরম্যান্স। ক্যামেরা প্রেমীদের জন্যও ফোনটি হতে পারে একটি ভালো অপশন। কারন ফোনটিতে থাকছে ১০৮ মেগাপিক্সেল এর কার্যকারী ত্রিপল ক্যামেরা সেটাপ।
শাওমি ১১টি এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ৫জি
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি / ১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি ১১টি রেডমি এর দামঃ
- ৮জিবি ১২৮জিবি ৪৯,৯৯৯টাকা
- ৮জিবি ২৫৬জিবি ৫৩,৯৯৯টাকা
শাওমি রেডমি ১০এ – Redmi 10A Price in Bangladesh
শাওমি রেডমি ১০এ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
- র্যামঃ ২জিবি / ৪জিবি
- স্টোরেজঃ ৩২জিবি / ৬৪জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি ১০এ এর দামঃ
- ২জিবি ৩২জিবি ৯,৯৯৯টাকা
- ৪জিবি ৬৪জিবি ১১,৯৯৯টাকা
শাওমি রেডমি ১০সি – Redmi 10C Price in Bangladesh
শাওমি রেডমি এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৭১ইঞ্চি
- ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৮০
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি ১০সি এর দামঃ
- ৪জিবি ৬৪জিবি ১২,৯৯৯টাকা
- ৪জিবি ১২৮জিবি ১৩,৯৯৯টাকা
শাওমি রেডমি ৯এ ফোনের স্পেসিফিকেশন ও বাংলাদেশ দাম – Xiaomi Redmi 9A Specification and Price In Bangladesh
শাওমি রেডমি ৯এ, এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি আসা সব থেকে কম দামি ফোন।
কম দামি হলেও সাধারণ ব্যবহারের জন্য এটি একটি আদর্শ ফোন।
আপনার চাহিদা যদি হয় একটি বিশাল ব্যাটারি এবং সুন্দর ক্যামেরা তাহলে এই ফোন আপনার চাহিদা সুন্দরভাবেই পূরণ করতে সক্ষম হবে।
কিন্তু আপনি যদি মাল্টিটাস্কিং করেন অর্থাৎ অনেক কাজ একসাথে করেন তাহলে এটি আপনার জন্য উপযোগী নয়।
শাওমি রেডমি ৯এ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
- র্যামঃ ২জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি ৯এ ফোনের এর দাম ৯,৯৯৯টাকা
শাওমি রেডমি ৯ স্পেসিফিকেশন ও বাংলাদেশ দাম – Xiaomi Redmi 9 Specification and Price In Bangladesh
আপনার বাজেট যদি হয় 15000 টাকা এবং আপনি যদি ক্যামেরা এবং ডিসপ্লের দিকে নজর দিয়ে একটি ফোন কিনতে চান তাহলে রেডমি ৯ আপনার জন্য একটি ভালো পছন্দ হতে পারে।
কম দামে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং কোয়াড ক্যামেরা সেটাপ ফোনটি অনবদ্য প্রোডাক্ট হওয়ার কারন।
সাধারণ ব্যবহার থেকে শুরু করে ছোটখাটো গেমিংও সামলাতে সক্ষম হবে রেডমি ৯।
শাওমি রেডমি ৯ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল মেইন শ্যুটার+ ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড + ৫মেগাপিক্সেল ম্যাক্রো + ২মেগাপিক্সেল ডেপথ
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
- র্যামঃ ৩জিবি/৪জিবি
- স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
- ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
শাওমি রেডমি ৯ ফোনের এর দাম
- ৩জিবি র্যাম + ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৩,৯৯৯টাকা
- ৪জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৪,৯৯৯টাকা
শাওমি রেডমি ৯ ডোয়াল ক্যামেরা স্পেসিফিকেশন ও বাংলাদেশ দাম – Xiaomi Redmi 9 Dual Camera Specification and Price In Bangladesh
রেডমি নাইন ডুয়াল ক্যামেরা ফোনটিকে রেডমি 9 এর মিনিপ্যাক বলা চলে। এই ফোনটিকে মিনিপ্যাক বলার যথেষ্ট কারণ রয়েছে।
ফোনটিতে যেমন ক্যামেরায় পরিবর্তন এসেছে তেমনি পরিবর্তন এসেছে চিপসেটেও।
মিডিয়াটেক এর হেলিও g35 হওয়ায় সাধারণ ব্যবহারের জন্যই ফোনটি প্রযোজ্য।
আপনার যদি টার্গেট হয় গেইমিং বা ফটোগ্রাফি তাহলে আপনার জন্য আমার রেকমান্ডেশন থাকবে একটু বেশি বাজেটের তালিকার অন্যান্য ফোন গুলো।
একটু মনোযোগ দিয়ে অন্যান্য ফোন গুলো খেয়াল করুন। আশা করি আপনার জন্য পারফেক্ট ফোনটি আপনি খুজে পাবেন।
শাওমি রেডমি ৯ ডোয়াল ক্যামেরা এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি ৯ ডোয়াল ক্যামেরা ফোনের এর দাম
- ৪জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১২,৯৯৯টাকা
- ৪জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৪,৪৯৯টাকা
শাওমি রেডমি ৯ পাওয়ার স্পেসিফিকেশন ও বাংলাদেশ দাম – Xiaomi Redmi 9 Power Specification and Price In Bangladesh
আপনি যদি এমন একটি ফোন খোজেন যেটা আপনাকে চার্জ এর ব্যাপারে পরিপূর্ন নিশ্চয়তা দিবে তাহলে রেডমি নাইন পাওয়ার আপনার জন্য ভালো পছন্দ হবে।
এই ফোনটিতে রয়েছে 6000 মিলি এম্পিয়ার এর বিশাল ব্যাটারি আর এজন্যই এর নামকরণ হয়েছে পাওয়ার।
কেবল ব্যাটারিই না এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন এর 662 প্রসেসর যা নিঃসন্দেহে আপনার প্রতিদিনের প্রায় সকল কাজকের্ম ভালো পারফরম্যান্স করবে।
আপনার বাজেট 16000 টাকার হলে ফোনটি আপনি দেখতে পারেন।
শাওমি রেডমি ৯ ডোয়াল ক্যামেরা এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ল্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২
- র্যামঃ ৪জিবি/ ৬ জিবি
- স্টোরেজঃ ৬৫জিবি/১২৮জিবি
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
শাওমি রেডমি ৯ পাওয়ার ফোনের এর দামঃ
- ৪জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৫,৯৯৯টাকা
- ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৮,৯৯৯টাকা
শাওমি রেডমি নোট ৮ ২০২১ স্পেসিফিকেশন ও বাংলাদেশ দাম – Xiaomi Redmi Note 8 2021 Specification and Price In Bangladesh
প্রত্যেকটি ব্রেন্ড এর সবচেয়ে জনপ্রিয় এবং সফল একটি সিরিজ থাকে। রেডমি নোট সিরিজটি হলো শাওমির সবথেকে জনপ্রিয় সিরিজ। রেডমি ফোনের দাম সংক্রান্ত এই আরটিক্যালেই আমরা জানবো রেডমি নোট সিরিজ এর ফোন গুলো সম্পর্কে বিস্তারিত।
এই সিরিজটির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই বাংলাদে্শে ২০২১ এ অফিসিয়ালি আসে রেডমি নোট ৮ এর ২০২১ সংস্করণ।
২০২১ এর সংস্করন এবং তার আগের সংস্করণ এর মাঝে মুল পার্থক্য হচ্ছে এর প্রসেসরে।
তাছাড়া ফোনটি অসাধারণ হওয়ার অনেকগুলো কারনের মাঝে দুটি কারন হচ্ছে এর অসাধারন ডিজাইন এবং কোয়াড ক্যামেরা সেটাপ।
শাওমি রেডমি নোট ৮ ২০২১ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৩ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প
শাওমি রেডমি নোট ৮ ২০২১ এর দামঃ
- ৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৭,৯৯৯টাকা
শাওমি রেডমি ১০ স্পেসিফিকেশন ও বাংলাদেশ দাম – Xiaomi Redmi 10 Specification and Price In Bangladesh
দেশের বাজারে শাওমি তাদের রেডমি ১০ ফোন টি আনে রেডমি ৯ এর সাফল্যের ধারাবাহিকতায়।
আপনি যদি প্রিমিয়াম ডিজাইন এর একটি স্মার্ট ফোন চান তাহলে আপনার জন্য বেস্ট হবে রেডমি ১০ ফোনটি।
এর ডিজাইন যেকোনো ব্যাবহারকারীর নজর কাড়বে।
নোট ১০ ফোনটি আকর্ষনীয় হওয়ার আরও কারন হচ্ছে এর ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৯০ হার্জ রিফ্রেশ রেট যুক্ত ডিস্পে।
তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলেছেন শাওমি তাদের এই ফোন টির দাম বেশি নির্ধারন করে ফেলেছে।
অন্যান্য ফোন গুলোর তুলনায় এই ফোনটির দাম বেশি মনে হলে কমেন্ট করে জানাতে পারেন আপনিও।
শাওমি রেডমি ১০ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৮
- র্যামঃ ৪জিবি/৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি ১০ এর দামঃ
- ৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৮,৯৯৯টাকা
- ৬জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২০,৯৯৯টাকা
শাওমি রেডমি নোট ৯ স্পেসিফিকেশন ও বাংলাদেশ দাম – Xiaomi Redmi Note 9 Specification and Price In Bangladesh
আজকের রেডমি ফোনের দাম সংক্রান্ত এই আরটিক্যাল এ আপনারা দেখেছেন শাওমি রেডমি নোট 8 সম্পর্কে।
শাওমি রেডমি নোট ৮ এর দামের সাথে আর এক হাজার টাকা এড করলেই পেয়ে যাবেন শাওমি নোট 9।
ডিজাইনের দিক থেকে শাওমি নোট ৮ এর থেকে শাওমি নোট ৯ অনেকটা এগিয়ে থাকবে।
এটাতে পাবেন একটি প্রিমিয়াম ডিজাইন।
যা আপনার ভালো লাগার কারন হবে।
প্রয়োজন অনুযায়ী এটিতে থাকছে রেডমি নোট 8 এর তুলনায় তুলনামূলক বেশি র্যাম এবং স্টোরেজ।
শাওমি রেডমি নোট ৯ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- র্যামঃ ৪জিবি/৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
শাওমি রেডমি ৯ এর দামঃ
- ৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৮,৯৯৯টাকা
- ৪জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৯,৯৯৯টাকা
- ৬জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২১,৯৯৯টাকা
শাওমি রেডমি নোট ৯ প্রো স্পেসিফিকেশন ও বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi Note 9 pro Specification and Price In Bangladesh
শাওমি তাদের প্রতিটি ফোনের প্রেমিয়াম ভার্শন হিসেবে লঞ্চ করে ওই ভার্সনের প্রো।
তেমনি রেডমি নোট 9 প্রো হচ্ছে রেডমি ৯ এর প্রিমিয়াম ভার্শন।
রেডমি নোট 9 এর তুলনায় রেডমি নোট 9 প্রো তে থাকছে অধিক কার্যকরী কোয়াড ক্যামেরা সেটআপ এবং অধিক শক্তিশালী চিপসেট।
যা আপনার ব্যবহারের অভিজ্ঞতা কে আরও উপভোগ্য করবে।
ছয় জিবি র্যামের এই রেডমি নোট নাইন প্রো এর ডিজাইন নিয়ে কথা না বললেই নয়।
এই ফোনটির ডিজাইন যেকোনো নামি দামি ফোনের ডিজাইন কেও হার মানাবে খুব সহজেই।
এই ফোনের আরও একটি ভার্সন আছে রেডমি নোট নাইন এস।
রেডমি নোট 9 এস এ প্রায় সেইম ফিচার থাকা সত্বেও দাম অদ্ভুতভাবে কিছুটা কম।
আরও জানুনঃ স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২১
শাওমি রেডমি নোট ৯ প্র এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি
- র্যামঃ ৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
শাওমি রেডমি নোট ৯ প্রো মোবাইলের দামঃ
- ৬জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৫,৯৯৯টাকা
- ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৭,৯৯৯টাকা
শাওমি রেডমি নোট ১০ স্পেসিফিকেশন ও বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi Note 10 Specification and Price In Bangladesh
শাওমি রেডমি নোট টেন সিরিজটি হলো রেডমি নোট লাইনআপের লেটেস্ট মেম্বার।
এই সিরিজের ফোন শাওমি রেডমি নোট ১০ এর অসাধারণ ডিজাইন আপনাকেসহ যেকোনো শৌখিন মানুষকে মুগ্ধ হতে বাধ্য করবে।
আপনার বাজেট যদি হয় ২০ হাজার টাকা তাহলে এই ফোনটি অনেকগুলো কারণে আপনার পছন্দের সেরা ফোন হতে পারে।
অনেকগুলো কারণের মধ্যে দুটি কারণ হচ্ছে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর এবং কোয়াড ক্যামেরা সেটাপ।
শাওমি রেডমি নোট ১০ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮
- র্যামঃ ৪জিবি/৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি নোট ১০ মোবাইলের দাম
- ৪জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৯,৯৯৯টাকা
- ৪জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২০,৯৯৯টাকা
- ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২২,৯৯৯টাকা
শাওমি রেডমি নোট ১০ প্রো স্পেসিফিকেশন ও বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi Note 10 pro Specification and Price In Bangladesh
রেডমি নোট ১০ প্রো ফোনটি হল রেডমি নোট ১০ এর প্রিমিয়াম ভার্শন।
মিডিয়াম বাজেটের মধ্যে যেকোনো কাজ চালিয়ে নেওয়ার মতো শক্তিশালী প্রসেসর, দৃষ্টিনন্দন ডিজাইন, ও ৬৪ মেগাপিক্সেল এর কোয়াড ক্যামেরা সেটাপ সহ আরো প্রয়োজনীয় অনেক ফিচারস থাকার কারণে ফোনটি অনেকের পছন্দের তালিকার সহজে জায়গা করে নিয়েছে।
শাওমি রেডমি নোট ১০ প্রো এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
- র্যামঃ ৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
শাওমি রেডমি নোট ১০ প্রো মোবাইলের দাম
- ৬জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৫,৯৯৯টাকা
- ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৬,৯৯৯টাকা
শাওমি রেডমি নোট ১০ এস স্পেসিফিকেশন ও বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi Note 10S Specification and Price In Bangladesh
মিডিয়াটেক প্রসেসর এর ব্যাপারে বর্তমান সময় অনেকেরই অনেক ধরনের আপত্তি থাকে।
তবে যাদের এই ব্যাপারটি নিয়ে কোন ধরনের আপত্তি নেই তারা নোট ১০ সিরিজের প্রায় সকল ফিচার সহ এই ফোন টি দেখে নিতেন পারেন।
ফোনটির প্রসেসর অর্থাৎ হেলিও জি৯৫ যথেষ্ট শক্তিশালী একটি প্রসেসর।
যেহেতু এটি রেডমি নোট ১০ সিরিজের ফোন তাই এর সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং কোয়াড ক্যামেরা সেটাপ স্বাভাবিকভাবেই থাকবে।
শাওমি রেডমি নোট ১০এস এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৫
- র্যামঃ ৪জিবি/৬জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি নোট ১০এস মোবাইলের দাম
- ৬জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২২,৯৯৯টাকা
- ৬জিবি র্যাম+ ১২৮জিবি স্টোরেজঃ ২৪,৯৯৯টাকা
শাওমি রেডমি নোট ১০ প্রো ম্যাক্স স্পেসিফিকেশন ও বাংলাদেশ প্রাইস – Xiaomi Redmi Note 10 Pro Max Specification and Price In Bangladesh
আপনার প্রয়োজন একটি অসাধারণ ক্যামেরা ফোন।
যার মাধ্যমে আপনি সবচেয়ে সুন্দর সুন্দর ছবি উঠাতে চান।
ওয়েল, শাওমি আপনাকে অফার করছে মাত্র 30 হাজার টাকায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন। ১০৮ মেগাপিক্সেল!
শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও শাওমি তা দিচ্ছে মাত্র ৩০ হাজার টাকায়।
ফোনটিতে প্রায় সব কিছু নোট টেন প্রো এর মত থাকলেও ক্যামেরার দিক থেকে এটিই এগিয়ে থাকবে।
তাছাড়াও এর অভার অন এক্সপেরিয়েন্স যথেষ্ট ভালো থাকবে।
শাওমি রেডমি নোট ১০ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
- র্যামঃ ৬জিবি/৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
শাওমি রেডমি নোট ১০ প্রো ম্যাক্স মোবাইলের দাম
- ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৮,৯৯৯টাকা
- ৮জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ৩০,৯৯৯টাকা
শাওমি মি ১১ লাইট স্পেসিফিকেশন ও বাংলাদেশ প্রাইস – Xiaomi Mi 11 Lite Specification and \ Price In Bangladesh
শাওমির মি সিরিজ এর অধিকাংশ ফোনগুলোই বাংলাদেশে অফিসিয়ালি আসেনা।
এগুলো না আসার প্রধান কারন হচ্ছে দাম তুলনামূলক বেশি হওয়া।
যাইহোক বাংলাদেশে অফিসিয়ালি বিক্রি হওয়া হাতে গোনা কয়েকটি মি (Mi) ফোনের একটি হচ্ছে শাওমি মি 11 লাইট।
এটাকে আমি একটা কমপ্লিট প্যাকেজ বলবো।
চমৎকার চোখধাঁধানো ডিজাইন আর যথেষ্ট শক্তিশালী চিপসেটের সমন্বয়এর জন্য এটিকে একটি কমপ্লিট প্যাকেজ মনে হয় আমার কাছে।
30 হাজার টাকা বাজেটের মধ্যে নিঃসন্দেহে এটি একটি সবচেয়ে হালকা ওয়েট এর আকর্ষণীয় ডিজাইনের ফোন।
শাওমি মি ১১ লাইট এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
- র্যামঃ ৬জিবি/৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৪২৫০মিলিএম্পিয়ার
শাওমি রেডমি মি ১১ লাইট মোবাইলের দাম
- ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৯,৯৯৯টাকা
- ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ৩১,৯৯৯টাকা
শাওমি মি ১১ এক্স স্পেসিফিকেশন ও বাংলাদেশ প্রাইস – Xiaomi Mi 11X Specification and Price In Bangladesh
আপনার বাজেট যদি হয় 40 হাজার টাকা আর আপনি যদি চান আপনার ফোনে ৫জি থাকবে তাহলে শাওমি মি 11x আপনার জন্য পছন্দের ফোন হতে পারে।
ফোনটিতে থাকছে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৭০ যার জন্য যুক্ত হচ্ছে ৫জি সুবিধা।
ফটোগ্রাফি, গেমিং, মাল্টিটাস্কিং সবকিছুতেই এই ফোনটি কাউকেই হতাশ করবে না আশা করি।
শাওমি মি ১১ এক্স এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
- মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০
- র্যামঃ ৬জিবি/৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাটারিঃ ৪৫২০মিলিএম্প
শাওমি রেডমি মি ১১ এক্স মোবাইলের এর দাম
- ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ৩৯,৯৯৯টাকা
- ৮জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজঃ ৪২,৯৯৯টাকা
আমাদের দেশে শাওমির মি ও রেডমি ব্যান্ডের অনেকগুলো স্মার্টফোন অফিসিয়ালি পাওয়া যায়। আজকের এই আর্টিকেলটিতে আমরা ক্রমান্বয়ে অল্প দামে থেকে তুলনামূলক দামি প্রত্যেকটি রেডমি ফোনের দাম বা রেডমি মোবাইলের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানলাম।
দীর্ঘদিন ভালো পারফর্মেন্স করার জন্য ফোনগুলো গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে।
সাশ্রয়ী দামের এসব ফোনগুলো অসাধারণ স্পেসিফিকেশন থাকার কারণে স্মার্টফোন বাজারে একটি শক্ত অবস্থান দখল করে আছে।
শাওমি ব্যান্ড এর প্রতিটি ফোনের আলাদা আলাদা কিছু স্পেশালিটি থাকে। আপনার প্রয়োজন এবং বাজেট বিবেচনায় আপনি আপনার পছন্দের ফোন গুলোর একটি তালিকা তৈরি করুন। তারপর আপনি শাওমি অফিসিয়াল শপে যেয়ে পছন্দের সবগুলো ফোন ব্যাবহার করুন। সবশেষে আপনার সবচেয়ে বেশি ভালোলাগা ফোনটি কিনে নিন।
উল্লেখ্য যে, Techtodayz এর শাওমি রেডমি ফোনের দাম ও স্পেসিফিকেশন সংক্রান্ত এই আর্টিকেলে উল্লেখিত সকল ফোনের দাম শাওমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। তবে রেডমি মোবাইলের দাম গুলো বিভিন্ন সময়ে বিভিন্ন অফার, মূল্যছাড় কিংবা মূদ্রা সংক্রান্ত কারনে পরিবর্তিত হতে পারে।
শাওমি রেডমি ফোনের দাম এর এই আরটিক্যালটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আরটিক্যাল টি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট সেকশন এ। এরকম আরো ইনফরমেটিভ আরটিক্যাল পড়তে সাবস্ক্রাইব করুন Techtodayz কে।