সাত দিনের নাম । ৭ দিনের নাম (বাংলা + ইংরেজি + আরবি)

by Taslima Lima
সাত দিনের নাম । ৭ দিনের নাম

আমরা সবাই জানি “এক সপ্তাহ সমান সাত দিন”। সপ্তাহের প্রথম দিনটি হচ্ছে শনিবার আর শেষ দিনটি হচ্ছে শুক্রবার। তাছাড়াও প্রত্যেকটি দিনেরই রয়েছে আলাদা আলাদা নাম। বাংলা ও ইংরেজিতে সাত দিনের নাম সবাই জানে। কিন্তু আমরা অনেকেই জানিনা আরবিতে সপ্তাহের সাত দিনের নাম আসলে কি। তাই আজ আমরা জানবো (বাংলা + ইংরেজি + আরবি) তে সপ্তাহের ৭ / সাত দিনের নাম। এবং এসব নামকরণ এর পেছনের সঠিক কারন।

সাত দিনের নাম । ৭ দিনের নাম

বাংলাইংরেজিআরবি
শনিবারSaturdayইয়াওমুস সাব্ত
রবিবারSundayইয়ামুল আহাদ
সোমবারMondayইয়াওমুল ইছনাইনিল আযীম
মঙ্গলবারTuesdayইয়াওমুছ ছুলাছা
বুধবারWednesdayইয়াওমুল আরবিয়া
বৃহস্পতিবারThursdayইয়াওমুল খামীস
শুক্রবারFridayইয়াওমুল জুমুয়া
৭ / সাত দিনের নাম

নামকরণের কারণ / কীভাবে এল সপ্তাহের নাম?

সাত দিনের নামকরণের পেছনে রয়েছে অদ্ভুদ সব কারন। দেব দেবীরা প্রাচীন মানুষের জীবনের সাথে জড়িত ছিল ওতপ্রোতভাবে। দেবদেবীদের প্রভাব এতটাই বেশি ছিলো যে, প্রাচীন মানুষ এদের নামেই সবকিছু করতো। এমনকি তারা প্রত্যেকটা দিন শুরু ও শেষ করতো দেবদেবীদের নামেই। তাই তাদের স্মরণেই রাখা হয়েছিলো সপ্তাহের সাত দিনের নাম। কারণ প্রাচীন মানুষজন মনে করত দেব-দেবীদের নামে সপ্তাহ শুরু ও শেষ পর্যন্ত তাদের মঙ্গল হতে পারে।

শনিবার (Saturday): শনিবারের নামকরণ করা হয় রোমান দেবতা ‘স্যাটার্ন’ এর নামানুসারে। ‘স্যাটার্ন’ হচ্ছে রোমান দের শৌর্য-বীর্যের প্রতীক। আর এই ‘স্যাটার্ন’ থেকেই আসে ‘স্যাটার্ন’স ডে। তারপর তা ধীরে ধীরে হয়ে যায় স্যাটারডে। তবে এই দিনটিকে ল্যাটিন ভাষা বলা হয় ‘ডায়েস স্যাটার্নি’ (dies saturni)।

রবিবার (Sunday): রবিবারের নামকরণ করা হয় গ্রিক ও ল্যাটিন শব্দ ‘সানডে’ থেকে। আর ‘সানডে’ শব্দের অর্থ হচ্ছে সূর্যের দিন। মূলত সূর্য দেবতা কে স্মরণ করেই তারা এই নামকরণ করেছিলো। মজার ব্যাপার হচ্ছে ফ্রান্স ও স্প্যানিশ ভাষায়ও সানডে শব্দের অর্থ সূর্যের দিন। তবে খ্রিস্টানরা এই দিনটিকে পালন করে ‘লর্ডস ডে’ বা ‘ঈশ্বরের দিন’ হিসেবে অন্যদিকে ইহুদীরা এই দিনটিকে পালন করে ‘সাব্বাত ডে’ হিসেবে।

সোমবার (Monday): সোমবারের নামকরণ করা হয় ‘মানডে’র বা চন্দ্রদেবী’র নামানুসারে। ‘মানডে’র অর্থ হচ্ছে ‘মুন’স ডে বা চন্দ্রদিন। মূলত চন্দ্র দেবতা কে স্মরণ করেই তারা এই নামকরণ করেছিলো। ল্যাটিন ভাষায় এই দিনটিকে বলা হয় ‘ডায়েস লুনি’ (dies lunae), গ্রীক ভাষায় এউ দিনটিকে বলা হয় ‘হেমেরা সেলেনস’ (hemera selenes), স্প্যানিশ ভাষায় এই দিনটিকে বলা হয় ‘লুনস গেস’ (lunes Ges), এবং ফ্রেঞ্চ ভাষায় এই দিনটিকে বলা হয় ‘লুন্ডি’ (lundi)। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো ভাষায় এসব শব্দের অর্থ একই।।

মঙ্গলবার (Tuesday): মঙ্গলবারের নামকরণ করা হয় ঈশ্বরের নামানুসারে। মূলত যুদ্ধের দেবতা ‘টুই’ (Tiu) ও আকাশের দেবতা ‘টিয়া’ (Twia) এর নামানুসারেই Tuesday নামকরণটি করা হয়েছিলো। ল্যাটিন ভাষায় এই দিনটিকে বলা হয় ‘ডায়েস মেরিটসও’ (dies mertis) আর গ্রীক ভাষায় এউ দিনটিকে বলা হয় ‘হেমেরাস এরিওস’ (hemera areos)।

বুধবার (Wednesday): বুধবারের নামকরণ করা হয় ‘ওডিন’ নামক একজন দেবতার নামানুসারে। মূলত ‘ওডিন’ নাম থেকেই আসে ‘ওডেন’স ডে আর তারপর তা ধীরে ধীরে হয়ে যায় ‘ওয়েডনেসডে’। স্প্যানিশ ভাষায় এই দিনটিকে বলা হয় ‘মাইরকোলস’ (Miercoles) আর ফ্রেঞ্চ ভাষায় এউ দিনটিকে বলা হয় ‘হেমেরাস এরিওস’ (hemera areo‘মারক্রেডি’ (Mercredi)s)।

বৃহস্পতিবার (Thursday): বৃহস্পতিবার এর নামকরণ করা হয় বজ্র ও বিজলির দেবতা ‘থর’এর নামানুসারে। ল্যাটিন ভাষায় এই দিনটিকে বলা হয় ‘জুপিটার’ আর গ্রীক ভাষায় এউ দিনটিকে বলা হয় ‘জিউস’।

শুক্রবার (Friday): শুক্রবারের নামকরণ করা হয় বিয়ে এবং উর্বরতার দেবী ‘ফ্রিয়ার’ (frreyar) নামানুসারে। ল্যাটিন ভাষায় এই দিনটি পরিচিত হয়েছিলো দেবী ‘ভেনাসে’র (Venus) এর নামে। গ্রীক ভাষায় এই দিনটি পরিচিত হয়েছিলো দেবী ‘এফ্রোডাইটে’র (Aphrodite) নামে।

প্রিয় ভিজিটর, ৭ / সাত দিনের নাম সংক্রান্ত আজকের সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই পোস্টটি ভালো লাগলে আপনি আমাদের অন্যান্য পোস্ট গুলোও পড়ে দেখতে পারেন। আশা করি আমাদের প্রত্যেকটা পোস্ট আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনে যথেষ্ট কাজে আসবে।

You may also like

Leave a Comment