স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২১

by Arif Rabbani Hasan
স্যামসাং মোবাইল ফোনের দাম

স্যামসাং মোবাইল ফোনের দাম নিয়ে আজকের আর্টিক্যালটি, সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্টিক্যাল গুলোর একটি।

এই ব্র্যান্ড এর জনপ্রিয়তা আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আকাশ ছোয়া।

স্যামসাং এর প্রত্যেকটি ফোন অসংখ্য গ্রাহকের প্রিয় ফোন হতে সক্ষম হয়েছে।

অত্যাধুনিক ডিজাইন, প্রয়োজনীয়  স্পেসিফিকেশন, দীর্ঘদিন স্তায়ীত্বতা এবং যুগোপযোগী মূল্য নির্ধারন সব মিলিয়ে স্যামসাং ব্রেন্ডের আজকের এই অবস্থান।

স্মার্টফোন বাজারে স্যামসাং একটি আস্থার নাম

গ্রাহক মনে এমন আস্থা ধরে রাখার জন্য বর্তমানে স্যামসাং যেসকল অসাধারন ফোনগুলো বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করছে সেকল ফোন নিয়েই আমাদের আজকের আর্টিক্যাল স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২১।

দীর্ঘদিন আশানুরূপ  পারফর্মেন্স এর জন্য স্যামসাং ফোনগুলো স্মার্টফোন ব্যাবহার কারীদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।

আমাদের দেশে স্যামসাং এর এ সিরিজ ও এম সিরিজ এর ফোনগুলো অধিক জনপ্রিয়।

আজকের এই আর্টিকেলটিতে আমরা ক্রমান্বয়ে অল্প দামে থেকে তুলনামূলক দামি  প্রত্যেকটি স্যামসাং স্মার্টফোন সম্পর্কে জানবো বিস্তারিত।

আর্টিক্যালটি মনোযোগ দিয়ে পড়লে এবং ছবিগুলো দেখলে আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দের ফোনটি।

একনজরে দেখুন যা যা জানবেনঃ

স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy M01 Core Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর মোবাইল ফোনের দাম
Samsung Galaxy M01 Core

আপনার যদি প্রয়োজন হয় একদম কম টাকায় একটা স্মার্টফোন তাও আবার নামীদামী একটি ব্র্যান্ডের। তাহলে স্যামসাং এম০১ কোর আপনাকে আকৃষ্ট করবে।

এর দাম মাত্র 7 হাজার টাকার কাছাকাছি।

একদম বেসিক ব্যবহার এর জন্য স্যামসাং এম০১ কোর আপনাকে সাপোর্ট দিতে পারে অনেক দিন।

স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৫.৩ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • প্রসেসরঃ মিডিয়াটেক ৬৭৩৯
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাটারিঃ ৩০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর এর দামঃ ৬,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম০২ মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy M02 Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এম০২ মোবাইল ফোনের দাম
Samsung Galaxy M02

কম বাজেটের মধ্যে সুনাম অর্জন করতে পারা স্মার্টফোন গুলোর মধ্যে একটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম০২।

মাত্র 10 হাজার টাকা মূল্য হলেও সাধারণ ব্যবহারের জন্য ফোনটি একটি আদর্শ ফোন হতে পারে।

5000 মিলি এম্পিয়ার ব্যাটারী থাকার কারণে চার্জ নিয়েও আপনাকে চিন্তিত থাকতে হবে না।

 

স্যামসাং গ্যালাক্সি এম০২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি 
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • প্রসেসরঃ মিডিয়াটেক ৬৭৩৯
  • র‍্যামঃ ২জিবি/৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

 

স্যামসাং গ্যালাক্সি এম০২ এর দামঃ

  • ২জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ৮,৫৯৯টাকা
  • ৩জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ৯,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি এম০১এস এর দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy M01S Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এম০১এস মোবাইল ফোনের দাম
Samsung Galaxy M01S

বর্তমান সময়ের স্মার্টফোন বাজারে প্রতিযোগিতার ব্যাপারে আমাদের প্রত্যেকেরই একটি সুস্পষ্ট ধারণা থাকার কথা।

সময়ের সাথে প্রতিযোগিতায় স্যামসাং গ্যালাক্সি এম০১এস এর অবস্থা এই তালিকায় বেশ নড়বড়ে বলা চলে।

আপনার যদি স্যামসাং ব্র্যান্ডের যেকোন ফোন হলেই চলে তবেই  শুধু এটি দেখতে পারেন।

আর বাজেট একটু বাড়ালে আরো অনেক ভাল কিছু আশা করতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি এম০১এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.২ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • প্রসেসরঃ মিডিয়াটেক ৬৭৬২
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম০১এস এর দামঃ ১১ ৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম০২এস মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy M02S Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এম০২এস মোবাইল ফোনের দাম
Samsung Galaxy M02S

গ্যালাক্সি এম০২এস ফোনটিতে স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ৪ জিবি র‍্যাম থাকার কারণে ফোনটি থেকে মোটামুটি ভালো পারফর্মেন্স আশা করা যায়।

আপনি যদি পছন্দ করেন একটি স্যামসাংয়ের ফোন তার সাথে স্ন্যাপড্রাগন প্রসেসর তাহলে স্যামসাং গ্যালাক্সি এম০২এস আপনার পছন্দের একটি ফোন হতে পারে।

তবে মাল্টিটাস্কিং এর জন্য ফোনটি খুব ভালো পছন্দ হবে না।

স্যামসাং গ্যালাক্সি এম০২এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম০২এস এর দামঃ ১২,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ০৩এস মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy A03S Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এ০৩এস
Samsung Galaxy A03S

মিডিয়াটেক প্রসেসর এর সাথে ভালো মানের ক্যামেরা ও বিশাল ব্যাটারি স্যামসাং গ্যালাক্সি এম০৩এস ফোনটিকে 15 হাজার টাকা বাজেটের মধ্যে শক্ত একটি অবস্থান দিয়েছে।

4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ এর এই ফোনটি আপনার নিত্যদিনের প্রয়োজনীয় ছোটখাটো সকল কাজ সামলাতে সক্ষম।

তবে গেইমিংয়ের জন্য ফোনটি যথেষ্ট পারফরম্যান্স নাও করতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এ ০৩এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৩৫
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ০৩এস এর দামঃ ১৩,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ১২ মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy A12 Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এ১২ মোবাইল ফোনের দাম
Samsung Galaxy A12

কম বাজেটের মধ্যে আপনি চাচ্ছেন স্যামসাং এর একটি ভালো ক্যামেরার ফোন।

ওয়েল, আপনার জন্য আছে স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনটি।

ফোনটিতে থাকছে স্যামসাং প্রসেসর এর সাথে 48 মেগাপিক্সেল এর কোয়াড ক্যামেরা সেটাপ।

5000 মিলি  এম্পিয়ার ব্যাটারী থাকার জন্য ডেলি ইউজেস এ চার্জ নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন।

 

স্যামসাং গ্যালাক্সি এ১২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • প্রসেসরঃ এক্সিনোস ৮৫০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ১২ এর দামঃ

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৪,৯৯৯টাকা
  • ৪জিবি  র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টঃ ১৬,৪৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি এম১২ এর দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy M12 Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এম১২ মোবাইল ফোনের দাম
Samsung Galaxy M12

এতক্ষণ আমরা যতগুলো ফোনের ব্যাপারে জানলাম সবগুলোরই র‍্যাম হচ্ছে সর্বোচ্চ ৪ জিবি।

স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনটিতে থাকছে 6 জিবি র‍্যাম। যা আপনার ব্যবহারের এক্সপেরিয়েন্সকে আরো বেশি আনন্দদায়ক করবে।

লো টো মিডিয়াম ইউজারদের সবাই ফোনটির ইউজার এক্সপেরিয়েন্স এ সন্তুষ্ট থাকবে আশা করি।

6000 মিলি এম্পিয়ার ব্যাটারির কথা না বললেই নয়। ফোনটি থেকে পেয়ে যাবেন অসাধারণ ব্যাকাপ এক্সপেরিয়েন্স।

 

স্যামসাং গ্যালাক্সি এম১২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৪২৫০মিলিএম্পিয়ার

স্যামসাং গ্যালাক্সি এম১২ এর দামঃ ১৭,৪৯৯

স্যামসাং গ্যালাক্সি এম২১ মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy M21 Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এম২১ মোবাইল ফোনের দাম
Samsung Galaxy M21

বাংলাদেশের মিডিয়াম রেঞ্জ স্মার্টফোন বাজারে তুমুল জনপ্রিয় একটি স্মার্টফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম২১।

এই ফোনের শক্তিশালী চিপসেট এবং 6 জিবি রেম সেটাপ যেকোনো ধরনের ইউজারের চাহিদা পূরণে সক্ষম।

মোটামুটি মানের গেমগুলোও খুব ভালোভাবে সামলাতে সক্ষম এই ফোনটি।

 

স্যামসাং গ্যালাক্সি এম২১  এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • প্রসেসরঃ এক্সিনোস ৯৬১১
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম২১ এর দামঃ ১৮,৯৯৯

স্যামসাং গ্যালাক্সি এফ২২ এর দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy F22 Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এফ২২
Samsung Galaxy F22

19 হাজার টাকা দামের স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনটিতে ব্যবহার করা হয়েছে তুলনামূলক কম দামের  মিডিয়াটেক প্রসেসর।

এই বাজেটে মিডিয়াটেক প্রসেসর নিয়ে বর্তমান সময়ে অনেকেরই অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে।

তবে ফোনটির অসাধারণ অপটিমাইজেশন এর পারফরমেন্সকে যথেষ্ট ভালোর দিকেই রাখবে।

তাছাড়া ফোনটির ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম হওয়ায় আপনার ভালো লাগতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এফ২২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এফ২২  এর দামঃ ১৯,৪৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ22 মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy A22 Core Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এ২২ মোবাইল ফোনের দাম
Samsung Galaxy A22

গ্যালাক্সি এ২২ ও স্যামসাং গ্যালাক্সি এফ২২  ফোন দুটি প্রায় সেইম কনফিগারেশনের ফোন।

ক্যামেরা সেটআপ এবং প্রসেসর উভয় ফোনটিতে একই রকম।

তবে স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোনটিতে এফ২২ এর তুলনায়  তুলনামূলক ছোট ব্যাটারি ব্যবহার করেছে স্যামসাং।

ব্যাটারি ছোট হওয়ার পরেও দাম আশ্চর্যজনকভাবে কিছুটা বেশি।

স্যামসাং গ্যালাক্সি এ২২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি 
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ২২ এর দামঃ ২০,৯৯৯

স্যামসাং গ্যালাক্সি এম32 মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy M32 Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এম৩২ মোবাইল ফোনের দাম
Samsung Galaxy M32

২৩০০০ টাকার স্যামসাং গ্যালাক্সি এম৩২ আকর্ষনীয় দিক গুলো হচ্ছে ৬০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি এবং ৬৪ মেগাপিক্সেল এর কোয়াড ক্যামেরা সেটাপ।

কিন্তু হতাশার ব্যাপার হচ্ছে এর মিডিয়াটেক প্রসেসর।

বর্তমান সময়ে 23 হাজার টাকা বাজেটের মধ্যে মিডিয়াটেক প্রসেসর অবশ্যই মানিয়ে নেওয়ার মতো ব্যাপার না।

আপনার চাহিদা অনুযায়ী বাজেট আরেকটু বাড়িয়ে অন্য ফোন গুলো দেখতে পারেন।

অথবা এই বাজেটের মধ্যে ও অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো আরো ভালো প্রসেসর অফার করছে সেগুলোও চেক করতে পারেন।

শাওমি রেডমি ব্রেন্ড ফোন গুলো চেক করতে ক্লিক করুন এই লিংকে

 

স্যামসাং গ্যালাক্সি এম৩২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম৩২ এর দামঃ ২২,৯৯৯

স্যামসাং গ্যালাক্সি এম৩১ এর দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy M31 Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এম৩১
Samsung Galaxy M31

এই ব্রেন্ড এর একটি আদর্শ ফোন খোজছেন?

যেটা আপনাকে দিতে পারে সব দিক থেকে ভালো মানের সাপোর্ট।

তাহলে আপনি দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি এম৩১ ফোনটি।

গ্যামিং, মাল্টিটাস্কিং, ফোটোগ্রাফিং হয় সব দিক থেকে আপনাকে সন্তষ্ট রাখবে এই ফোনটি।

৮ জিবি র‍্যাম এর সাথে ১২৮ জিবি স্টোরেজ এর এই ফোন টি আপনার পছন্দের তালিকায় জায়গা করে নিতে সক্ষম খুব সহজেই।

 

স্যামসাং গ্যালাক্সি এম৩১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • প্রসেসরঃ এক্সিনোস ৯৬১১
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  •  ব্যাটারিঃ ৬০০০মেগাপিক্সেল

স্যামসাং গ্যালাক্সি এম৩১ এর দামঃ ২৩,৯৯৯

স্যামসাং গ্যালাক্সি এ৩২ মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy A32 Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এ৩২ মোবাইল ফোনের দাম
Samsung Galaxy A32

এগেইন মিডিয়াটেক!! ২৭-২৮ হাজার টাকা বাজেটে মিডিয়াটেক!!

শাওমির রেডমি যেখানে ১৫-১৬ হাজার টাকায় মিডিয়াটেক অফার করছে সেখানে শুধু স্যামসাং ব্রেন্ড হওয়ার কারনে ২৭-২৮ হাজারে মিডিয়াটেক প্রসেসর কতোটুকু ভালো ব্যাপার তা প্রশ্নবিদ্ধ।

এই ব্যাপার গুলো নিয়ে আপনার মতামত আশা করছি।

কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত।

 

স্যামসাং গ্যালাক্সি এ৩২  এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৩২ এর দামঃ

  • ৬জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৫,৯৯৯টাকা
  • ৬জিবি র‍্যাম  + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৭,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৫২ মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy A52 Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এ৫২ মোবাইল ফোনের দাম
Samsung Galaxy A52

আপনি যদি স্যামসাং ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য প্রায় ৩৫ হাজার টাকা বাজেটের মধ্যে রয়েছে একটি অসাধারণ ফোন।

এখন বলছি স্যামসাং গ্যালাক্সি এ৫২ এর কথা।

একটা স্মার্টফোন থেকে আমাদের অনেক চাহিদা থাকে।

তবে সবগুলো চাহিদার ভিতরে প্রধান চাহিদা গুলো হচ্ছে ভালো ক্যামেরা, বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, প্রিমিয়াম ডিজাইন ইত্যাদি।

স্যামসাং গ্যালাক্সি এ৫২ ফোনটি শুধুমাত্র ব্যাটারি ব্যতীত প্রায় সব চাহিদাই পুরন করতে পারে ঠিকঠাক।

তবে বাজেট আর 1000 টাকা বৃদ্ধি করলে এর থেকে বড় ব্যাটারিসহ আকর্ষণীয় ডিজাইন এর ফোন অফার করছে স্যামসাং।

স্যামসাং গ্যালাক্সি এ৫২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৭২০জি
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৫২ এর দামঃ ৩৩,৯৯৯

স্যামসাং গ্যালাক্সি এম৬২  মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy M62 Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এম৬২ মোবাইল ফোনের দাম
Samsung Galaxy M62

গ্যালাক্সি এ৫২ স্পেসিফিকেশন পড়ার সময়ই আশা করি আপনি বুঝে গেছেন স্যামসাং গ্যালাক্সি এম৬২ তার থেকে বেটার কিছু।

এইটা বেটার হওয়ার প্রধান কারণ হচ্ছে এর ডিজাইন এবং বিশাল ব্যাটারি।

এর ডিজাইন দেখে যে কেউ মুগ্ধ হবে আশা করি।

আর ব্যাটারি তো অন্য লেভেলের।

এ৫২ এর ব্যাটারি ছিলো ৪৫০০ মিলি এম্পীয়ার এর।

আর এ৬২ এর ব্যাটারি ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার এর।

ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি দেখতে দেখতে আমরা এখন অভ্যস্ত।

কিন্তু সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার এখনো একটা অন্য লেভেলের জিনিস।

ব্যাটারির ডিজাইন ছাড়া বাকি সব কিছুই প্রায় সেইম।

35000 বাজেট থাকলে এ৫২ এর তুলনায় এ৬২ বেটার চয়েজ হবে।

 

স্যামসাং গ্যালাক্সি এম৬২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • প্রসেসরঃ এক্সিনোস ৯৮২৫
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৭০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এম৬২ এর দামঃ ৩৪,৯৯৯

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy A52S 5G Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি মোবাইল ফোনের দাম
Samsung Galaxy A52S 5G

বর্তমান সময়ে দিনদিন ফাইভ-জি এর চাহিদা বেড়েই চলছে।

গ্রাহকদের এসব চাহিদার কথা মাথায় রেখে স্যামসাং তাদের এ৫২ এর আরো একটি ফাইভ-জি সংস্করণ এনেছে এ৫২এস।

আপনার প্রধান চাহিদা যদি হয় ফাইভ-জি আর অসাধারণ ডিজাইন এর প্রিমিয়াম সেগ্মেন্ট এর ফোন তাহলে এ৫২এস আপনাকে হতাশ করবে না কোনোভাবেই।

এর শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর গেমিং সহ যে কোন ধরনের হেবি ইউজেসএও খুব ভালো পারফর্ম করবে অলয়েজ।

 

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি এর দামঃ ৪৪,৯৯৯

স্যামসাং গ্যালাক্সি এ৭২ মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy A72 Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এ৭২
Samsung Galaxy A72

স্যামসাং ব্র্যান্ডের একটি প্রিমিয়াম ফোন সাথে স্নাপড্রাগণ ৭২০জি শক্তিশালী প্রসেসর সবমিলিয়ে 46 হাজার টাকা বাজেটের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এ৭২ ফোনটি আপনার প্রিয় ফোন হওয়ার সক্ষমতা রাখে।

এর ক্যামেরা পারফরম্যান্স হবে অসাধারণ।

মিড লাইট এবং লো লাইটে চোখ ধাঁধানো ছবি পাবেন এই ক্যামেরার সাহায্যে।

অন্যান্য সকল পারফরমেন্সেও বাকী ফোনদের থেকে পিছিয়ে থাকবে না এ৭২ ফোনটি।

স্যামসাং গ্যালাক্সি এ৭২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি 
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৭২ এর দামঃ  ৪৫,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy Z Flip 3 5G Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি মোবাইল ফোনের দাম
Samsung Galaxy Z Flip 3 5G

জি ফ্লিপ ৩ ফোনটি ফোল্ডেবল ফোনের জগতে একটি উল্লেখযোগ্য নাম।

ফোল্ডেবল ফোন গুলো অতীত এবং ভবিষ্যৎ উভয় সময়ের ফিল দিতে সক্ষম আপনাকে।

ফ্লিপ মেকানিজম এর উপর তৈরি এই ফোনটি ফোল্ডেবল ফোনের জগতে একটি শক্ত অবস্থানে আছে।

 

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১০মেগাপিক্সেল
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাটারিঃ ৩৩০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি এর দামঃ ১০৯,৯৯৯

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Gala Note 20 Ultra Mobile Phone

Samsung Galaxy Note 20 Ultra
Samsung Galaxy Note 20 Ultra

গ্যালাক্সি নোট ২০ আলট্রা ফোনটি মুক্তি পেয়েছিল সেই 2 বছর আগে।

বর্তমান সময়ে এই স্মার্টফোনের প্রতিযোগিতায় একটি ফোন দীর্ঘ দুই বছর টিকে থাকা সাধারণ কিছু নয়।

তবে গ্যালাক্সি নোট ২০ আলট্রা ফোনটি  তা করে দেখিয়েছে।

এখনো গ্রাহকদের মনে এই ফোনটি  জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে।

 

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৯ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১০মেগাপিক্সেল
  • প্রসেসরঃ এক্সিনোস ৯৯০
  • র‍্যামঃ ১২জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা এর দামঃ ১৩৪,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি  মোবাইল ফোনের দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy S21 Ultra 5G Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি এস ২১ আল্ট্রা ৫জি মোবাইল ফোনের দাম
Samsung Galaxy S21 Ultra 5G

প্রতিবছরই স্যামসাং তাদের নিজেদের ব্র্যান্ড ভ্যালু ধরে রাখার জন্য একটি ফ্লাগশিপ ফোন লঞ্চ করে।

আর সেই ফ্ল্যাগশিপ ফোনটি হয় বছরের শ্রেষ্ঠ ফোন গুলোর একটি।

সেই রীতি অনুযায়ী 2021 সালেও স্যামসাং তাদের যে ফ্ল্যাগশিপ ফোনটি লঞ্চ করে তা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা।

এই ফোনটির নাম যেমন আল্ট্রা পারফরম্যান্সও তেমন আল্টা।

 

স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৪০মেগাপিক্সেল
  • প্রসেসরঃ এক্সিনোস ২১০০
  • র‍্যামঃ ১২জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি এর দামঃ ১৩৯,৯৯৯ টাকা

 

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি এর দাম ও স্পেসিফিকেশনPrice And Specification Of Samsung Galaxy Z Fold 3 5G Mobile Phone

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি
Samsung Galaxy Z Fold 3 5G

স্মার্টফোন জগতে ফোল্ডেবল ফোন আকর্ষনীয় নাম এবং ফোল্ডেবল ফোন এর জগতে স্যামসাং আকর্ষনীয় নাম।

স্যামসাং তাদের এই আকর্ষণীয়তা ধরে রাখার জন্য তাদের সবথেকে দামি যে ফোনটি লঞ্চ করেছে তা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি।.

7.6 ইঞ্চি ডিস্পলে হলেও এই ফোনটিকে ফোল্ড করে যথেষ্ট স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন।

এই ফোনটি সবথেকে দামি ফোন হওয়ার আরও একটি কারণ হচ্ছে এর আন্ডার ডিসপ্লে ক্যামেরা।

স্যামসাং এই প্রথম তাদের আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে আসে স্যামসাং জি ফোল্ড ৩ ৫জি ফোন টির মাধ্যমে।

 

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৭.৬ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • আন্ডার ডিসপ্লে ক্যামেরাঃ ৪মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১০মেগাপিক্সেল
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
  • র‍্যামঃ ১২জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাটারিঃ ৪৪০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি এর দাম ১৮৪,৯৯৯ টাকা

 

একেকটি ফোন আলাদা আলাদা কারণে অন্যান্য গুলোর থেকে আলাদা। আপনার প্রয়োজন অনুযায়ী নির্বাচন করুন আপনার পছন্দের ফোনটি। স্যামসাংয়ের কোন ফোনটি আপনার নির্বাচিত ফোন? কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকেও।

উল্লেখ্য যে,  Techtodayz এর এই আর্টিকেলে  উল্লেখিত সকল স্যামসাং ফোনের দাম স্যামসাং এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। তবে এই দাম গুলো বিভিন্ন সময়ে বিভিন্ন অফার, মূল্যছাড় কিংবা মূদ্রা সংক্রান্ত কারনে উঠা নামা করতে পারে।

আর্টিকেলটিতে উল্লেখিত এসকল ফোন ছাড়াও স্যামসাং এর আরও কিছু রয়েছে। সেগুলো চেক করতে ক্লিক করতে পারেন এই লিংকে

সম্পূর্ণ আরটিক্যালটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম আরো ইনফরমেটিভ আরটিক্যাল পড়তে সাবস্ক্রাইব করুন Techtodayz কে।

You may also like